HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ৩

HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ৩ ( সহযোগীতায়ঃ জমির উদ্দিন, ব্যবসায় শিক্ষা শাখা, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী।

1. ন্যানো বুঝায় কোনটি?

১০–৬
১০–৯
১০–১২
১০·–১৫

2. এক ন্যানোমিটার সমান কত মিটার?

১০–১২
১০–৯
১০–১২
১০—১৫

3. ন্যানো পার্টিকেলের আকৃতি কত?

1 থেকে 100nm
1থেকে 200nm
1থেকে 300nm
1থেকে 400nm

4. দশ ন্যানোমিটার সমান কত মিটার?

10–11
10–10
10–9
10–8

5. ন্যানোপ্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়?

6. Top down পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োমেট্রিক্স
ন্যানো টেকনোলজি
বায়ো ইনফরমেট্রিক্স

7. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে?

ন্যানো টেকনোলজি
বায়োমেটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিক্স

8. আণবিক পর্যায় ধাতব পদার্থ কে পরিবর্তন ও নিয়ন্ত্রণে প্রযুক্তি কোনটি?

ন্যানোটেকনোলজি
রোবটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োমেট্রিক্স

9. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?

মলিকুলার কম্পোনেন্ট থেকে
প্রোগ্রামিং দ্বারা
সাইনিং এর মাধ্যমে
লার্জার এন্টিটি হতে

10. সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ন্যানো টেকনোলজি
ক্রায়োসার্জারি
বায়োমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং

11. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের বিতর প্রলেপ করার প্রযুক্তি কি?

ন্যানোটেকনোলজি
বায়োমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিক্স

12. খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিক্স
বায়োমেট্রিক্স
ন্যানোটেকনোলজি

13. কম্পিউটার ইতি কস এর নির্দেশনা কয়টি

১১
১০
১৩
২০

14. নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া কে কি বলে?

হ্যাকিং
ফিশিং
স্নেকিং
প্লেজিয়ারিজম

15. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

হ্যাকিং
টেকনোলজি
ন্যানো টেকনোলজি
সফটওয়্যার পাইরেসি

16. হ্যাকার বলা হয় কাদেরকে?

যারা পণ্য বাজারে যাদু করে
যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে
যারা ইন্টারনেট ব্যবহার করে
যারা সংবাদপত্র বাজারজাত করে

17. কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধিন ক্ষেত্র কোনটি?

i মেশিন লার্নিং 

ii computer vision

iii ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং 

i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও ii

18. কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো__?

i ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং 

ii স্প্রেডশিট প্রসেসিং 

iii প্রসেসিং স্পিচ 

i ও ii
i ও iii
li ও ii
i,ii ও ii

19. AI এর ক্ষেত্রগুলো কি?

মেশিন লার্নিং ও রোবটিক্স
রোবোটিক্স ও প্রসেসিং
প্রসেসিং ও মেশিন
ওয়ার্ড প্রসেসিং ও রোবটিক্স

20. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত করা হয় তা হলো?

MATLAB and SHRDLU
CSS
COM and CSS
MATLAB and CSS

21. বঙ্গবন্ধু স্যাটেলাইট -1এ সুবিধা ভোগ করবে কারা?

i প্রতিরক্ষা বাহিনী 

ii অনলাইন ব্যাংকিং 

iii টেলিমেডিসিন 

i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও ii

22. ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গার print মেশিনে আঙ্গুলের চাপ তৈরি হয় __-?

আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে
মুখ দেখে
টেলিমেডিসিন দিয়ে
রোবটিক্স এর মাধ্যমে

23. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হল ----?

i হাতের করা স্বাক্ষর যাচাই করেন 

ii ডি এন এ পর্যবেক্ষণ 

iii কণ্ঠস্বর যাচাই করেন 

i ও ii
i ও iii
ii ও iii
i,iiও ii

24. বায়োইনফরমেট্রিক্সের গবেষণার ক্ষেত্রগুলো কি?

i জিনোম সিকুয়েন্স 

ii ডি এন এ বিশ্লেষণ

iii রোবট নিয়ন্ত্রণ 

i ও ii
i ও iii
i iও iii
i,ii ও ii

25. টেলিপ্রেজেন্সর প্রয়োগক্ষেত্রে কোনটি?

VR
ক্রায়ো সার্জারি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিক্স