প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স টি দেওয়া হয়েছে এইচএসসি শিক্ষার্থীদের অনুশীলন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য।

 0  6
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রাণীর বিভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য

প্রশ্ন ১। প্রাণিবৈচিত্র্য কী? [ঢা, বে, ‘১৫]
উত্তর : পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর  খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণিবৈচিত্র্য।

প্রশ্ন ২। আন্তঃপ্রজাতিক ভিন্নতা কী?
উত্তর : ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে।

প্রশ্ন ৩। ICZN এর পূর্ণরূপ লিখ। (ব, বাে, ‘২১).
উত্তর : International Code of Zoological Nomenclature.

প্রাণিজগতের শ্রেণিকরণের ভিত্তি ও নীতি

প্রশ্ন ৪। প্রজাতি কী? (ঢ বাে, ‘১৯, ‘১৭ রা, বাে, ‘১৯; দি. বাে, ‘১৯; ম. বাে, ‘২১)
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন  মৌলিক একক হলাে প্রজাতি।

Biology : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

প্রশ্ন ৫। সিলােম কী? [য, বাে, ‘২১, ‘১৯; কু, বাে, ‘১৯; দি, বাে, ‘২১]
উত্তর : ভূণীয় মেসােডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলাে সিলােম।

প্রশ্ন ৬। খণ্ডায়ন কাকে বলে? [চ, বাে, ‘২১; সি, বাে, ‘১৯]
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডায়ন বলে।

প্রশ্ন ৭। প্রতিসাম্যতা কী? [ঢ়া, বাে, ‘২১; কু, বো, ‘১৭, ‘১৫; ব, বাে, ‘১৬]
উত্তর : প্রতিসাম্য হলাে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান।

প্রশ্ন ৮। ভূণস্তর কী?
উত্তর : ভূণের যেসব কোষস্তর থেকে পরিণত প্রাণীর বিভিন্ন টিস্যু  অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলােকে ভূণস্তর বলে।

প্রশ্ন ৯। মেটামরিজম কী?
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে বলে খণ্ডকায়ন বা মেটামেরিজম।

প্রশ্ন ১০। ত্রিপদ নামকরণ কী? (চ, বাে, ‘২১)

উত্তর : গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই তিনটি পদের সমন্বয়ে গঠিত নামকে ত্রিপদ নামকরণ বলে।

প্রশ্ন ১১। ক্লিভেজ কী? (ব; বাে, ‘২১)
উত্তর : যৌন জননকারী প্রাণীর জাইগােটের বহু বিভাজনই হলাে ক্লিভেজ।

প্রশ্ন ১২। ট্যাক্সন কী? [ৱা, বাে, ‘১৭]
উত্তর : ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। অর্থাৎ শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগােষ্ঠী বা জনগােষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে ।

প্রশ্ন ১৩। মিথােজীবিতা কী? [দি, বাে, ‘১৭]
উত্তর : যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলেপরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সাহচর্যকে মিথােজীবিতা বলে।

জীববিজ্ঞান ২য় পত্রঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

প্রশ্ন ১৪। শ্রেণিবিন্যাস কী? [চা, বাে, ‘২১; দি, বাে, ‘১৫]
উত্তর : পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে  জীবজগতকে গােষ্ঠী বা দলে বিন্যস্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস।

প্রশ্ন ১৫। উপ-প্রজাতি কী?
উত্তর : বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগােষ্ঠী বা পপুলেশন আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান-প্রদান ঘটাতে সক্ষম, তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়।

প্রশ্ন ১৬। দ্বিপদ নামকরণ কী?
উত্তর : জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয় ।

প্রশ্ন ১৭। ICZN কী?

উত্তর : ICZN আন্তর্জাতিকভাবে প্রাণীর নামকরণের একটি নীতিমালা যার মধ্যে প্রাণীর নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির নিয়মাবলি লিপিবদ্ধ থাকে।

প্রশ্ন ১৮। হায়ারার্কি কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের বিভিন্ন এককগুলােকে উচ্চতর থেকে নিম্নতর স্তরে বিন্যাস করাকে হায়ারার্কি বলে ।

প্রশ্ন ১৯। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
উত্তর : পৃথিবীতে এ পর্যন্ত প্রায় ১৫,০০,০০০ (পনের লক্ষ) প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে ।

পর্ব-১: পরিফেরা

প্রশ্ন ২০। ছিদ্রালু প্রাণী কী? (য, বাে, ‘২১)
উত্তর : Porifera পর্বের প্রাণীদের দেহের প্রাচীরে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান থাকায় এদেরকে ছিদ্রালু প্রাণী বলা হয় ।

প্রশ্ন ২১। স্পঞ্জোসিল কী? [সি, বাে, ‘২১]
উত্তর : Porifera পর্বের সদস্যদের একটি কেন্দ্রীয় গহ্বর থাকে যা অসকিউলাস নামক একটি বড় ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে তাকে স্পঞ্জোসিল বলা হয়।

প্রশ্ন ২২। সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম Antedon bifida.

বায়োলজি অনুসরণেঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

পর্ব-২: নিডারিয়া

প্রশ্ন ২৩। সিলেন্টেরন কী?
উত্তর : Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত গহ্বরই হলাে সিলেন্টেরন ।

প্রশ্ন ২৪। মেডুসা কী?
উত্তর : Cnidarian দের বহুরূপিতা প্রদর্শনকারী সদস্যদের মুক্ত এবং যৌন জননে সমর্থ একক হলাে মেডুসা ।

প্লাটিহেলমিনথেস

প্রশ্ন ২৫। শিখা কোষ কী? [কু, বাে, ‘১৬]
উত্তর : Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রই হলাে শিখা কোষ ।

প্রশ্ন ২৬। অন্তঃপরজীবী কী?
উত্তর : যেসব পরজীবী পােষক দেহের ভেতরে অবস্থান করে তাদের অন্তঃপরজীবী বলে। যেমন- কৃমি।

পর্ব-৫: মােলাস্কা

প্রশ্ন ২৭। Radula কী?
উত্তর : Mollusca পর্বের প্রাণীদের মুখবিবরে কাইটিন নির্মিত জিহ্বাকে র‍্যাডুলা (Radula) বলে ।

প্রশ্ন ২৮। আরশােলার বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : আরশােলার বৈজ্ঞানিক নাম Periplaneta americana.

প্রশ্ন ২৯। পেস্ট কাকে বলে?
উত্তর : প্রাণিজগতে আথ্রোপােডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পােকাদের পেস্ট বলে।

পর্ব-৬ : অ্যানিলিডা

প্রশ্ন ৩০। নেফ্রিডিয়া কী? [চ, বাে, ‘২১; সি, বাে, ‘২১]
উত্তর : Annelida পর্বের প্রাণীদের রেচন অঙ্গাকে নেফ্রিডিয়া বলে।

প্রশ্ন ৩১। প্যারাপােডিয়া কী? [সি, বাে, ‘২১]
উত্তর : Annelida পর্বের প্রাণীদের চলন অঙ্গকে প্যারাপােডিয়া বলে।

প্রশ্ন ৩২। ট্রোকোফোর কী?
উত্তর : Annelida-র পরােক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতার লার্ভাই হলাে ট্রোকোফোর।

জীববিজ্ঞান ঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

পর্ব কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস)

প্রশ্ন ৩৩। নটোকর্ড কাকে বলে? [কু, বাে, ‘২১]
উত্তর : মেসােডার্ম উদ্ভূত কোষ দিয়ে গঠিত ভূণাবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা, বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডাকার গঠনকে নটোকর্ড বলে ।

প্রশ্ন ৩৪। মানুষ কোন শ্রেণির প্রাণী?
উত্তর : মানুষ Chordata পর্বের Vertabrata উপপর্বের অন্তর্গত Mammalia শ্রেণির প্রাণী।

প্রশ্ন ৩৫। প্রতীপ রূপান্তর কী?
উত্তর : Chordata পর্বের Urochordata উপ-পর্বের প্রাণীদের লার্ভাগুলাে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, তাই প্রতীক রূপান্তর।

প্রশ্ন ৩৬ Chordata কাকে বলে?
উত্তর : যেসব প্রাণীর জীবনের কোনাে না কোনাে দশায় নটোকর্ড, ফুলকার, স্নায়ুরজ্জ্ব, এন্ডােস্টাইন এবং পায়ু উত্তর পেশল লেজ পাওয়া যায় তাদেরকে Chordata বলে।

উপপর্ব-১: ইউরােকর্ডাটা

প্রশ্ন ৩৭। Agnatha কী?
উত্তর : প্রকৃত চোয়াল ও জ্যেড় উপাঙ্গবিহীন এবং তরুণাস্থিময় জীবিত মৎস্যগােষ্ঠী হলাে Agnatha

প্রশ্ন ৩৮। হ্যাগফিশ কী?
উত্তর : Vertebrata উপপর্বের Agnatha অধিশ্রেণির অন্তর্গত Myxini শ্রেণিভুক্ত মাছগুলাে হলাে হ্যাগফিশ।

Because of this practice you can also read without প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স then click here:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

Saifwan আমাদের শিক্ষামূলক ওয়েবসাইটে আপনাদের স্বাগতম! আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের উদ্দেশ্য হলো সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করা।