বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব ।৫ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব ।৫ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব ।৫ম  অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
বিবর্তনে সিন্থেটিক তত্ত্ব ।৫ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৫ম অধ্যায়:-  প্রজাতি সৃষ্ট

ক-বিভাগ

০১. স্পেসিয়েশন কী? ? 

অথবা, প্রজাতি সৃষ্টি কী? 

উত্তর: স্পেসিয়েশন হলো নতুন প্রজাতির উদ্ভব। এটি বিবর্তনে একটি চলমান প্রক্রিয়া। 'পঁউিরেশীয় 'ভাষ্টিং, মিউটেশন, অন্তরণ প্রভৃতি প্রজাতিভরণে বিশেষ ভূমিকা

০২. প্রজাতি কাকে বলে?

উত্তর: সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব (উদ্ভিদ বা প্রাণী) যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য প্রজাতির সাথে মিলনে সন্তান উৎপাদনে অক্ষম। এরূপ একামল জীবের সমষ্টিকে প্রজাতি বলে।

০৩. ম্যাক্রো বিবর্তন কী?

উত্তর: মাক্রো বিবর্তন যখন উপপ্রজাতি স্তর অতিক্রম করে প্রজাতি পর্যায়ে পৌছায় অর্থাৎ যখন প্রজাতির উৎপত্তি ঘটে তখন তাকে বলা হয় ম্যাক্রো বিবর্তন।

০৪. ডিমি কী?

উত্তর: ডিমি হচ্ছে একটি উন্মুক্ত জেনেটিক সিস্টেম যা নিকটবর্তী পপুলেশন বা জনগোষ্ঠীর জিন প্রবাহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে।

০৫. প্রজাতি সৃষ্টির প্রক্রিয়া কে প্রদান করেন?

উত্তর: Mayer, ১৯৭০ সালে।

০৬. প্রমাতি উৎপত্তি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর: চার্লস ডারউইন।

০৭. তাৎক্ষণিক প্রজাতি সৃষ্টি কী?

উত্তর: প্যারেন্ট স্টকের অন্তর্ভুক্ত প্রজাতি হতে প্রজননিক দিক দিয়ে অন্তরিত একক স্বতন্ত্র জীব উৎপাদনকে তাৎক্ষণিক প্রজাতি বলে।

০৮. ম্যাক্রোজেনেসিস কী?

উত্তর: আকস্মিকভাবে কয়েক ধরনের সপ্তাশনের মাধ্যমে নতুন প্রজাতির নতুন উন্নত ট্যাক্সা বা সম্পূর্ণ সাধারণভাবে নতুন টাইপ উৎপন্ন হওয়াকে ম্যাক্রোজেনেসিস বলে।

০৯.পলিপ্লয়ডি কী?

উত্তর: স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা গুননকে পলিপ্লায়ডি বলে।

১০. সিম্প্যাট্রিক প্রজাতি সৃষ্টি কাকে বলে?

উত্তর: একটি একক ডেমির বংশধরদের বিস্তৃতির এলাকার মধ্যে প্রজননিক অন্তরণ কৌশলকে সিম্প্যাট্রিক প্রদ সৃষ্টি বলা হয়।

১১. সিম্প্যাট্রিক প্রজাতি সৃষ্টি কিভাবে ঘটে?

উত্তর: সিবলিং প্রজাতি, মনোফ্যাগাস প্রজাতি, পরজীবী, প্রজাতি গুচ্ছ ও আকস্মিকভাবে ফসিল বংশধারা বিভাজনের মাধ্যমে।

১২. সংযোগকারী প্রাণী কী?

উত্তর: যেসব প্রাণীর দুটি ভিন্ন শ্রেণির বৈশিষ্ট্যবহন করে সেতুর মত উভয় শ্রেণিতে সংযোগ স্থাপন করে তাদেরকে সংযোগকারী প্রাণী বলে।

১৩. নির্বাচন কী?

উত্তর: যার মাধ্যমে জীব দৈহিক, শারীরবৃত্তীয় ও আচরণগত পরিবেশে তালোভাবে অভিযোজিত হয়ে টিকে থাকতে ও বংশবৃদ্ধি করতে সক্ষম, তাকে নির্বাচন বলে।

১৪. টেকসই উন্নয়ন কী। 

উত্তর: টেকসই উন্নয়ন হলো একটি সাংগঠনিক নীতি যার লক্ষ্য মানব উন্নয়ন লক্ষ্য পূরণের পাশাপাশি প্রাকৃতিক ব্যবস্থাকে সহনশীল রেখে মানুষের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক kk

১৫. আচরণগত অন্তরণ কী?

উত্তর: আচরণগত অসামঞ্জস্যতার কারণে প্রজনন প্রতিবন্ধকতা সৃষ্টির কৌশলকে আচরণগত অন্তরণ বলে।

১৬. অভরণ কৌশল কী?

অথবা, অন্তরণের সংজ্ঞা দাও।

উত্তর: অন্তরণ কৌশল বলতে অভিন্ন আনি পপুলেশন হতে উদ্বৃত দুই বা ততোধিক পপুলেশনের সদস্যদের মধ্যে সফলজনক প্রজনন প্রতিরোধক কৌশলকে বুঝায়।

১৭. অন্তরণ কয় প্রকার ও কি কি?

উত্তর: ২ প্রকার। যথা:-

(1) যৌনমিলন পূর্ববর্তী অভয়ণ কৌশল।

(ii) যৌনমিলন পরবর্তী আভরণ কৌশল।

১৮. ভৌগলিক অন্তরণ কি? 

উত্তর: বিভিন্ন ভৌগোলিক প্রতিবন্ধকতা যেমন- নদী, মরুভূমি, হিমবাহ, পর্বত প্রভৃতি দ্বারা কোনো জনগোষ্ঠী দুই বা ততোধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়লে তাতে ভৌগোলিক অন্তরণ বলে।

১৯. অন্তরণের সংজ্ঞা দাও। 

উত্তর: অন্তরণ কৌশল বলতে অভিন্ন আদি পপুলেশদ। হতে উদ্বৃত দুই বা ততোধিক পপুলেশনের সদস্যদের মধ্যে সফলজনক প্রজনন প্রতিবোধক কৌশলকে বুঝায়।

 

খ-বিভাগ



০১. সিম্প্যাট্রিক ও আঅ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন সম্পর্কে লিখ। 

অথবা, সিম্প্যাট্রিক ও অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন বলতে কী বুঝা

০২. সিমপ্যাট্রিক স্পেসিয়েশন কাকে বলে? অভিবাতিতে সিমপ্যাট্রিক স্পেসিয়েশনের ভূমিকা উল্লেখ কর। 

০৩. নতুন প্রজাতি সৃষ্টিতে প্রকরণের ভূমিকা লিখ। 

০৪. আকস্মিকভাবে প্রজাতি সৃষ্টি ও ক্রমাগতভাবে প্রজাতি সৃষ্টির মধ্যে পার্থক্য লিখ। 

০৫. অ্যালোপেট্রিক ও সিমপেট্রিক অন্তরণের মধ্যে পার্থক্য লেখ। 

অথবা, সিমপ্যাট্রিক ও অ্যালোপ্যাট্রিক Secuation-এর মধ্যে পার্থক্য লিখ।

অথবা, অ্যালোপাট্রিক ও সিম্প্যাট্রিক প্রজাতি সৃষ্টির মধ্যে পার্থক্য লিখ।

 

গ-বিভাগ

০১. প্রজাতি বলতে কী বোঝ? প্রজাতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। 

০২. প্রজাতি সৃষ্টির প্রক্রিয়াগুলো বর্ণনা কর। 

অথবা, নতুন প্রজাতি উদ্ভবের প্রক্রিয়া বর্ণনা করা।

০৩. আকস্মিক প্রজাতি সৃষ্টির কৌশলগুলো আলোচনা কর। 

০৪.অন্তরণ বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের অন্তরণ কৌশল বর্ণনা কর। 

অথবা, অন্তরণ কী? বিভিন্ন প্রকার অন্তরণ কৌশল আলোচনা কর।

০৫.ভৌগোলিক অন্তরণ কী? প্রজাতি সৃষ্টিতে ভৌগোলিক অন্তরণের ভূমিকা লিখ। 

অথবা, ভৌগোলিক অন্তরণ বলতে কী বুঝ? প্রজাতি উদ্ভাবনে অন্তরণের ভূমিকা লিখ।

অথবা, উপ-প্রজাতি বলতে কী বুঝা উপ-প্রজাতি সৃষ্টিতে ভৌগোলিক অন্তরণের ভূমিকা লিখ।

০৬. প্রজাতিকরণ কি? প্রজাতি সৃষ্টিতে সিমপ্যাট্রিক ও অ্যালোপ্যাট্রিক আইসোলেশনের ভূমিকা লিখ।

অথবা, সিমপ্যাট্রিক ও আলোপ্যাট্রিক স্পেসিয়েশন এর মাধ্যমে কিভাবে প্রজাতির উদ্ভব ঘটে?

অথবা, সিম্প্যাট্রিক প্রজাতি সৃষ্টি সম্পর্কে লিখ।

অথবা, উদারহণসহ Sympatric Allopatric Speciation বর্ণনা কর।

Read more: