বিভিন্ন ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জিতে প্রাণের প্রকারসমূহের আগমন ও বিলুপ্তি। ৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বিভিন্ন ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জিতে প্রাণের প্রকারসমূহের আগমন ও বিলুপ্তি। ৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বিভিন্ন ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জিতে প্রাণের প্রকারসমূহের আগমন ও বিলুপ্তি। ৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বিভিন্ন ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জিতে প্রাণের প্রকারসমূহের আগমন ও বিলুপ্তি। ৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় -৪

বিভিন্ন ভূ-তাত্ত্বিক কাল বা সময়পঞ্জিতে প্রাণের প্রকারসমূহের আগমন ও বিলুপ্তি:

 

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

০১. এক কোষী জীবের সৃষ্টি হয় কোন ইরায়? 

উত্তর: আর্কিওজোয়িক ইরায়।

 ০২. সিনোজোয়িক ইরা কয়টি ইপোক নিয়ে গঠিত?

উত্তর: ছয়টি ইপোক নিয়ে গঠিত।

০৩. প্রথম নর মানব সৃষ্টি হয় কোন ইপোকে?

উত্তর: মাইওসিন ইপোকে।

 ০৪. প্রথম একবীজপত্রী উদ্ভিদের আগমন ঘটে কোন পিরিয়ডে?

 উত্তর: ক্রিটেশাস পিরিয়ডে।

০৫. কোন পিরিয়ডে উন্নত শ্রেণির পোকার আগমন ঘটে?

 উত্তর: পারমিয়াম পিরিয়ডে।

 ০৬. Amphibia-র যুগ বলা হয় কোন পিরিয়ড কে?

 উত্তর: পেনসিলভানিয়ান পিরিয়ডকে।

০৭. কোন পিরিয়ডে প্রথম উভচর প্রাণীর আগমন ঘটে?

উত্তর: ডেভোনিয়ান পিরিয়ডে।

০৮. কোন পিরিয়ডকে মাছের যুগ বলা হয়? 

 উত্তর: প্রোটেরোজোয়িক ইরাকে মাছের যুগ বলা হয়।

০৯. কখন প্রথম মাছ সৃষ্টি হয়েছে?

উত্তর: অর্ডোভিসিয়ান পিরিয়ডে।

১০. কোন যুগে প্রথম জিমনোস্পার্মের বন সৃষ্টি হয়েছিল?

উত্তর: ডেভোনিয়ান পিরিয়ডে।

১১. কখন Seed-fern-এর বন সৃষ্টি হয়?

উত্তর: পেনসিলভানিয়ান পিরিয়ডে।

১২. কখন প্রথম ডাঙ্গার উদ্ভিদ সৃষ্টি হয়?

উত্তর: সিলুরিয়ান পিরিয়ডে।

১৩. কখন প্রথম দ্বিবীজপত্রী উদ্ভিদ সৃষ্টি হয়? 

উত্তর: ট্রায়াসিক পিরিয়ডে।

১৪. কখন মরুভূমি সৃষ্টি হয়?

উত্তর: প্লাইওসিন ইপোকে।

 ১৫. কোন যুগে সমাজবদ্ধভাবে মানুষের আগমন হয়?

উত্তর: প্লিস্টোসিন ইপোকে।

১৬. মাওসিন ইপোকে কী সৃষ্টি হয়?

 উত্তর: তৃণভূমি।

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১- সিনোজোয়িক ইরাতে কোন কোন জীবের আগমন ও বিলুপ্তি ঘটে? 

০২-প্যালিওজোয়িক ইরাতে কোন কোন জীবের আগমন ও বিলুপ্তি ঘটে?

০৩-মেসোজোইক মহাযুগ সম্পর্কে বর্ণনা কর।অথবা , মেসোজোইক মহাযুগ সম্পর্কে আলোচনা কর।

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১. বিভিন্ন ভূ-তাত্ত্বিক সময়কালের পরিবেশীয় অবস্থা উল্লেখপূর্বক আলোচনা কর।  অথবা, বিভিন্ন ভূ-তাত্ত্বিক কালে নিম্নোক্ত জীব গোষ্ঠীর উদ্ভবের সময় ও পরিবেশ সম্পর্কে লিখ: (ক) সরলতম জীব; (খ) প্রকৃত কোষ; (গ) ব্রায়োফাইট কোষ; (ঘ) ব্যক্তবীজী উদ্ভিদ এবং (ঙ) গুপ্তবীজী উদ্ভিদ।

০২- বিভিন্ন ভূ-তাত্ত্বিক কালপঞ্জিতে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদের বর্ণনা দাও। অথবা, ভূ-তাত্ত্বিক সময় উল্লেখপূর্বক বিভিন্ন সময়ে প্রধান বিস্তারকারী উদ্ভিদের বর্ণনা দাও। অথবা, বিভিন্ন ভূ-তাত্ত্বিক অধিকল্পে যেসব উদ্ভিদের আবির্ভাব ঘটেছে, তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

০৩-বিভিন্ন ভূ-তাত্ত্বিক সময়কালে প্রধান প্রধান উদ্ভিদ সম্প্রদায়ের আবির্ভাব ও বিলুপ্তি সম্পর্কে লেখ।

Read more:3rd chapter