পৃথিবীর ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়পঞ্জি।। ৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পৃথিবীর ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়পঞ্জি।। ৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পৃথিবীর ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়পঞ্জি।। ৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পৃথিবীর ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়পঞ্জি।। ৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৩- পৃথিবীর ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়পঞ্জি (Geological Time Scale of Earth)

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১-মহাজাগতিক কাল কী?

উত্তর: মহাবিশ্ব সৃষ্টির শুরু হতে পৃথিবী সৃষ্টির সময় পর্যন্ত কাল বা সময়কে মহাজাগতিক কাল বা সময় বলে।

০২-ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জি কেন তৈরি করা হয়েছে?

উত্তর: অতীতের কোনো সময়ে পৃথিবীর অবস্থা কেমন ছিল তা নির্ধারণ করতে ভূ-তাত্ত্বিক কাল বা সময় পঞ্জি তৈরি করা হয়েছে।

০৩. ভূ-তাত্ত্বিক কালপঞ্জি কী? 

উত্তর: ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময় গঞ্জিকে ছক আকারে প্রকাশকে ভূ-তাত্ত্বিক কালপঞ্জি বা সময়ের ছক বলা হয়।

৪. পৃথিবীর ভূ-তাত্ত্বিক কাল বা সময় পঞ্জিকে কয়টি ইওন (Eon)-এ বিভক্ত করা হয় এবং কি কি?

উত্তর: চারটি। যথা- (ক) হ্যাডিয়ান ইওন; (খ) আর্কিয়ান ইওন; (গ) প্রোটোরোজোয়িক ইওন ও (ঘ) ফেনারোজোয়িক ইওন।

০৫. কোন ইরাতে পৃথিবী সৃষ্টি হয়েছিল? 

উত্তর: অ্যাজোয়িক ইরা।

০৬-কোন মহাযুগে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল না? 

উত্তর: অ্যাজোয়িক মহাযুগে পৃথিবীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল না।

০৭- পৃথিবীতে কবে পানিচক্রের উদ্ভব হয়েছিল? 

উত্তর: আর্কিয়ান ইওনের আর্কিওজোয়িক মহাযুগে।

০৮-রিভ্যুলিই এল কাকে বলে? অথবা, রিভ্যুলিউশন কী?

উত্তর: দুটি মহাযুগের মাঝে ভূ-প্রকৃতির ব্যাপক ওলট-পালট। 

০৯- ডেভোনিয়াম পিরিয়ড কত বছর স্থায়ী ছিল?

উত্তর: ৬ কোটি বছর পর্যন্ত স্থায়ী ছিল।

১০- টারশিয়ারি পিরিয়ড কত বছর স্থায়ী ছিল?

উত্তর: প্রায় ৬ কোটি ৫ লক্ষ বছর পর্যন্ত স্থায়ী ছিল।

১১. পৃথিবীর বয়স কত?

উত্তর: প্রায় ৪৬০ কোটি বছর।

১২-ইওন কি? 

উত্তর : ভূ-তাত্ত্বিক সময়কালকে যে চারটি বৃহৎ অংশে ভাগ করা হয়েছে তার প্রত্যেকটিকে ইওন বলে।

১৩- ইরা কি?

উত্তর: ইওন-এর এক একটি ভাগকে ইরা (Era) বলে।

১৪. বর্তমান চলমান ইরা কোনটি?

উত্তর: সিনোজোয়িক ইরা।

১৫-পিরিয়ড কি?

উত্তর: Era-এর এক একটি ভাগকে পিরিয়ড বলে।

১৬-অধিযুগ কী? 

উত্তর: পিরিয়ড এর এক একটি ভাগকে ইপোক বলে।

 ১৭-ভূ-তাত্ত্বিক কাল বা সময় (Geological Time) কি?

উত্তর: পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে ভূ-তাত্ত্বিক কাল বা সময় (Geological time) বলে।

১৮-কোন পিরিয়ডে শৈবালের জীবাশ্ম পাওয়া যায়? 

উত্তর: ক্যামব্রিয়ান পিরিয়ডে।

 ১৯.ক্যামব্রিয়ান পিরিয়ড কত বছর ছিল?

উত্তর: প্রায় ১০ কোটি বছর।

২০-ভূতাত্ত্বিক সময় মাপনি (Geological Time Scale) বা কাল বলতে কি বোঝ? 

উত্তর: বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভূ- তাত্ত্বিক সময়কালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এভাগগুলোকে একত্রে ভূ-তাত্ত্বিক সময়মাপনি বলে।

Read more:2nd chapter