HSC ICT Practical 2025 2026

HSC ICT Practical 2025 2026 : HSC ICT Practical with PDF File .শিক্ষার্থীবৃন্দ তোমাদের আইসিটি সিলেবাসভুক্ত ছয়টি অধ্যায়ের মধ্য থেকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এই তিন অধ্যায়েই ব্যবহারিক দেওয়া হয়েছে। এখানে প্রতিটি অধ্যায় থেকে চারটি করে সর্বমোট ১২টি প্র্যাক্টিক্যাল PDF আকারে দিয়েছি। যা তোমরা ডাউনলোড করেও নিতে পারবে।

HSC ICT Practical 2025 2026
HSC ICT Practical 2025 2026

আইসিটি ব্যবহারিক চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ(PDF)

পরীক্ষণ-১:তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরী কর যা কোন ব্রাউজারে লোড করলে কলেজের নাম, ছবি ও কলেজের বিভিন্ন বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে।
এবং পরীক্ষণ -২: তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরি করা যা কোন কোন ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেলির বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে।

পরীক্ষণ -৩: তোমার কলেজের একটি নেটওয়ার্ক বা ওয়েবলিংকড কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও ছবি এবং অন্য পেইজ দু’টির একটিতে কলেজের বিভিন্ন বিভাগের নাম ও অপরটিতে কর্মরত শিক্ষকদের নামের তালিকা প্রদর্শন করবে।
পরীক্ষণ -৪: তোমার কলেজের একটি ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষবর্ষের ছাত্র-ছাত্রীদের রোল নম্বর প্রদর্শন করবে এবং রোল নম্বরের সাথে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত তথ্যের পেইজ লিংক থাকবে। ব্যক্তিগত তথ্যের পেইজে বিভিন্ন পরীক্ষার ফলাফল লিংক থাকবে ।

প্রোগ্রামিং ভাষা

পরীক্ষণ-১ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফরেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম ।
পরীক্ষণ-২ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ।

পরীক্ষণ-৩ ত্রিভুজের তিন বাহুর মান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম
পরীক্ষণ-৪ ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ।

Database Management System

পরীক্ষণ-১ঃ ডেটাবেজে প্রবেশ করা, টেবিল ও ফিল্ড তৈরি করা ।
পরীক্ষণ-২ :ডেটাবেজের ফর্ম তৈরি করা এবং ব্যবহার
পরীক্ষণ-৩ : ডেটাবেজের রেকর্ড সটিং করা
পরীক্ষণ-৪ :রেকর্ড সংযোজন ও বিয়োজন করা 

HSC ICT Practical