উদ্ভিদ কলা আবাদ । ৪র্থ অধ্যায়। Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
উদ্ভিদ কলা আবাদ । ৪র্থ অধ্যায়। Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৪র্থ অধ্যায়: উদ্ভিদ কলা আবাদ
ক বিভাগ
০১. কালচার মিডিয়াম কী?
অথবা, আবাদ মাধ্যম কী?
অথবা, আবাদ মাধ্যমের সংজ্ঞা দাও।
উত্তর: কৃত্রিমভাবে যে পুষ্টি মাধ্যমে উদ্ভিদের সজীব কোনো আশকে উদ্ভিদের দেহের বাইরে জীবাণুমুক্ত পরিবেশে কালচার করে তার বৃদ্ধি ঘটানোকে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম বলা হয়।
০২. টিস্যু কালচার (Tissue Culture) কী?
উত্তর: সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে বিভিন্ন প্রকার পাত্রে সুনির্দিষ্ট পরিশোষক ও বৃদ্ধি হরমোনের উপস্থিতিতে উদ্ভিদের বিচ্ছিন্ন কোষ বা কলা কৃত্রিম আবাদ পদ্ধতিকে টিস্যু কালচার (Tissue Culture) বলে।
০৩. টিস্যু কালচারের জনক কে?
উত্তর: জার্মান উদ্ভিদবিজ্ঞানী Gottlieb Haberlandt (1902)।
০৪. ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
উত্তর: একটি বাইরের কার্যকর জিন যা সাধারণত উদ্ভিদে উপস্থিত নেই তা যেকোনো জৈবপ্রযুক্তির মাধ্যমে যে উদ্ভিদসমূহে প্রবেশ করানো হয় তাদেরকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়।
০৫. ক্যালীস-এর সংজ্ঞা দাও।
অথবা, ক্যালাস কী?
উত্তর: অনিয়ন্ত্রিত বৃদ্ধি সম্পন্ন একগুচ্ছ কোষকে ক্যালাস বলে।
০৬. Single Ceil Culture (SCC) কী?
অথবা, এককোষী আবাদ কী?
উত্তর: কোষ কালচারে যখন একটি মাত্র কোষ ব্যবহার করা হয় তখন তাকে (Single Cell Culture) বলে।
০৭. Embrio culture (ভ্রূণ আবাদ) কী?
উত্তর: যে পদ্ধতিতে জীবাণু মুক্ত অবস্থায় কালচার মাধ্যমে ভ্রূণের বৃদ্ধির মাধ্যমে চারাগাছ তৈরি করা হয় তাকে ভ্রূণ কালচার বা ভ্রূণ আবাদ বলে।
০৮. এক্সপ্ল্যান্ট কী?
উত্তর: টিস্যু কালচারের সময় উদ্ভিদের যে নির্বাচিত অংশ নেওয়া হয় তাকে এক্সপ্ল্যান্ট বলা হয়।
০৯. Invitro culture কী?
অথবা, ইনভিট্রো কালচার কী?
উত্তর: যে পদ্ধতিতে টেস্ট টিউবের মধ্যে উদ্ভিদের বিভিন্ন প্রকার Tissue-এর culture করা হয় তাকে Invitro culture বলে।
১০. এমব্রায়োজেনেসিস (Embryogenesis) বলতে কী বুঝ?
উত্তর: উদ্ভিদ পুরুষ এবং স্ত্রী গ্যামেট -এর মধ্যে মিলন তথা নিষেকের ফলে সৃষ্ট এককোষী জাইগোট হতে ধারাবাহিক ভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ বা embro উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে এমব্রায়োজেনেসিস বলা হয়।
১১. পরোক্ষ এমব্রায়োজেনেসিস কী?
উত্তর: যে প্রক্রিয়া কালচারকৃত এক্সপ্ল্যান্ট হতে ক্যালাস তৈরির পর উক্ত ক্যালাস হতে ভ্রূণ উৎপন্ন হয়, তাকে পরোক্ষ এমব্রায়োজেনেসিস বলা হয়। উদ্ভিদের অধিকাংশ ক্ষেত্রে পরোক্ষ এমব্রায়োজেনেসিস হতে দেখা যায়।
১২. এন্ড্রোজেনিক ভ্রূণ কী?
উত্তর: যেসব ভ্রূণ শুধু পরাগরেণু বা পুংজনন কোষ থেকে উৎপন্ন হয়, সেসব ভ্রূণকে এন্ড্রোজেনিক ভ্রূণ বলা হয়।
১৩. প্রত্যক্ষ এন্ড্রোজেনেসিস কি?
উত্তর: যে প্রক্রিয়ায় এক নিউক্লিয়াস বিশিষ্ট পরাগরেণু থেকে সরাসরি হ্যাপ্লয়েড ভ্রূণ গঠিত হয়, তাকে প্রত্যক্ষ এন্ড্রোজেনেসিস বলা হয়।
১৪. সোমাটিক এমব্রায়ো কাকে বলে?
অথবা, সোমাটিক এমব্রায়ো এর সংজ্ঞা দাও।
অথবা, সোমাটিক Embryogenesis বা দৈহিক ভ্রুণায়ন কী?
উত্তর: সরাসরি উদ্ভিদ Tissue থেকে ভ্রূণ উৎপাদনের প্রক্রিয়াকে সোমাটিক এমব্রায়ো (Somatic embryogenesis) বলে।
১৫. ক্যালাস টিস্যু কী?
উত্তর: ক্যালাস টিস্যু বলতে সাধারণত উদ্ভিদের ফুলের কোষ এবং টিস্যু বোঝায় যা সাধারণত ফুলের ভেতরে স্থিত হয়। এই টিস্যু বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: পুষ্পদল, স্ত্রীকেশর, পুংকেশর ইত্যাদি।
১৬. দুইটি সাইটোকাইনিনের নাম লেখ।
উত্তর: দুটি ধরনের সাইটোকাইনিন হলো: ১. Trans-Zeatin(tz); ২. Isopentenyladenine(ip)
১৭. কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম কী?
উত্তর: যে কৃত্রিম পুষ্টির মাধ্যমে উদ্ভিদের সজীব কোষ অংশকে উদ্ভিদ দেহের বাইরে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে কালচার বা আবাদ করে তার বৃদ্ধি ঘটানো যায় তাকে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম বলা হয়।
১৮. MS medium-এর পূর্ণরূপ কী?
উত্তর: MS medium-এর পূর্ণরূপ হলো: Murashige and Skoog Medium.
১৯. পরাগধানী আবাদ কী?
উত্তর: যে বিশেষ কৌশলের মাধ্যমে পুষ্পমঞ্জরি হতে সংগৃহীত পরাগ কৃত্রিম পুষ্টি মাধ্যমে ও জীবাণুমুক্ত পরিবেশে আবাদ করা হয়, তাকেই পরাগধানী আবাদ বলা হয়।
২০. পরাগরেণু আবাদ কী?
উত্তর: পরাগধানী হতে এক নিউক্লিয়াস বিশিষ্ট পরাগরেণুগুলো আলাদা করে কৃত্রিম পুষ্টি মাধ্যমে আবাদ করা হয় তাকে পরাগরেণু আবাদ বলা হয়।
২১. বাইনারী ভেক্টর কাকে বলে?
উত্তর: Agrobacterium tumefaciens দ্বারা মধ্যস্থতা করা উচ্চতর উদ্ভিদের রূপান্তরের ক্ষেত্রে বাইনারি ভেক্টর একটি আদর্শ হাতিয়ার। এটি T-DNA এর সীমানা, একাধিক ক্লোনিং সাইট, Escherichia coli এবং -এর প্রতিলিপিকরণ ফাংশন নিয়ে গঠিত। এই ধরনের ভেক্টরকে বাইনারী ভেক্টর বলে।
২২. প্রোটোপ্লাস্ট কালচার কী?
উত্তর: জীবাণুমুক্ত অবস্থায় কালচার মাধ্যমে উদ্ভিদ কোষ থেকে সংগৃহীত প্রোটোপ্লাস্টের বৃদ্ধি ও প্রোটোপ্লাস্ট থেকে নতুন উদ্ভিদ উৎপাদনের প্রক্রিয়াকে প্রোটোপ্লাস্ট কালচার বলা হয়।
২৩. Recalcitrant seed কাকে বলে?
উত্তর: যে বীজের জলীয় অংশ শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায় তাদেরকে রিক্যালসিট্রান্ট বা Recalcitrant seed বলে।
২৪. প্রোটোপ্লাস্ট কী?
উত্তর: উদ্ভিদের কোষপ্রাচীরের মধ্যে এক ধরনের অর্ধসাচ্ছল তরল পদার্থকে প্রোটোপ্লাস্ট বলে।
২৫. ক্যালাস টিস্যু কী?
উত্তর : ক্যালাস টিস্যু বলতে সাধারণত উদ্ভিদের ফুলের কোষ এবং টিস্যু বোঝায় যা সাধারণত ফুলের ভেতরে স্থিত হয়। এই টিস্যু বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: পুষ্পদল, স্ত্রীকেশর, পুংকেশর ইত্যাদি।
খ বিভাগ
০১. সোমাটিক এমব্রায়োজেনেসিস সম্পর্কে লিখ।
অথবা, সোমাটিক এমব্রায়োজেনেসিস এর গুরুত্ব লিখ।
০২. উদ্ভিদের কলা আবাদের গুরুত্ব ও সম্ভাবনা লেখ। ০৩. Invitro culture এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া বলতে কী বুঝ?
০৪. উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব উল্লেখ কর। অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব আলোচনা কর।
০৫. টিস্যু কালচারে জীবাণুমুক্তকরণ কৌশলসমূহের বিবরণ দাও।
গ-বিভাগ
০১. টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা কর।
অথবা, কোষ-কলা আবাদের ধাপসমূহ লিখ।
অথবা, টিস্যু কালচার পদ্ধতির কর্মকৌশল বর্ণনা কর।
০২. রোগমুক্ত উদ্ভিদ তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
০৩. Protoplast culture কী? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, প্রোটোপ্লাস্ট কালচার বলতে কী বুঝ? প্রোটোপ্লাস্ট কালচারের কলা-কৌশল ব্যাখ্যা কর।
অথবা, প্রোটোপ্লাস্ট কী? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
০৪. (ক) প্রোটোপ্লাস্ট কালচারের সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ কর।
(খ) উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব লেখ।
অথবা, উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব বর্ণনা কর।
Read more: 3rd chapter