জীবন সৃষ্টির রাসায়নিক মতবাদ । ৬ষ্ঠ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জীবন সৃষ্টির রাসায়নিক মতবাদ । ৬ষ্ঠ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জীবন সৃষ্টির রাসায়নিক মতবাদ । ৬ষ্ঠ  অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
জীবন সৃষ্টির রাসায়নিক মতবাদ । ৬ষ্ঠ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৬ষ্ঠ অধ্যায়:-  জীবন সৃষ্টির রাসায়নিক মতবাদ

ক বিভাগ

০১. বিবর্তনের আধুনিক মতবাদ কোনটি? 

উত্তর: রাসায়নিক মতবাদ।

০২. জীবনের উৎপরিতে অধুনিক রাসায়নিক তত্ত্বের জনক কে?

উত্তর: Alexander 1. Operin

০৩. Alexander. J. Operis কোন দেশের বিজ্ঞানী?

উত্তর: রাশিয়ার প্রাণ রসায়নবিদ।

০৪. রাসায়নিক বিবর্তন কি? 

উত্তর: বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্রিয়া ও বিক্রিয়ার কলে জীবের উৎপত্তি ঘটাকে রাসায়নিক বিবর্তন বলা হয়।

০৫. রাসায়নিক বিবর্তনের ধারাটি লিখ।

উত্তর: অজৈব পদার্থ=হাইড্রোকার্বন =হাইড্রোক্সিজাতক =কার্বোহাইড্রেট= ফ্যাটি অ্যাসিড অ্যামাইনের আসিড।

০৬. রাসায়নিক বিবর্তনের ধাপসমূহ কী?

উত্তর: প্রাথমিক জৈব যৌগের উৎপত্তি, বৃহৎ ও জটিল জৈব অণু উৎপাদন, নিউক্লিক আসিও গঠন, নিউক্লিও প্রোটিন গঠন।

০৭. জীবের উৎপত্তি ঘটে কিভাবে?

উত্তর: প্রাণবানায়নিক ভিত্তির মাধ্যমে।

০৮. বিভিন্ন জৈব রাসায়নিক দ্রব্যের উৎপত্তি হয় কিভাবে?

উত্তর: একটি প্রাণহীন পরিবেশে বিভিন্ন গ্যাসের উপর বৈদ্যুতিক ও উক্ত পড়ি বিকিরণের প্রভাবে।

০৯. জীবদের রাসায়নিক তত্ত্ব কী?

উত্তর: জীবনের সৃষ্টি হয়েছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে।

১০. মিলায় জৈব পদার্থ উৎপত্তি সংক্রান্ত পরীক্ষাটি কত সালে বর্ণনা করেন। 

উত্তর: ১৯৫৩ সালে।

১১. মিলার পরীক্ষার মাধ্যমে কি প্রদান করেন।

উত্তর: প্রাচীন আবহাওয়া মডেলের বিজারণ পদ্ধতিতে সরল গ্যাস হতে জৈব পদার্থ সৃষ্টি হয়।

১২. মিলারের পরীক্ষায় প্রোটিন তৈরির প্রধান কাঁচামাল কী?

উত্তর: Amino Acid

১৩. ড. এ. এল নিলার কেন পরীক্ষা করেন?

উত্তর: জৈব পদার্থের উৎপত্তি সম্পর্কে জানার জন্য।

 

খ-বিভাগ

০১. উদাহরণসহ জৈব পলিমারিক অণুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখ।

০২. জৈব রাসায়নিক বিবর্তনের ধাপ ও আদি জীবের উৎপত্তি সম্পর্কে আলোচনা কর। 

০৩. ওপারিনের প্রকল্প সম্পর্কে লিখ। 

অথবা, ওপারিনের প্রহর অনুসারে জীবের উৎপত্তি হয় কিভাবে তা বর্ণনা কর।

অথবা, জীবের উৎপত্তিতেক Operine-Haldane অনুকল্প বর্ণনা কর।

০৪. RNA World বলতে কী বুঝ? 



গ-বিভাগ

০১. জীব সৃষ্টির সূচনালগ্ন থেকে দুটি নির্বাচিত বিপাক ক্রিয়ার উৎপত্তি ও বিপাক সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

০২. অজীধভাবে জৈব পদার্থের উৎপত্তি প্রদর্শনের জন্য মিলারের পরীক্ষণ বর্ণনা কর। 

অথবা, জৈব পদার্থের উৎপত্তিতে মিলারের পরীক্ষাটি বর্ণনা কর।

অথবা, বায়োমলিকুলারসমূহ প্রাক-জীব পরিবেশ কিভাবে উৎপন্ন হতে পারে তা এপ্রদর্শনের জন্য মিলারেই পরীক্ষণ বর্ণনা কর।

Read more