ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদসমূহ ধর্মীয় ও পুরাণতত্ত্বের ব্যবহৃত উদ্ভিদসমূহ । ০৪ অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদসমূহ ধর্মীয় ও পুরাণতত্ত্বের ব্যবহৃত উদ্ভিদসমূহ । ০৪ অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদসমূহ ধর্মীয় ও পুরাণতত্ত্বের ব্যবহৃত উদ্ভিদসমূহ । ০৪  অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদসমূহ ধর্মীয় ও পুরাণতত্ত্বের ব্যবহৃত উদ্ভিদসমূহ । ০৪ অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

অধ্যায় -০৪:-ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদসমূহ ধর্মীয় ও পুরাণতত্ত্বের ব্যবহৃত উদ্ভিদসমূহ

ক-বিভাগ

১.  হলুদ কি কি নামে পরিচিত?

উত্তর: ইংরেজি-টারমারিক, সংস্কৃত-হরিদ্রা; বর্মী-সানওয়েন; হিন্দি-কাচুরা: উর্দু-কাচুরা।

২. হলুদ এর বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: হলুদ এর বৈজ্ঞানিক নাম- Curcuma longa.

৩. উপজাতি সম্প্রদায়ে হলুদের ব্যবহার কী?

উত্তর: মুন্ডা উপজাতিরা প্রিয়জনের সমাধিতে হলুদ কাটে ও পানি চালে।

৪. আদিবাসিনা মহিলারা কলাকে কি কাজে ব্যবহার করে? 

উত্তর: অক্টোবর ও নভেম্বর মাসে আদিবাসিনা মহিলারা পুত্রসন্তান লাভের আশায় কলা গাছে পূজা করে।

৫. হিন্দুরা কি কাজে কলা গাছ ব্যবহার করে?

উত্তর: দুর্গা পূজার সময় কচি কলাগাছ নতুন শাড়ি দ্বারা আবৃত করে নবপত্রিকার প্রতীক হিসেবে পূজা করে।

৬. বেল কি কি নামে পরিচিত?

উত্তর: ইংরেজি-উড এপেল, বিগ ট্রিঃ সংস্কৃত-শ্রীফল, বিলতা ও বর্মী, ওকশিট, হিন্দি-বিলি, শ্রীফল; উর্দু-বেল।

৭.  বেল-এর বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: বেল-এর বৈজ্ঞানিক নাম- Aegle marmelos. 

৮. বেল পাতাকে হিন্দুরা কিসের প্রতীক হিসাবে বিবেচনা করে?

উত্তর: ত্রিশূল আকৃতির বেলপাতা শিব দেবতার তিনটি শক্তি। যথা- সৃষ্টি, ধাংস ও সংরক্ষণের প্রতীক হিসেবে বিবেচনা করে।

৯. বট গাছকে উপজাতিরা কি হিসেবে বিবেচনা করে?

উত্তর: উপজাতিরা তাদের প্রভুর বাসস্থান হিসেবে বট গাছকে বিবেচনা করে।

১০. কুমারী মেয়েরা কিসের জন্য বট গাছের পূজা করে?

উত্তর: ভাল স্বামী লাভের জন্য।

১১. তুলসী কি কি নামে পরিচিত?

উত্তর: ইংরেজি- সাকেড ব্যাসিল; সংস্কৃত-তুসলী; কৃষ্ণমুলা; বর্মী-লুন; হিন্দি-তুলসী।

১২. তুলসীর বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: তুলসীর বৈজ্ঞানিক নাম- Ocimum sanctum.

১৩. দুর্বাঘাস এর বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: দুর্বাঘাস এর বৈজ্ঞানিক নাম- Cynodon dactylon.

১৪. উপজাতিরা দুর্বাঘাসকে কি হিসেবে ব্যবহার করে?

উত্তর: দুর্বাঘাসকে কাই তৈরি করে রক্তবদ্ধ ও সংক্রমণ প্রতিহত করতে কাটা স্থানে প্রলেপ দিয়ে থাকে।

১৫. হিন্দুরা ধানকে কিসের প্রতীক ভাবে?

উত্তর: ধানের শিষসহ উদ্ভিদটিকে লক্ষ্মীদেবীর প্রতীক মনে করে।

১৬. ধানের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর: ধানের বৈজ্ঞানিক নাম- Oryza sativa.

১৭. তিল কী? কি নামে পরিচিত?

উত্তর: ইরেজি-সেলাম; সংস্কৃত-তিলা, জাতিলা, বর্মী-নান, হিন্দি-অগাস্ট তিল; উর্দু-অগাস্ট।

১৮. তিলের বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: তিলের বৈজ্ঞানিক নাম হলো- Sesamum indicum. 

১৯. নারিকেল কি কি নামে পরিচিত? 

উত্তর: ইংরেজি-কোকোনাট পাম; সংস্কৃত-নারিকেল; বর্মী-উৎবিন; হিন্দি-নারিয়েলম; উর্দু-নারিয়েল।

২০. ধর্মীয়ভাবে পবিত্র একটি উদ্ভিদের স্থানীয় ও বৈজ্ঞানিক নাম লিখ। 

অথবা, নারিকেলের বৈজ্ঞানিক নাম কী?

উত্তর: ধর্মীয় পবিত্র উদ্ভিদের একটি বাংলা নাম নারিকেল ও বৈজ্ঞানিক নাম- Cocus nucifera.

২১. এমন একটি প্রবাদ বা প্রবচন লিখ যেখানে উদ্ভিদের নাম উল্লেখ করা আছে। 

উত্তর: কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত।"

২২. আম কি কি নামে পরিচিত?

উত্তর:  ইংরেজি ম্যাংগো, সংস্কৃত-আমরা, আমব্রাহ, বর্মী- থায়েট, হিন্দি আম, উর্দু-আমরা।

২৩. বৌদ্ধ সম্প্রদায়ের নিকট আম গাছ পবিত্র কেন?

উত্তর: ভগবান বুদ্ধ আমগাছের নিচে বলে বিশ্রাম করে

 

খ-বিভাগ

 

১. পবিত্র উদ্ভিদ বলতে কী বুঝ?

২. বেলের বৈজ্ঞানিক নাম, নামকরণ এবং গাছের বৈশিষ্ট্য লিখ। 

৩. ধর্মীয় ও পুরাণতত্ত্বে ব্যবহৃত ৫টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম উল্লেখ কর।

৪.  হিন্দু ও উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় কাজে কলা ও তুলসী উদ্ভিদের ভূমিকা সম্পর্কে লিখ। 

অথবা, হিন্দু ও উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় কাজে কলা ও তুলসী কেন ব্যবহার করা হয়?

 

গ-বিভাগ

 

১. হিন্দু ও উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় কাজে বট, ধান, উদ্ভিদের ভূমিকা সম্পর্কে লিখ। 

অথবা, হিন্দু ও উপজাত সম্প্রদায়ের ধর্মীয় কাজে বট ও ধান উদ্ভিদ কেন ব্যবহার করা হয়?

২. লোকধর্ম ও পৌরাণিক কাহিনী অনুসারে ৫টি উদ্ভিদের গুরুত্ব বর্ণনা কর। 

৩. নিম্নলিখিত উদ্ভিদগুলো উদ্ভিদতাত্ত্বিক নাম ও উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় ও পুৱানতত্ত্বে ব্যবহার উল্লেখ কর।

(ক) বেল; (খ) হলুদ;(গ) তুলসী; (ঘ) নারিকেল।

Read more