এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ২

এইচএসসি হিসাব বিজ্ঞান ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ২ ( সহযোগীতায়ঃ সানজিদা শিমু / ব্যবসায় শিক্ষা শাখা / চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী)

1. সরকারি অর্থায়নের উদ্দেশ্য নয় কোনটি ?

দারিদ্র বিমোচন
মুনাফা সার্বাধিকরন
সামাজিক দায়িত্ব পালন
পরিবেশ দূষণ রোধ

2. সরকারি অর্থায়নের প্রধাণ উদ্দেশ্য হলো -

মুনাফা সার্বাধিকরন
সম্পদ সর্বাধিকরণ
জনকল্যাণ
ব্যবসায় সম্প্রসারব

3. কোনো ব্যক্তির আয়-ব্যয় নিয়ে যে অর্থায়নে আলোচনা করা হয় তাকে কি বলে ?

অব্যবসায় অর্থায়ন
ব্যক্তিগত অর্থায়ন
সরকারি অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন

4. সরকারি অর্থায়নের উদ্দেশ্য কী ?

  1. সামাজিক কল্যাণ 
  2. ব্যবসায়িক প্রসার 
  3. সম্পদের সুষ্টু ব্যবহার 
    নিচের কোনটি সঠিক ?
i ও ii
i ও ii i
ii ও ii i
i, i i ও iii

5. সরকারি অর্থায়নের উৎস -

  1. আমদানি শুল্ক 
  2. রপ্তানি শুল্ক 
  3. আয়কর 
    নিচের কোনটি সঠিক ?
i ও ii
i ও ii i
ii ও ii i
i,ii ও ii

6. কোনটি সরকারি অর্থায়নের উৎস নয় ?

শেয়ার বিক্রয়
আয়কর
আমদানি শুল্ক
রপ্তানি শুল্ক

7. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কোনটি ?

জনপ্রিয়তা বৃদ্ধি
সম্পদ সর্বাধিকরণ
মুনাফা অর্জন
সামাজিক কল্যাণ সাধণ

8. বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ করা যায় -

সরকারি অর্থায়নে
ব্যক্তিগত অর্থায়নে
ব্যবসায় অর্থায়নে
অব্যবসায় অর্থায়নে

9. ট্রেজারি বিল কে ইস্যু করে ?

কেন্দ্রিয় ব্যাংক
সরকার
বানিজ্যিক ব্যাংক
বিশেষায়িত ব্যাংক

10. কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ ?

আয় বিবরনী প্রস্তুত করা
আর্থিক অবস্থার বিবেরণী প্রস্তুত করা
আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা
পণ্য উৎপাদণ ও বন্টণ করা

11. অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উদ্দেশ্য কি ?

মুনাফা অর্জন
আয়-ব্যয় নিয়ন্ত্রন
সম্পদ ক্রয়
জনসেবা প্রধান

12. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়নের ধরণ কোনটি ?

ব্যক্তিগত অর্থায়ন
ব্যবসায় অর্থায়ন
সরকারি অর্থায়ন
অব্যবসায় অর্থায়ন

13. একটি দেশের জনগনের কল্যানের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে কী বলে ?

সরকারি অর্থায়ন
ব্যক্তিগত অর্থায়ন
ব্যবসায় অর্থায়ন
অব্যবসায় অর্থায়ন

14. আমদানি ও রপ্তানি বানিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে ?

সরকারি অর্থায়ন
ব্যক্তিগত অর্থায়ন
অব্যবসায় অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন

15. নিচের কোনটি সরকারি অর্থায়নের বহির্ভুত ?

আয়কর
আমদানি শুল্ক
রপ্তানি শুল্ক
শেয়ার বিক্রয়

16. একটি দেশের সরকার যদি উন্নয়ন মূলক কোনো কাজ করতে চায়, তাহোলে তারা কিভাবে এর অর্থায়ন করবে ?

নিজস্ব অর্থায়ন
সরকারি অর্থায়ন
বেসরকারি অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন

17. উদ্দিপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

দেশের একটি সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আর একটি প্ল্যান্ট স্থাপন করতে চায়। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন।
প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য - 

i. শেয়ার বিক্রি করতে পারে।

ii. ঋণপত্র ইস্যু করতে পারে

iii. বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে 

নিচের কোনটি সঠিক 

i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও ii

18. উদ্দিপকের আলোকে গৃহীত আর্থিক সিদ্ধান্তের ফলাফল কি হবে ?

দেশের একটি সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আর একটি প্ল্যান্ট স্থাপন করতে চায়। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন।
প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য - 

শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কমবে
প্রতিষ্ঠানের মুনাফা ও ঝুঁকি বাড়বে
প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখিন হবে
প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবে

19. ব্যবসায় অর্থায়ন হলো -

  1. ব্যবসায় এর জন্য তহবিল সংগ্রহ 
  2. কয়েক মাসের জন্য তহবিল ব্যবহার করা 
  3. তহবিল বন্টনসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা 
i ও ii
i ও ii i
ii ও ii i
i,ii ও ii

20. সরকারি অর্থায়ন কীরূপ হয় ?

ব্যয় > আয়
ব্যয় = আয়
আয় = ব্যয়
ব্যয় < আয়

21. সরকারি রাজস্ব সংগ্রহে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ ?

কর
আমদানি শুল্ক
অনুদান
রপ্তানি

22. অর্থায়নের প্রথম কাজ কোনটি ?

তহবিল সংগ্রহ
তহবিল বন্টন
মূলধন সংগ্রহ
সম্পদ ব্যবস্থাপনা

23. অর্থায়নের কার্যাবলি হচ্ছে -

  1. তহবিল সংগ্রহ 
  2. তহবিল বন্টন 
  3. মূলধন বাজেটিং সিদ্ধান্ত 
    নিচের কোনটি সঠিক ?
i ও ii
i ও ii i
ii ও ii i
i,ii ও ii

24. নিচের কোনটি অর্থায়নের কাজ ?

গবেষণা
বাজারজাতকরন
বিনিয়োগ
সময়মুল্য

25. চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কোনটি ?

লভ্যাংশ
শেয়ারের মূল্য
তারল্য
ঝুঁকি