HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ৪

HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ৪

1. HTML ভাষাকে সার্বজনীন মার্কাপ ভাষা বলার কারণ-

 i. এটি স্ক্রিপ্টিং ভাষা  
ii. এটি সকল ব্রাউজার সাপোর্টেড  
iii. এটি প্লাটফর্ম স্বনির্ভর ভাষা  
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও ii
ii ও iii
i, ii ও iii

2. behavior = "Scroll" কোনটি তৈরির জন্য ব্যবহৃত হয়?

<form>
<marquee>
<table>
<href>

3. 'hr' এর HTML tag এ থাকে না-

i. ওপেনিং ট্যাগ 

ii. ক্লোজিং ট্যাগ 

iii. টেক্সট ফিল্ড 

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

4. নিচের কোনটি body অংশে থাকে?

টাইলে
স্টাইলে
স্ক্রিপ্ট
দৃশ্যমান তথ্যসমূহ

5. ওয়েব ব্রাউজার হলো-

i. গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

6. ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়?

র‍্যামে
হোম পেজে
হার্ডডিস্কে
সার্ভারে

7. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

< h6 >
< h5 >
< h2 >
< h1 >

8. .edu দ্বারা কোন ধরনের ডোমেনকে বোঝায়?

সামরিক
সাংগঠনিক
শিক্ষামূলক
ব্যবসায়িক

9. ওয়েবসাইট পাবলিশিংয়ে গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে-

i. ডোমেন নেম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হোস্টিং করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

10. স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?

ওয়েবপেজগুলোয় কনটেন্ট অনির্দিষ্ট থাকে
ব্রাউজারে দ্রুত লোড হয়
ডেটাবেইজ ব্যবহার করা যায়
ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে

11. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা-

i. সবসময় সচল থাকতে হয়
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে হয়
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়
কোনটি সঠিক? 

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

12. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?

< th >
< td >
< br >
< em >

13. কোন ওয়েবসাইট কাঠামোতে যেকোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়?

Hierarchical
Network
Linear
Combination

14. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

< a >
< i >
< href >
< li >

15. www.bdris.gov.bd এর .gov অংশটির নাম কি?

প্রটোকল
জেনেরিক ডোমেইন
ডোমেইন নেইম
কান্ট্রি ডোমেইন

16. টেবিলের শিরোনাম প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?

<title>
<head>
<h2>
<caption>

17. কোনটি টেবিল তৈরির সঠিক এইচটিএমএল ট্যাগ?

<b> ........ </b>
<tr> ........ </tr>
<br> ........ </br>
</u>.....<u>

18. টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?

<table bg color = "Yellow">
<tr bg color = "Yellow">
<td bgcolor="Yellow">
<tr td bgcolor="Yellow">

19. ডোমেইন নাম (Domain name) হলো-

ওয়েব ফাইলের নাম
সার্ভারের নাম
ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম
ফোল্ডারের নাম

20. শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি?

.gov
.com
.edu
.org