ইউট্রফিকেশন । ৭ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ইউট্রফিকেশন । ৭ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ইউট্রফিকেশন । ৭ম  অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ইউট্রফিকেশন । ৭ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৭ম অধ্যায়:- ইউট্রফিকেশন 

ক-বিভাগ 

 

১.  ইউট্রফিকেশন বলতে কী বুঝ? 

অথবা, ইউট্রফিকেশন কাকে বলে?

উত্তর : পুষ্টি উপাদানের আগমনের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়ে হ্রদ যে প্রক্রিয়ায় ভরাট হয়ে যায় তাকে ইউট্রফিকেশন বলে।

২.  Eutrophication-এর তিনটি লক্ষণ লিখ ।

উত্তর : Eutrophication-এর তিনটি লক্ষণ নিচে লিখা হলো :

১. জলাশয়ে হঠাৎ করে শৈবাল রুমের সৃষ্টি হওয়া,

২. পানির রং পরিবর্তিত হওয়া ও

৩. পানির স্বাদ ও গন্ধ নষ্ট হওয়া।

৩. জৈবিকভাবে মৃত হৃদে কোন ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে পারে না?

উত্তর : জৈবিক ভাবে মৃত হ্রদে বায়বীয় (Aerobic) ব্যাকটেরিয়া জন্মাতে পারে না।

৪. একটি জৈবিক মৃত হৃদের নাম লিখ।

উত্তর : একটি জৈবিক মৃত হৃদের নাম হলো Lake Eric.

৫. জৈবিক মৃত হ্রদে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? 

উত্তর : জৈবিক মৃত হ্রদে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়।

৬. দূষণ কী?

উত্তর : বিভিন্ন ধরনের ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক কার্যাবলির কারণে পরিবেশের ভারসাম্যহীনতা, অস্থিতিশীলতা হলো দূষণ ৷

৭. Saprobic condition কাকে বলে?

উত্তর : কোনো Lake বা হৃদ যখন এমন অবস্থায় পৌঁছায় যে, তখন ব্যাকটেরিয়া ব্যতিত অন্য কোনো কিছুই থাকে না তখন তাকে Saprobic condition বলে।

৮. হ্রদ কখন Polysaprolis condition এ পৌঁছায়?

উত্তর : কোনো Lake বা হৃদ যখন এমন অবস্থায় পৌঁছায় যে, তখন ব্যাকটেরিয়া ব্যতীত অন্য কোনো কিছুই থাকে না তখন তাকে Saprobic condition বলে। এ অবস্থা যখন আরও অগ্রসর হয় তখন তা Polysaprolis condition এ পৌঁছায়।

৯. Lake damage বলতে কী বুঝ? 

অথবা, Lake damage কাকে বলে?

উত্তর : Lake Damage বলতে বুঝায় যে জলাশয়ের পানি এমন অবস্থায় (Position) আসে যখন ঐ পানি আর ব্যবহারের উপযোগী থাকে না অর্থাৎ Lake তখন Polysaprobic condition এ চলে আসে।

১০. হিউমাস কি? 

অথবা, হিউমাস কাকে বলে?

উত্তর : অণুজীব উৎসেচের অনুঘটক প্রক্রিয়া দ্বারা জৈব পদার্থ বিয়োজনের ফলে অবশেষে গাঢ়, কাল বা বাদামি বর্ণের যে বস্তুটি সৃষ্টি হয় তাকে হিউমাস বলে।

১১. Soil profile কাকে বলে? 

উত্তর : বিভিন্ন খনিজ উপাদান প্রাপ্ত মাটির ত্বককে লম্বালম্বিভাবে কেটে নিলে বিভিন্ন বর্ণ, বৈশিষ্ট্য ও গুণাবলি সম্পন্ন স্তর দেখা যায়। এই স্তরকে রেখাচিত্র দ্বারা প্রকাশ করাকে Soil profile বলে।

 

খ-বিভাগ

 

১. কিভাবে ইউট্রফিকেশন নিয়ন্ত্রণ করা হয়?

অথবা, ইউট্রফিকেশন নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

২.দূষণ ও ইউট্রফিকেশনের মধ্যে পার্থক্য লিখ।

৩. জৈব পদার্থ ও হিউমাসের মধ্যে পার্থক্য লিখ।

৪. ইউট্রফিকেশনের সুবিধা ও অসুবিধাগুলো লেখ। 

অথবা, ইউট্ৰিফিকশন কী? এর সুবিধা এবং অসুবিধা লেখ।

 

গ-বিভাগ

 

১. ইউট্রফিকেশন এর শ্রেণিবিন্যাস প্রক্রিয়া আলোচনা কর। 

অথবা, ইউট্রফিকেশনের শ্রেণিবিন্যাস কর।

অথবা, ইউট্রফিকেশন এর প্রকারভেদ আলোচনা কর।

২. ইউট্রফিকেশনের ফলাফল ও নিয়ন্ত্রণ বর্ণনা কর। 

অথবা, ইউট্রফিকেশনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর।

৩. ইউট্রফিকেশনের কারণগুলো লেখ। 

অথবা, ইউট্রফিকেশনের কারণ ব্যাখ্যা কর।

Read more