বাংলাদেশের উপজাতিদের লোক ঔষধিবিদ্যা: চাকমা, গারো, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা । ৫ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বাংলাদেশের উপজাতিদের লোক ঔষধিবিদ্যা: চাকমা, গারো, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা । ৫ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বাংলাদেশের উপজাতিদের লোক ঔষধিবিদ্যা: চাকমা, গারো, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা । ৫ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বাংলাদেশের উপজাতিদের লোক ঔষধিবিদ্যা: চাকমা, গারো, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা । ৫ম অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

অধ্যায়-০৫ বাংলাদেশের উপজাতিদের লোক ঔষধিবিদ্যা: চাকমা, গারো, মারমা, সাঁওতাল এবং ত্রিপুরা

ক বিভাগ

১. Tribe কোন শব্দ থেকে এসেছে?

উত্তর:ল্যাটিন শব্দ Tribus থেকে।

২. উপজাতির সংজ্ঞা দাও

অথবা, উপজাতি কী? 

উত্তর: উপজাতি হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যাদের নিজস্ব একটি ভাষা ও সংস্কৃতি বিদ্যমান থাকে।

৩. বাংলাদেশে কতটি উপজাতি বাস করে?

উত্তর: প্রায় অর্ধশতাধিক।

৪. বাংলাদেশে গারো সমাজ সম্পর্কে গবেষণা করেন কে?

উত্তর: কিবরিয়াউল খালেক (ঢা.বি.) এবং ড. জাহিদুল ইসলাম (ঢা.বি.)।

৫. বাংলাদেশে চাকমা সম্পর্কে কে গবেষণা করেন?

উত্তর: ড. মুহাম্মদ হাবিবুর রহমান।

৬. সাঁওতাল উপজাতি সম্পর্কে কে গবেষণা করেন?

উত্তর: ড. আহসান আলী।

৭.  বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কোন কোন উপজাতি বাল করো

উত্তর: চাকমা, খাইয়ার, কমি, কুকি, যুবং, মগ, পানকো, লুসাই, কনি প্রভৃতি।

৮. সাঁওতাল উপজাতিরা কোন জেলায় বাস করে?

উত্তর: রাজশাহী ও দিনাজপুর জেলায়।

৯.  রাইখান উপজাতিরা কোন জেলায় বাস করে। 

উত্তর: পটুয়াখালী জেলায়।

১০. বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কারা?

উত্তর: চাকমা, গারো, মর্গ, সাঁওতাল, টিপুরা, মণিপুরি, মুরং, খাসিয়া, রাখাইন প্রভৃতি।

১১.  চাকমারা কোথায় বাস করে?

উত্তর: রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায়।

১২. চাকমাদের কোন ধরনের বিয়ে প্রচলিত?

উত্তর: Criss cousin নিজং প্রচলিত।

১৩. দুটি ভেষজ উদ্ভিদের চাকমাপ্রদর নাম ও বৈজ্ঞানিক নাম

উত্তর: (1) অশোক বা মমা গাছ-Saraca asoca,

          (ii) অর্জুন- Terminalia arjuna.

১৪. গারো উপজাতিরা কোথায় বাস করে।

উত্তর: ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়।

১৫. গারোদের ভাষ্য কী?

উত্তর: মান্দি বা গারো ভাষা।

১৬. গারোদের পরিবার কেমন?

উত্তর: মাতৃতান্ত্রিক।

১৭. মারমা কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে।

উত্তর: বর্মী ম্রানামা শব্দ থেকে।

১৮.  মারমারা কোন জনগোষ্ঠীয় লোক?

উত্তর: মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক।

১৯. মারমাদের ব্যবহৃত দুটি ভেষজ উদ্ভিদের নাম ও তাদের স্থানীয় নাম লিখ।

উত্তর: (1) বেল—ওয়া রাই রোপান্ড,

          (ii) থানকুনি —ম্রাংখুরা।

২০. মানুষের হাড় ভাঙ্গায় ব্যবহৃত হয় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ব্যবহৃত অংশ লিখ।

উত্তর: হাড়গোজা- Acanthus ilicifolius.

২১.  সাঁওতালদের আদি বসতি কোথায়?

উত্তর:  ভারতের ছোট নাগপুর ও সাঁওতাল পরগনায়।

২২.  সাঁওতালদের ঘর কেমন হয়?

উত্তর: শন বা খড়ের তৈরি ছোট আকৃতির।

২৩. সাঁওতালদের ব্যবহৃত দুটি ভেষজ উদ্ভিদের নাম ও স্থানীয় নাম লিখ?

উত্তর: (1) আকন্দ —অর্কা ও (1) বেল —শ্রীফল।

২৪. সাঁওতাল উপজাতি কর্তৃক ব্যবহৃত একটি উদ্ভিদের স্থানীয় ও বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর:  সাঁওতাল উপজাতি কর্তৃক ব্যবহৃত একটি উদ্ভিদের স্থানীয় নাম- আকন্দ এবং বৈজ্ঞানিক নাম- Calotropis gigantea.

২৫. ত্রিপুরাদের আদিনিবাস কোথায়?

উত্তর: ভারতের পার্বত্য ত্রিপুরা রাজ্যে।

২৬. ত্রিপুরাদের ব্যবহৃত দুটি ভেষজ উদ্ভিদের নাম ও স্থানীয় নাম লিখ

উত্তর:  (i) অড়হর —কোপলিং ও (ii) গাঁদা —  ক্ষেতারা।

 

খ-বিভাগ

 

১. উপজাতি কারা? বাংলাদেশে কোন কোন উপজাতি বাস করে লিখ।

২. জন্ডিস ও কাশি নিরাময়ে ব্যবহৃত একটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার লিখ।

অথবা, আমাশয় ও জন্ডিস রোগের নিরাময়ে ব্যবহৃত একটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম, ব্যবহৃত অংশ ও গোত্রের নাম লিখ।

৩. গারো উপজাতি কর্তৃক ব্যবহৃত দু'টি ভেষজ উদ্ভিদের স্থানীয় নামসহ ব্যবহার লিখ।

অথবা, গারোদের ব্যবহৃত ৫টি ভেষজ উদ্ভিদের স্থানীয় নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর। 

৪. ডায়াবেটিস ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত একটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও ব্যবহৃত অংশ লেখ।

কর। 

৫. চাকমা উপজাতি কর্তৃক ব্যবহারিত দুটি ভেষজ উদ্ভিদের স্থানীয় নাম,বৈজ্ঞানিক নাম,গোত্র, ব্যবহারিত অংশ ও ব্যবহার উল্লেখ কর।

অথবা, চাকমা উপজাতি কর্তৃক ব্যবহৃত চারটি ভেষজ উদ্ভিদের স্থানীয় নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর।

অথবা, চাকমা উপজাতি কর্তৃক ব্যবহৃত দুইটি ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্যবহার বিধিসহ লিখ। 

অথবা, চাকমা উপজাতি কর্তৃক ব্যবহৃত চারটি ঔষধি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্যবহার বিধিসহ লিখ।

১. বাংলাদেশের উপজাতি কর্তৃক ব্যবহৃত পাঁচটি ভেষজ উদ্ভিদের বর্ণনা দাও। 

২. কেটে যাওয়া, জখম হওয়া এবং হাড় ভাঙার জন্য বাংলাদেশে ব্যবহৃত তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহারবিধি উল্লেখ কর। 

৩.  নিম্নলিখিত উদ্ভিদগুলোর গারো উপজাতি প্রদত্ত নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ ও ব্যবহার উল্লেখ কর- 

(ক) নিশিন্দা; (খ) বাদর লাঠি; (গ) বন চা; (ঘ) ডুমুর। 

৪. নিম্নলিখিত রোগসমূহ নিরাময়ে ব্যবহৃত প্রতিক্ষেত্রে একটি করে উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ ও ব্যবহারবিধি উল্লেখ কর। 

  (1) বহুমুত্র;

  (ii) অর্থ;

  (ⅲ) হাঁপানী;

  (iv) কাশি বা কফ ও

  (v) ডাইরিয়া।

Read More: