বর্জ্য পানি ব্যবস্থাপনায় জৈবপ্রযুক্তি । ৮ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বর্জ্য পানি ব্যবস্থাপনায় জৈবপ্রযুক্তি । ৮ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
৮ম অধ্যায়:- বর্জ্য পানি ব্যবস্থাপনায় জৈবপ্রযুক্তি
ক বিভাগ
০১. বায়বীয় শোধন কী?
উত্তর: যে পদ্ধতিতে পানির মধ্যস্থ অণুজীবের বিয়োজন দ্বারা ঐ পানির শোধন করা হয় হয় তাকে বায়বীয় শোধন বলে।
০২. অবায়বীয় শোধন কী?
উত্তর: যে পদ্ধতিতে বর্জ্য পানির বিয়োজনের জন্য ব্যবহৃত হয় তাকে অবায়বীয় শোধন বলে।
০৩. বর্জ্যের দুটি রাসায়নিক উপাদানের নাম লিখ।
উত্তর: সেলুলোজ ও হেমি-সেলুলোজ ।
০৪. শিল্প বর্জ্য কী?
উত্তর: শিল্প কারখানা থেকে নির্গত অপ্রয়োজনীয় অংশকে একত্রে শিল্প বর্জ্য বলে।
০৫. শিল্প বর্জ্যের দুটি উৎসের নাম লেখ।
উত্তর: ১. সার কারখানা ও ২. ট্যানারি।
০৬. Bioremediation কী?
উত্তর: পানি ও মাটির বিষাক্ত দূষক পদার্থকে জীবজ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে Bioremidiation বলে।
০৭. বায়োসেন্সর কী?
উত্তর: বায়োসেন্সর এক ধরনের বিশ্লেষণধর্মী যন্ত্র যা জৈব পদার্থের স্থিতিশীল আস্তরণের অন্তরঙ্গ সংস্পর্শে রূপান্তরক নিয়ে গঠিত, যেখানে জৈব সংকেত বিশ্লেষণ করে তাকে বৈদ্যুতিক সংকেত পরিবর্তন করা হয়।
০৮. ইনসিনারেশন (Incineration) কী?
উত্তর: কঠিন বর্জকে ভস্মীভূত করে শোধন করার প্রক্রিয়াকে ইনসিনারেশন (Incineration) বলে।
০৯. বর্জ্য শোধন কী?
উত্তর: কোনো বর্জ্যের ক্ষতিকারক দিক কমানো বা তাদেরকে পুনঃব্যবহার করে ক্ষতিকারক মাত্রাকে হ্রাস করাকে বর্জ্য শোধন বলে।
১০. Energy waste কী?
উত্তর: যে সকল বর্জ্য পদার্থসমূহ পুনঃব্যবহারের মাধ্যমে শক্তি উৎপাদন ব্যবহৃত হয় তাদেরকে Energy waste বলে।
খ বিভাগ
০১. বর্জ্য পানি শোধন কী?
০২. তরল বর্জ্য পরিশোধনের প্রয়োজনীয়তা বর্ণনা কর।
০৩. বর্জ্য পানির উৎসগুলো উল্লেখ কর।
অথবা, বর্জ্য পানি কী? বর্জ্য পানির উৎসগুলো উল্লেখ কর
০৪. সিউয়েরেজ ব্যবস্থাপনার বিবরণ দাও।
অথবা, সিউয়েজ ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ব্যাখ্যা কর।
০৫. বর্জ্য কী? বর্জ্য পদার্থের উৎস ও প্রকারভেদ আলোচনা কর।
০৬. সিউয়েজ বলতে কী বুঝ? এর প্রকারভেদ লিখ।
গ-বিভাগ
০১. তরল বর্জ্য পরিশোধন সংক্রান্ত Activated sludge পদ্ধতি বর্ণনা কর এবং এই পদ্ধতির সুবিধা-অসুবিধাসমূহ উল্লেখ কর।
অথবা, শিল্প বর্জ্যের জৈবিক শোধনে সক্রিয় কর্দম পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বর্জ্য পানি শোধনে সক্রিয় কাদা পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বর্জ্য পানি শোধনে Activated sludge পদ্ধতি বর্ণনা কর।
০২. Waste water এর বৈশিষ্ট্য লিখ।
অথবা, বর্জ্য পানি কী? বর্জ্য পানির বৈশিষ্ট্যগুলি লিখ।
০৩. সিউয়েজ পরিশোধন পদ্ধতি বর্ণনা কর।
অথবা, সিউয়েরেজ ব্যবস্থাপনা কি? সিউয়েজ শোধনের ধাপগুলো সংক্ষেপে লিখ।
Read More: 7th chapter