Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৮)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : Higher Cryptogams বিষয় কোড 223001
পূর্ণমান : ৮০
ক- বিভাগ
ক) ব্রায়োলজির জনকের নাম লিখ।
খ)দুটি মরুজ ব্রায়োফাইটার নাম লিখ?
(গ) অ্যাম্ফিগ্যস্ট্রিয়া কী?
(ঘ) সিউডোইলেটার কাকে বলে?
তাকে সিউডোইলেটার বলে।
(ঙ) প্রোটোনিমার সংজ্ঞা দাও ।
চ) ক্যাপসিউল কী?
(ছ) গিমা কোথায় দেখা যায়?
(জ) স্পোরোকার্সের সংজ্ঞা দাও
(ঝ) মেইডেন হেয়ার ফার্ন কোনটি?
(ঞ) পেরিস্টোম কী?
(ট) সিনানজিয়াম বলতে কী বুঝ?
(ঠ) অ্যাপোস্পোরী কী?
খ- বিভাগ:
২. Riccia -থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্তি চিত্র আঁক
৩. Anthoceros -এর উন্নত বৈশিষ্ট্য লিখ?
৪. Marcahntia -এর স্পোরোফাইটের গঠন বর্ণনা কর?
৫. হর্ণ ওয়াট এবং মসের মধ্যে পার্থক্য লিখ?
৬. Azolla- এর পাতার অন্তর্গঠন বর্ণনা কর?
৭. Equiesetum- এর স্ট্রোবিলাস এর লম্বচ্ছেদের চিহ্তি চিত্র আঁক?
৮. একটি হেটারোস্পোরাস টেরিডোফাইটের জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও?
৯.ইউস্পোরানজিয়েটে ও লেপ্টোস্পোরানজিয়েট ফার্ণের মধ্যে পার্থক্য লিখ?
গ- বিভাগ:
১০। উদাহরণসহ টেরিডোফাইটা-এর শ্রেণিবিন্যাস কর।
১১। স্টিলি কি? চিত্রসহ টেরিডোফাইটার বিভিন্ন প্রকার স্টিলির
বর্ণনা কর।
১২। উপযুক্ত চিত্রসহ Lycopodium-এর বিভিন্ন প্রকার
গ্যামোটোফাইটের বর্ণনা দাও।
১৩। একটি ইউস্পোরাঞ্জিয়েট ফার্নের স্পোরাঞ্জিয়াম -এর গঠন
ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর
১৪। Riccia, Marchantia এবং Anthoceros -এর ক্যাপসিউলের
তুলনামূলক বিবরণ দাও ।
১৫। ভূ-তাত্ত্বিক সময়কাল উল্লেখপূর্বক ব্রায়োফাইটার জীবাশ্ম
১৬। Sphagnum এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ
বর্ণনা কর।
১৭।
টীকা লিখ (যেকোনো তিনটি)
(ক) Sphaerocarpus-এর স্পোরোফাইট;
(খ) Anthoceras-এর উন্নত বৈশিষ্ট্য,
(গ) গ্রানাইট মসের বৈশিষ্ট্যসমূহ:
(ঘ) Marsilea-এর স্পোরোকার্প,
(ঙ) Ophioglossum-এর স্পাইক।
আরো পড়ুনঃ