জীবাণুসার । ৯ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীবাণুসার । ৯ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীবাণুসার । ৯ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীবাণুসার । ৯ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

৯ম অধ্যায়:- জীবাণুসার

ক বিভাগ

০১. Biofertilizer (জীবাণুসার) কী?

উত্তর: উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটিতে অত্যাবশ্যকীয় সকল পুষ্টি উপাদান সরবরাহের লক্ষ্যে উপযুক্ত বাহকের মাধ্যমে জমিতে কিছু অণুজীব প্রয়োগ করা হয় এই অণুজীবের সমষ্টিকে জীবাণুসার (Biofertilizer) বলে।

০২. একটি N₂ সংবন্ধনকারী জীবাণু সারের নাম লেখ।

উত্তর: একটি N₂ সংবন্ধনকারী জীবাণু সারের নাম- Agrobacterium.

০৩. YEMA এর পূর্ণরূপ কী?

উত্তর: YEMA এর পূর্ণরূপ হলো- Yeast Extract Mannitol and Agar.

০৪. জীবাণু সার হিসেবে ব্যবহৃত দুটি অণুজীবের নাম লেখ। 

উত্তর: (1) Clostridium 'ও (2) Rhizobium.

০৫. অজৈব সার কী?

উত্তর: অজৈব উৎস হতে কৃত্রিম উপায়ে ও বাণিজ্যিক ভিত্তিতে কারখানায় প্রস্তুতকৃত সারকে অজৈব সার বলে।

০৬. কয়েকটি জৈব সারের নাম লিখ?

উত্তর: সবুজ সার, খৈল সার, গোবর সার, আবর্জনা সার ইত্যাদি।

০৭. কয়েকটি জীবাণুসারের নাম লিখ?

উত্তর: শৈবাল জীবাণু সার, Azolla জীবাণু সার, রাইজোবিয়াম জৈব সার, BGA জীবাণু সার ইত্যাদি।

০৮. সবুজ সার কী? 

অথবা, সবুজ সার কাকে বলে?

উত্তর: ফসল চাষের পূর্বে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য শিম জাতীয় উদ্ভিদ চাষ করে তা মাটিতে মিশিয়ে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে সবুজ সার বলে।

০৯. কম্পোস্ট সার কী?

উত্তর: গবাদি পশুর উচ্ছিষ্টাংশ, খড়কুটা, বিভিন্ন আগাছা, লতাপাতা, কচুরিপানা প্রভৃতি স্তরে স্তরে সাজিয়ে অণুজীবের মাধ্যমে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলে।

১০. অণুজীব সার কী?

উত্তর: যেসব সার মাটিতে প্রয়োগ করার পর মাটির জৈব রাসায়নিক প্রক্রিয়া ত্বরান্বিত হয় যার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং উদ্ভিদকে পুষ্টি উপাদান সরবরাহের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে তাকে অণুজীব সার বলে।

১১. বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখ। 

উত্তর: i) Nostoc (ii) Anabaena.

 

খ বিভাগ

০১. জীবাণুসার কী? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের বৈশিষ্ট্য লেখ।

০২. জৈব সারের ব্যবহার লিখ। 

 অথবা, জৈব সারের ব্যবহার সম্পর্কে লেখ।

০৩. রাসায়নিক সার ও জীবাণু সারের পার্থক্য লেখ। 

০৪. জীবাণুসারের শ্রেণিবিন্যাস লেখ। 

অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসার কী? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের শ্রেণিবিন্যাস কর।

 

গ বিভাগ

০১. বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অপকারিতা লেখ। 

অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অসুবিধা বর্ণনা কর।

০২. Bio-fertilizer এর গুরুত্ব লিখ। 

অথবা, জীবাণু সার কী? বায়োফার্টিলাইজার বা জীবাণু সারের গুরুত্ব লেখ।

০৩. জীবাণু সারের প্রস্তুতপ্রণালি বর্ণনা কর। 

অথবা, জীবাণুসারের সারের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।

অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের উৎপাদন পদ্ধতি বর্ণনা কর।

অথবা, BGA, Rhizobium ও Azolla জীবাণু সারের প্রস্তুতপ্রণালি বর্ণনা কর।

০৪. টীকা লিখ:

(ক) কালচার মিডিয়াম; (খ) উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকসমূহ

Read More: 8th chapter