Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)

Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)

Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)
Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৭)

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) 
বিষয় : Higher Cryptogams  বিষয় কোড 223001 
পূর্ণমান : ৮০ 

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।] 

(ক) হায়ার ক্রিপোটাগ্যামস এর সংজ্ঞা দাও।
খ)প্রো-থ্যালাস কি?

গ) স্পোরোফাইট-এর সংজ্ঞা দাও।

ঘ)অ্যাপোগ্যামি কী?
(ঙ) হর্নওয়ার্ট এর একটি উদাহরণ দাও।
 চ)অ্যাম্ফিথেসিয়াম কি?
(ছ) টেরিডোফাইটাতে কি ধরনের জনুঃক্রম দেখা যায়?
(জ) ইলেটর কি?
(ঝ) কাদেরকে ক্লাব মস বলা হয়?
(ঞ) ট্যাপেটাম কি?
(ট) অসমরেণুপ্রসূ বলতে কি বুঝ?
(ঠ) একটি বৃক্ষ ফার্নের নাম লিখ 

খ-বিভাগ:

২. ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?

৩.  Anthoceros- এর থ্যালাসের  প্রস্থচ্ছেদের চিহ্তি চিত্র দাও?

৪.  Bryopsida- শ্রেণির বৈশিষ্ট্য লিখ?

৫. Sphagnum- এর অর্থনৈতিক গুরুত্ব লিখ?

৬. Psilotum- কে জীবিত টেরিডোফাইটা এর মধ্যে আদি হিসেবে বিবেচনা করা হয় কেন?

৭. Equisetum- এর জলজ ও মুরজ বৈশিষ্ট্য বর্ণনা কর?

৮. বিভিন্ন প্রকার ফার্ণের সোরাসের বর্ণনা দাও?

৯. একটি হোমোস্পোরাস  টেরিডোফাইটার জীবনচক্র চিত্রের সাহায্যে দেখাও?

গ-বিভাগ:

১০। উদাহরণসহ টেরিডোফাইটা-এর শ্রেণিবিন্যাস কর।

১১। স্টিলি কি? চিত্রসহ টেরিডোফাইটার বিভিন্ন প্রকার স্টিলির
বর্ণনা কর।
১২। উপযুক্ত চিত্রসহ Lycopodium-এর বিভিন্ন প্রকার
গ্যামোটোফাইটের বর্ণনা দাও।
১৩। একটি ইউস্পোরাঞ্জিয়েট ফার্নের স্পোরাঞ্জিয়াম -এর গঠন
ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর?
১৪। Riccia, Marchantia এবং Anthoceros -এর ক্যাপসিউলের
তুলনামূলক বিবরণ দাও ।
১৫। ভূ-তাত্ত্বিক সময়কাল উল্লেখপূর্বক ব্রায়োফাইটার জীবাশ্ম
উদাহরণসহ আলোচনা কর। 
১৬। Sphagnum এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ
বর্ণনা কর।

১৭।
টীকা লিখ (যেকোনো তিনটি)
(ক) Sphaerocarpus-এর স্পোরোফাইট;
(খ) Anthoceras-এর উন্নত বৈশিষ্ট্য, 
(গ) গ্রানাইট মসের বৈশিষ্ট্যসমূহ: 
(ঘ) Marsilea-এর স্পোরোকার্প, 
(ঙ) Ophioglossum-এর স্পাইক।

আরো পড়ুনঃ