আণবিক মার্কার । ৩য় অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
আণবিক মার্কার । ৩য় অধ্যায় ।Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৩য় অধ্যায়:- আণবিক মার্কার
ক-বিভাগ
০১. মলিকুলার মার্কার কী?
উত্তর : মলিকুলার পর্যায়ে অর্থাৎ, DNA সিকুয়েন্স দ্বারা বৈশিষ্ট্য চিহ্নিত করাই হলো মলিকুলার মার্কার।
০২. বায়োমলিকুল কী?
উত্তর : কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কর্মের একক। কোষের গঠন কাঠামোর সাথে বায়োমলিকুল বা জৈব অণু সরাসরি জড়িত অর্থাৎ DNA, RNA অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড, লিপিড, নিউক্লিওটাইড, গ্লুকোজ, প্রোটিন ইত্যাদি সবই হচ্ছে বায়োমলিকুল।
০৩. PCR কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ার মাধ্যমে কয়েক ঘণ্টার ব্যবধানে খুব অল্প পরিমাণ DNA বা RNA থেকে বিপুল পরিমাণ DNA বা RNA খণ্ডাংশের কপি উৎপাদন সম্ভব তাকে PCR বলে।
০৪. PCR এর পূর্ণরূপ কী?
উত্তর : Polymerase Chain Reaction technology.
০৫. RFLP কী?
উত্তর : ক্রোমোজোমস্থিত জিনকে কোনো এন্ডোনিউক্লিয়েজ দিয়ে কাটা হলে DNA থেকে অভিন্ন পরিসরে কতকগুলো খণ্ডক বা ফ্রাগমেন্ট পাওয়া যায় একে RFLP বলে।
০৬. RFLP এর পূর্ণরূপ কী?
উত্তর : RFLP এর পূর্ণরূপ হলো : Restriction Fragment Length Polymorphism.
০৭. PCR কে আবিষ্কার করেন?
উত্তর : Kary Mullis (1984).
০৮. VNTR এর পূর্ণরূপ কী?
উত্তর : VNTR এর পূর্ণরূপ হলো Variable Number Tandem Repeats.
০৯. RAPD কী?
অথবা, RAPD-এর পূর্ণনাম লিখ।
উত্তর : RAPD-এর পূর্ণনাম হলো- Random Amplified Polymorphic DNA.
১০. লিংকার কী?
উত্তর : নির্ধারিত নিউক্লিওটাইড শৃঙ্খলের সাহায্যে টেস্টটিউবে কৃত্রিমভাবে সংশ্লেষিত ক্ষুদ্র দ্বি-সূত্রীয় DNA অণুকেই লিংকার বলে।
১১. PCR এর কার্যপদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর : তিনটি। যথা- ১. কাঙ্ক্ষিত DNA দ্রবীভূতকরণ, ২. তাপমাত্রা হ্রাসকরণ ও ৩. প্রাইমার সম্প্রসারণ।
১২. কোন কোন ক্ষেত্রে PCR প্রয়োগ করা হয়?
উত্তর : DNA ও RNA এর সংখ্যা বৃদ্ধিতে, উদ্ভিদে বিভিন্ন রোগ নির্ণয়, বিভিন্ন ধরনের জেনেটিক রোগ শনাক্তকরণ এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু নির্ণয়ে PCR প্রয়োগ করা হয়।
১৩. DNA লাইগেজ কী?
উত্তর : দুটি খণ্ড জোড়া লাগালোর জন্য যে এনজাইম কাজ করে তাকে DNA লাইগেজ বলা হয়।
১৪. DNA sequencing এর সংজ্ঞা দাও ।
অথবা, DNA সিকুয়েন্সিং বলতে কী বুঝ?
উত্তর : একটি DNA-তে তার বেসগুলো সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকাকে DNA সিকুয়েন্স এবং এই DNA সিকুয়েন্স নির্ণয়ের পদ্ধতিকে DNA সিকুয়েন্সিং বলে।
১৫. DNA পলিমারেজ কী?
উত্তর : DNA পলিমারেজ একটি এনজাইম যা একটি DNA ছাঁচের উপর ভিত্তি করে নতুন আরেকটি DNA সূত্রক সংশ্লেষণ করে।
১৬. প্রোমোটার কাকে বলে?
উত্তর : mRNA-তে DNA-এর অনুলিপন RNA-এ পলিমারেজ উৎসেচক বা এনজাইম দ্বারা বাহিত হয়। এ পদ্ধতি RNA পলিমারেজ DNA-এর শনাক্তকরণ স্থানের সাথে সংযুক্তি দ্বারা শুরু হয়। একে প্রোমোটার বলে ।
১৭. DNA মডিফাইং এনজাইম কী?
উত্তর : DNA অণুর সাথে নির্দিষ্ট রাসায়নিক গ্রুপের সংযোজন বা বিয়োজনের ফলে DNA অণুর পরিবর্তন করতে যে সকল এনজাইম ব্যবহৃত হয় তাদের DNA মডিফাইং এনজাইম বলা হয়।
১৮. DNA ফিঙ্গার প্রিন্টিং কী?
উত্তর : DNA পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তিকে সনাক্ত করার বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে বলা হয় DNA ফিঙ্গার প্রিন্টিং।
১৯.Biological gem এবং Biological কাচি বলা হয় কোন এনজাইমকে?
উত্তর : লাইগেজ এনজাইমকে Biological gem এবং রেস্ট্রিকশন এন্ডোনি উক্লিয়েজ এনজাইমকে Biological কাচি বলা হয় ।
২০. rDNA কী?
উত্তর : rDNA হলো Recombinant DNA.
২১. দুটি মণিকুলার মার্কার এর উদাহরণ দাও।
উত্তর : (i) RFLP বা Restriction Fragments Length Polymorphism. (ii) RAPD বা Random Amplified Polymorphic DNA.
খ-বিভাগ
০১. PCR-এর শর্তগুলো লেখ।
০২. PCR-এর সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
০৩. DNA লাইগেজ সম্পর্কে ব্যাখ্যা কর।
০৪. মলিকুলার মার্কারের প্রকারভেদ আলোচনা কর ০৫. RFLP এর ব্যবহার আলোচনা কর।
০৬. মলিকুলার মার্কারের কাজ উল্লেখ কর।
অথবা, মলিকুলার মার্কারসমূহের প্রয়োগ বর্ণনা কর।
অথবা, Molecular Marker-এর প্রয়োগ লেখ।
অথবা, মলিকুলার মার্কায়-এর কার্যসমূহ লিখ।
০৭. এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ উল্লেখ কর।
অথবা, PCR-এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ আলোচনা কর।
গ-বিভাগ
০১. RAPD কী? এর বিস্তারিত আলোচনা কর।
অথবা, RAPD সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
০২. DNA পলিমারেজ সম্পর্কে আলোচনা কর।
০৩. PCR কী? PCR পদ্ধতির বিভিন্ন ধাপগুলো বর্ণনা কর।
অথবা, প্রয়োজনীয় চিত্রসহ পলিমারেজ চেইন রিয়েকশন (PCR) এর পদ্ধতি বর্ণনা কর।
অথবা, টাকা লিখ: Polymerase chain reaction
০৪. RADP এবং RFLP এর মধ্যে পার্থক্য লেখ।
অথবা RFLP এবং RAPD এর মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
Read More: 2nd chpater