বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব । ৪র্থ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব । ৪র্থ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব । ৪র্থ  অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব । ৪র্থ অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৪র্থ অধ্যায়:- বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব

ক-বিভাগ

০১. বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব কষে প্রতিষ্ঠিত হয়।

উত্তর: আধুনিক কোষবিদ্যা, সাইটোজেনেটিক্স, পপুলেশন ফেনেটিক্স ও বিবর্তন থেকে প্রাপ্ত আধুনিক সব তথ্যাদি নিয়ে ১৯৩০ সালে সিন্থেটিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয়।

০২. বিবর্তনের ধাপ বা পর্যায় কয়টি?

উত্তর: তিনটি। যথা:- ১. মাইক্রো বিবর্তন, ২. ম্যাক্রো বিবর্তন, ৩ মেগা বিবর্তন।

০৩. মাইক্রো বিবর্তন কাকে বলে?

অথবা, মাইক্রো বিবর্তন কী?

উত্তর: ক্ষুদ্র ক্ষুদ্র মিউটিশনের প্রভাবে যদি বিবর্তন ঘটে তাকে মাইক্রো বিবর্তন বলে।

০৪. ম্যাক্রো বিবর্তন কী। 

উত্তর: মাইক্রো বিবর্তন যখন উপ প্রজাতি স্তর অতিক্রম করে প্রজাতি পর্যায়ে পৌছায় তখন তাকে ম্যাক্রো বিবর্তন বলা হয়।

০৫. মেগা বিবর্তন বলতে কী বুঝ? 

অথবা, মেগা বিবর্তন কী?

উত্তর: গণ এবং উদ্ধতিন টটাল্লার বিবর্তনকে মেগা বিবর্তন বলে।

০৬. কসমিক বিবর্তন কী?

উত্তর: সৌরজগতের পরিবর্তনকে কসমিক বিবর্তন বলে।।

০৭. বিবর্তন বলতে কি বুঝায়? 

উত্তর: বিবর্তন বলতে সুশৃঙ্খল এবং ক্রমিক বা ধারাবহিক দীর গতির পরিবর্তনের মধ্য দিয়ে জড় বস্তু বা জীবের সরল অবস্থা থেকে জটিল বা প্রগতিশীল উত্তরণকে বুঝায়।

০৮. বিবর্তনের মূল বৈশিষ্ট্য কয়টি ও কী কী?

অথবা, সংশ্লেষ মতবাদ কী?

উত্তর: চারটি। যথা:-

১. কালিক পরিবর্তন,

২. পর্যায়ক্রমিক পরিবর্তন,

৩. উৎপত্তিগত কারণ ও

৪. সৃজনশীল সংশ্লেষ।

০৯. Synthetic Theory বলতে কী বুঝ? 

অথবা, সংশ্লেষ মতবাদ কী?

উত্তর: ডারউইন তত্ত্বের নব্য ব্যাখ্যাকেই Symba Thoury বা সংশ্লেষ মতবাদ বলা হয়।

১০. পপুলেশন (Poulation) বা জীবগোষ্ঠী বলতে কী বুঝ? 

উত্তর: পপুলেশন (Population) জীবগোষ্ঠী হলো কয়েকজন ব্যক্তি বা উদ্ভিদ বা প্রাণীর একটি দল যাদের মধ্যে প্রজনন করা যায়। এরূপ জীবগোষ্ঠীতে যেহেতু মেন্ডেলের সূত্র প্রযোজ্য, তাই Wright এই জীব গোষ্ঠীকে মেয়েলীর জীব গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন।

১১. পপুলেশন বংশগতি বলতে কী বুঝা

উত্তর: বংশগতি বিদ্যার যে শাখায় মেন্ডেলীয় জীবগোষ্ঠীর জিন এবং জিনোটাইপের ফ্রিকুয়েন্সি নিয়ে আলোচনা করে। তাকে পপুলেশদ বংশগতি বলে।

১২. Panmictic population বলতে কী বুঝা

উত্তর: অবাধ প্রজনন ক্ষমতা সম্পন্ন জীব টিল্ল অভিযোজন। ক্ষমতা ও বৈচিত্র্যতা বহন করে। এরা একই জিন পুল এবং একই প্রজাতি যুক্ত। এরূপ অবাধ প্রজনন ক্ষমতা সম্প্র জীবগোষ্ঠীকে Panmicic population বলা হয়ে থাকে।

১৩. জিন ফ্রিকুয়েন্সি বলতে কী বুঝ?

উত্তর: একটি অবাধ প্রজননক্ষম জীবগোষ্ঠীতে বিদ্যমান। একটি জিনের বিভিন্ন এলিলের অনুপাত হলো জিন ফ্রিকুয়েন্সি। একে জেনেটিক ফ্রিকুয়েন্সিও বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে অবাধ প্রজননক্ষম জীবগোষ্ঠীর একটি সুনির্দিষ্ট লোকাসে অবস্থিত এলিলের অনুপাতকে জিন ফ্রিকুয়েন্সি বলে।

১৪. জিনোটাইপ ফ্রিকুয়েন্সি বলতে কী বুঝা?

উত্তর: মেয়েলিয়ান জীবগোষ্ঠীতে বিভিন্ন জিনোটাইপের অনুপাতকে জিনোটাইপ ফ্রিকুয়েন্সি বলে। একে জাইগোটিক ফ্রিকুয়েন্সিও বলা হয়। কোনো জীব গোজীর জিনোটাইপ ফ্রিকুয়েন্সি নমুনায়ন, শ্রেণিবিন্যাসকরণ জিনের ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করে।

১৫. হার্ডি-ওয়েনবার্গ নিয়ম বা সূত্র কারা প্রতিষ্ঠা করেন।

উত্তর: ১৯০৮ সালে ইংরেজ গণিত Gl. Hany আমান পদার্থবিদ ড. Wattberg জীব গোষ্ঠীয়ে চিন (এলিস) ফ্রিকুয়েন্সি সম্পর্কে স্বতন্ত্রভাবে কিছু নীতিমালা প্রকাশ করেন। মূলত এই দুই বিজ্ঞানী gmetics-এর প্রতিষ্ঠাতা। তাদের নীতিমালা যৌথভাবে Hardy-weinberg lee নামে পরিচিত।

১৬. হার্ডি-ওয়েনবার্গ নিয়ম বা সুত্রটি বিখ।

উত্তর: কেটি অবাধ প্রজননক্ষম জীবগোষ্ঠীতে বাশ পরস্পরায়ে জিন এবং জিনোটাইপ ফ্রিকুয়েন্সি সবসময় অপরিবর্তিত থাকবে, যদি উক্ত জীবগোষ্ঠীতে কোন নির্বাচন, মিউটেশন, মাইমোশন এবং অবাধ জেনেটিক প্রবাহের সুযোগ না ঘটে, অর্থাৎ অবার প্রজননক্ষম জীবগোষ্ঠীতে নির্বাচন, মিউটেশান, মাইল্লাশন, ইমিগ্রেশন ইত্যাদি বাধামত না হলে জীবগোষ্ঠীতে যে জিন তারসাম্য তৈরি হয় তা এক বংশ হতে পরবর্তী বংশে অপরিবর্তিত থাকে।

১৭. বংশানুকৃত মৃত্যু কী?

উত্তর। বংশানুসৃত মৃত্যু বলতে বোঝায় এমন মৃত্যুকে যা বংশপরম্পরায় যেকোনো কারণে ঘটে। এটি সাধারণার জিনগত বা বংশগত সমস্যার কারণে হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কিছু রোগ বা অবস্থার জিনগর প্রবণতা থাকে, যা একটি পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকতে পারে এবং সময়ের সাথে সাথে সাথে মৃত্যুর কারণ হতে পারে। 

 

খ -বিভাগ

 

০১.বিবর্তনে সিন্থেটিক মতবাদ বসতে কি বুঝ লিখ।

 অথবা, বিবর্তনের সিন্থেটিক বিওরি ব্যাখ্যা কর।

০২.হার্ডি-ওয়ানবার্গ এর সূত্রের শর্তসমূহ উল্লেখ কর। 

০৩.জিনোটাইপ ফ্রিকুয়েন্সি বলতে কী বুঝ? 

০৪. পপুলেশনের বৈশিষ্ট্যসমূহ লিখ। 

 

গ-বিভাগ

 

০১.পপুলেশনে কিভাবে জিন ফ্রিকুয়েন্সি নির্ণয় করা হয় বর্ণনা কর। 

০২.বিবর্তনের সমন্বিত তত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।

অথবা, সংশ্লেষ মতবাদ কী? স্বীকার্য উল্লেখপূর্বক সংশ্লেষ মতবাদ ব্যাখ্যা কর।

অথবা, বিবর্তনে আধুনিক 'সিন্থেটিক' তত্ত্বটি বর্ণনা কর। এ তত্ত্বটি অধিক গ্রহণযোগ্য কেন? লিখ।

অথবা, জৈব বিবর্তন সম্বন্ধে আধুনিক 'সিন্থেটিক' তত্ত্বটি বর্ণনা কর। এ মতবাদটি অধিকতর গ্রহণযোগ্য কেন?

০৩.টীকা লিখ:

মাইক্রো-ইতুলিউশন

read more: