হ্রদ । ৩য় অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
হ্রদ । ৩য় অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
৩য় অধ্যায়:- হ্রদ
১. হ্রদ এর সংজ্ঞা দাও ।
অথবা, হ্রদ বলতে কী বুঝ ?
উত্তর : হ্রদ শব্দের ইংরেজি প্রতিশব্দ lake, যা ল্যাটিন শব্দ lacus হতে উৎপত্তি লাভ করেছে। সাধারণভাবে বলা যায় যে, চারদিকে সম্পূর্ণভাবে সস্থলভাগ দ্বারা বেষ্টিত স্থির প্রাকৃতিক জলরাশিকে হ্রদ বলে।
২. টেকটোনিক হ্রদ কী?
অথবা, ভূ-আলোড়নজনিত হ্রদ কাকে বলে?
অথবা, টেকটনিক হ্রদ বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অনেক সময় ভূ-আলোড়নের সৃষ্টি হয়। ভূ-আলোড়নের ফলে ভূ-অভ্যন্তর ভাগের শিলা বিচ্যুতি ঘটলে ভূ-পৃষ্ঠের উপরিভাগে বিরাট আকারের গর্তের সৃষ্টি হয় এবং পরবর্তীতে ঐ বিশাল গর্তে পানি জমে যে হ্রদের সৃষ্টি করে তাদেরকে ভূ-আলোড়নজনিত হ্রদ বা টেকটনিক হ্রদ বলে ।
৩. হিমবাহজনিত হ্রদ কাকে বলে?
উত্তর : প্লাইস্টোসিন যুগে হিমবাহে আবৃত এলাকায় তুষারের চাপে ও এর সাথে জমে থাকা পাথরের ঘর্ষণের ফলে বহু গহ্বরের সৃষ্টি হয়। পরবর্তীতে এ গহ্বরগুলোতে পানি জমে হ্রদের সৃষ্টি হয়, এভাবে সৃষ্ট হ্রদগুলোকে হিমবাহজনিত হ্রদ বলে। উদাহরণ হিসেবে উত্তর আমেরিকার গ্রেট লেক্সের কথা বলা যেতে পারে ।
৪. হ্রদের অঞ্চল কয়টি ও কী কী?
উত্তর : পানির গভীরতা, পানিতে সূর্যালোক প্রবেশের ক্ষমতা ইত্যাদির ওপর ভিত্তি করে হ্রদকে প্রধানত তিনটি অঞ্চলে ভাগ করা যায়। যথা-
(১) তট অঞ্চল, (২) উম্মুক্ত অঞ্চল ও (৩) পাতাল অঞ্চল।
৫. অস্ট্রেলিয়া অব ফ্রেস ওয়াটার' কোন হ্রদকে বলা হয়?
উত্তর : বৈকাল হ্রদকে।
৬. এপিলিমনিয়ন অঞ্চলের সংজ্ঞা দাও ।
উত্তর : হ্রদের সবচেয়ে উপরের মিশ্রিত অঞ্চলকে এপিলিমনিয়ন অঞ্চল বলে।
৭. ইউট্রফিক হ্রদ কী?
উত্তর : Eu ও Trophic শব্দদ্বয় হতে ইউট্রফিক শব্দটি উৎপত্তি লাভ করেছে। Eu শব্দের অর্থ সত্য এবং Trophic শব্দের অর্থ পুষ্টি। সুতরাং সত্যিকার অর্থে পুষ্টি উপাদানযুক্ত হ্রদকে ইউট্রফিক হ্রদ বলে ।
৮. V আকৃতির হ্রদ-বেসিন কোন ধরনের হ্রদে দেখা যায়?
উত্তর : Peyto Lake, Lake monster ইত্যাদি ।
৯. জৈবিক হ্রদ কী?
উত্তর : জৈব পদার্থ সঞ্চিত হয়ে অথবা জীবের দ্বারা সৃষ্ট হ্রদগুলোকে জৈবিক হ্রদ বলা যেতে পারে। সভ্যতার উন্নয়নে মানুষ নিজেদের চাহিদা পূরণের লক্ষ্যে নদীর উজানে বাঁধ দিয়ে হ্রদ সৃষ্টি করে। যেমন- বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর উজানে বাঁধ দিয়ে সৃষ্ট কাপ্তাই হ্রদ -এর উদাহরণ।
১০. অ্যালবিডো কাকে বলে?
উত্তর : পানির উপরিতলে পতিত আলোকরশ্মির সবটাই পানি কর্তৃক শোষিত হয় না। তার একটা বিরাট অংশ প্রতিফলিত হয়ে যায় এবং কখনও তা আর পানিতে প্রবেশ করে না। এই প্রতিফলিত আলোর শতকরা অংশকে অ্যালবিডো বলে।
১১. লোটিক ওয়াটার বলতে কি বুঝ?
অথবা, লোটিক এবং লেন্টিক ওয়াটার বলতে কী বুঝ?
উত্তর : প্রবাহমান জলাশয়ের পানিকে লোটিক ওয়াটার এবং স্থির বা আবদ্ধ জলাশয়ের স্থির পানিকে লেন্টিক ওয়াটার বলে।
১২.পুকুরের উর্বরতা বলতে কী বুঝ?
উত্তর : পুকুরের পানিতে বিভিন্ন জৈব ও অজৈব এবং পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকলে এবং জীবের বসবাস উপযোগী পরিবেশ বজায় থাকলে ঐ ধরনের পুকুরকে উর্বর পুকুর বলে। পুকুর উর্বর থাকার প্রক্রিয়াকে পুকুরের উর্বরতা বলে।
১৩.এপিলিমনিয়ন অঞ্চলের সংজ্ঞা দাও।
উত্তর : হ্রদের সবচেয়ে উপরের মিশ্রিত অঞ্চলকে এপিলিমনিয়ন অঞ্চল বলে।
খ-বিভাগ
১. হ্রদ কী? হ্রদের বৈশিষ্ট্য লিখ ।
২. হ্রদের অঞ্চল বিভাজন সম্পর্কে সচিত্র বর্ণনা দাও।
অথবা, হ্রদের অঞ্চল বিভাজন চিত্রসহ লিখ ।
৩. তাপমাত্রার উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।
৪. পুষ্টি উপাদানের ভিত্তিতে হ্রাদের শ্রেণিবিন্যাস লিখ।
৫. Oligotrophic এবং Eutrophic হ্রদের মধ্যে পার্থক্য লিখ।
অথবা, অলিগোট্রফিক ও ইউট্রফিক হ্রদের মধ্যে পার্থক্য লিখ।
৬. হ্রদ ও বিল এর মধ্যে তুলনা কর।
৭. লিটোরাল ও লিমনেটিক অঞ্চলের পার্থক্য লিখ।
৮. পার্থক্য লিখ : হ্রদ ও পুকুরের পার্থক্য লিখ।
অথবা, হ্রদ ও পুকুরের মধ্যে তুলনা কর ।
৯. স্থির জলাশয়ের বৈশিষ্ট্য লেখ।
১০. নদী ও হ্রদের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, নদী ও হ্রদের মধ্যে তুলনা কর।
১১. হ্রদের বাস্ততান্ত্রিক অঞ্চলসমূহের বর্ণনা দাও।
গ-বিভাগ
১. উদাহরণসহ হ্রদের শ্রেণিবিন্যাস কর।
অথবা, হ্রদের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২. বাংলাদেশের প্রাকৃতিক হ্রদের বিবরণ দাও।
৩. হ্রদের তলদেশ চিত্রসহ বর্ণনা কর।
অথবা, প্রাকৃতিক হ্রদের বিভিন্ন প্রকার তলদেশের উৎপত্তি আলোচনা কর ।
৪. হ্রদের উৎপত্তি বর্ণনা কর।
অথবা, হ্রদের উৎপত্তি কারণসমূহ বর্ণনা কর।
৫. অলিগোট্রফিক, ইউট্রফিক ও ডিসট্রফিক হ্রদের বর্ণনা দাও।
৬. তাপের স্তরায়নের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।
অথবা, হ্রদ কী? তাপের স্তরায়নের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।
অথবা, তাপের স্তরায়ন কী? তাপের স্তরায়ন এর উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
অথবা, হ্রদে পানির স্তরায়ন সম্পর্কে লিখ ।
৭. পার্থক্য লিখ:
(খ) Oligotrophic এবং Dystrophic হ্রদ।
(খ) Lotic water bodz এবং Lentic
water bodz
৮. টীকা লিখ:
(ক) পৃথিবীর গুরুত্বপূর্ণ হ্রদসমূহ;
অথবা,বিশ্বের পাঁচটি উল্লেখযোগ্য
হ্রদের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
(খ) আগ্নেয়গিরি ও মেরোমিকটিক হ্রদ।
(গ) জৈবিক হ্রদ;
(ঘ) ডিস্ট্রফিক হ্রদ;
(ঙ) বৈকাল হ্রদ।