HSC ICT চতুর্থ অধ্যায়ের গুরত্বপুর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরের অনলাইন পরীক্ষা। পার্ট-১

HSC ICT চতুর্থ অধ্যায়ের গুরত্বপুর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরের অনলাইন পরীক্ষা। পার্ট-১

1. HTML নামক মার্ক আপ ল্যাংঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

ওয়েব
ওয়েব পেইজ
পেইজ
ওয়েব সাইট

2. ওয়েব পেইজে সাধারণত বিভিন্ন ধরনের-

ডেটা থাকে
ওয়েব সাইট থাকে
বিভিন্ন উপকরন থাকে
তথ্য থাকে

3. ওয়েব পেইজে নিয়ন্ত্রন করা হয়।

টেলিভিশন দ্বারা
মোবাইল দ্বারা
কম্পিউটার দ্বারা
ইন্টারনেট দ্বারা

4. ওয়েব সাইট সাধারণত হতে পারে-

স্ট্যাটিক
ডাইনামিক
স্ট্যাটিক ও ডাইনামিক
ল্যাংঙ্গুয়েজ ভিত্তিক

5. HTML এর সংস্করণ HTML এর প্রকাশকাল কখন?

জানুয়ারি ২০০৭
জানুয়ারি ২০০৮
ফেব্রুয়ারি ২০০৭
ফেব্রুয়ারি ২০০৮

6. HTTP এর পূর্ণ নাম কী?

Hyper Text Top Protocol
Hyper Technical Transfer Protocol
Hyper Text Top Protocol
Hyper Text Transfer Protocol

7. গ্লোবাল হাইপারটেক্স প্রজেক্ট এর প্রস্তাবনা দেন কে?

এরিক বিনা
মার্ক অ্যান্ডারসেন
বিল গেটস
টিম বার্নাস লি

8. W3C ওয়াল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়।

১৯৮৯ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৯০ সালে

9. . ইন্টারনেটে ওয়েব পেইজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তা কোনটি?

http
ftp
UDP
UCP

10. Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

URL
TCP/IP
Web page
http

11. HTML মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?

নোটপ্যাড
টেক্সট এডিট
মাউস প্যান
এম এস ওয়ার্ড

12. HTML এ ট্যাগ এর বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটি?

Attribute
Value
Align
Program

13. ওয়েব পেইজ তৈরির জন্য ব্যবহৃত ভাষা কোনটি?

URL
HTML
HTTP
WWW

14. HTML কোন ধরনের ল্যাঙ্গুয়েজ?

সাধারণ
প্রোগ্রামিং
ওয়েব ডেভেলপমেন্ট
ওয়ার্ড

15. কোনটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন টুল?

ড্রিমওয়েবার
HTML
JSP
কোরলড্র