অ্যামাইনো এসিড (Amino Acids)।৩য় অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অ্যামাইনো এসিড (Amino Acids)।৩য় অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অ্যামাইনো এসিড (Amino Acids)।৩য় অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অ্যামাইনো এসিড (Amino Acids)।৩য় অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় - ০৩

অ্যামাইনো এসিড (Amino Acids)

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

০১. অ্যামাইনো এসিড কী?

উত্তর: অ্যামাইনো এসিড একটি নাইট্রোজেনযুক্ত যৌগ যার একটি কার্বক্সিল (-COOH) এবং এতে একটি মূল অ্যামাইনো (-NH2) গ্রুপ থাকে।

অ্যামাইনো এসিডের সাধারণ সংকেত:

R-CH-COOH

NH2

০৩. একটি সরল অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: একটি সরল অ্যামাইনো এসিডের নাম গ্লাইসিন ও গাঠনিক সংকেত: H-CH-COOH

০৪. একটি হাইড্রোক্সি অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: একটি হাইড্রোক্সি অ্যামাইনো এসিডের নাম সেরিন ও গাঠনিক সংকেত:

CH2-CH-COOH

OH

০৫. একটি সালফার বহনকারী অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: একটি সালফার বহনকারী অ্যামাইনো এসিডের নাম মেথিওনিন ও গাঠনিক সংকেত:

HC-S-CH2-CH2-CH-COOH

০৬. একটি এসিডিও অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: গ্লুটামিক এসিড → HOOC-CH2-CH2-CH-COOH

০৭. একটি বেসিক অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: লাইসিন → H2N-CH2-CH2-CH2-CH-COOH

০৮. একটি হেটারোসাইক্লিক অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ।

উত্তর: ট্রিপটোফ্যান →

০৯. একটি এরোমেটিক অ্যামাইনো এসিডের নাম ও গাঠনিক সংকেত লিখ। ৯৯%

উত্তর: টাইরোসিন

HO

CH2-CH-COOH

NH2

১০. অম্লীয় অ্যামাইনো এসিড কী? ৯৯%

উত্তর: যে সকল অ্যামাইনো এসিডে একটি অ্যামাইনো মূলক এবং দুটি কার্বক্সিল মূলক থাকে তাদেরকে অম্লীয় অ্যামাইনো এসিড বলে?

১১. ক্ষারীয় অ্যামাইনো এসিড কী?

উত্তর: যে সকল অ্যামাইনো এসিডে ২টি অ্যামাইনো মূলক থাকে তাদের ক্ষারীয় অ্যামাইনো এসিড বলে।

১২. অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কী? [২০২২ সালে যা এসেছিল]

অথবা, অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলতে কি বুঝ?

উত্তর: গ্লুটামিক এসিড HOOC CH₂ CH COOH CH2 NH2

অথবা, অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কাকে বলে।

উত্তর: প্রাণিদেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যে সকল অ্যামাইনো এসিডকে বাহির থেকে গ্রহণ করতে হয় তাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলে।

১৩. কয়েকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের নাম লিখ?

উত্তর: লাইসিন, ট্রিপটোফেন, লিউসিন, ফিনাইল এলানিন, মেথিওনিন ইত্যাদি।

১৪. একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের গাঠনিক সংকেত লিখ।

উত্তর: লিউসিন→ CH3-CH-CH2-CH-COOH

CH

NH2

খ - বিভাগ:সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. অ্যামাইনো এসিড বলতে কি বুঝ?

০২. Essential and non-essential amino acid বলতে কী বুঝ?

অথবা, অত্যাবশ্যকীয় ও অনতাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলতে কি বুঝ?

০৩. অ্যামাইনো এসিডকে এম্ফিটারী যৌগ বলা হয় কেন?

০৪. বিভিন্ন প্রকার অ্যারোমেটিক অ্যামাইনো এসিডের মধ্যে তুলনা কর।

অথবা, টাইরোসিন ও ফিনাইল এলানিনের মধ্যে পার্থক্য লিখ।

০৫. শিল্পক্ষেত্রে অ্যামাইনো এসিডের গুরুত্ব লিখ।

অথবা, অ্যামাইনো এসিডের শৈল্পিক গুরুত্ব আলোচনা কর।

অথবা, শিল্পক্ষেত্রে অ্যামাইনো এসিডের গুরুত্ব বা ব্যবহার বর্ণনা কর।

০৬. ক্ষারীয় ও অম্লীয় অ্যামাইনো এসিডের মধ্যে পার্থক্য লিখ।

০৭. অ্যামাইনো এসিডের জৈবিক গুরুত্ব লেখ।

০৮. এমাইনো এসিডের ধর্ম লেখ।

গ - বিভাগ:ব্যাখ্যামূলক প্রশ্নাবলি (Board Questions):

০১. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কী? অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডগুলোর নাম ও গাঠনিক সংকেত লিখ।

০২. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কী? এসিডিক, বেসিক, অ্যারোমেটিক ও সালফার যুক্ত অ্যামাইনো এসিডের একটি করে উদাহরণ দাও গাঠনিক সংকেতসহ।

০৩. অ্যামিনেশন ও ট্রান্সঅ্যামিনেশন ব্যাখ্যা কর।

অথবা, রাসায়নিক বিক্রিয়াসহ অ্যামিনেশন ও ট্রান্স অ্যামিনেশন ব্যাখ্যা কর।

টীকা লিখ:

০৪. (ক) রিডাকটিভ অ্যামাইনেশন;

০৫. প্রোটিন গঠনকারী এমাইনো এসিডগুলোর নাম ও গাঠনিক সংকেত দাও।

অথবা, উদাহরণসহ Amino acid এর শ্রেণিবিন্যাস কর।

অথবা, উদাহরণসহ প্রোটিন গঠনকারী অ্যামাইনো এসিডের শ্রেণিবিন্যাস কর।

অথবা, প্রতিক্ষেত্রে একটি করে গাঠনিক সংকেতসহ অ্যামাইনো এসিডের শ্রেণিবিন্যাস কর।

 Read more:2nd chapter