উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি । ৭ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি । ৭ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায়(০৭)উদ্যানজাত উদ্ভিদের বংশবৃদ্ধি HORTICULTURAL PROPAGATION
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. উদ্যানজাত উদ্ভিদের বংশ বিস্তারের পদ্ধতি কয়টি?
উত্তর : তিনটি। যথা- ১. অঙ্গজ, ২. যৌন ও
৩. এপোমিক্সিস।
০২. কন্দের মাধ্যমে বংশ বিস্তার হয় কোন উদ্ভিদে?
উত্তর : পেঁয়াজ, ওল, টিউলিপ, কলা, মুখীকচু ইত্যাদি ।
০৩.কাটিং এর মাধ্যমে কোন কোন উদ্ভিদে বংশ বিস্তার হয়?
উত্তর : লেবু, আঙ্গুর, ডালিম, আপেল, রঙ্গন ইত্যাদি।
০৪. চোখ কলমের সাহায্যে বংশবিস্তার হয় কোন কোন উদ্ভিদে?-
উত্তর : আম, ওয়ালনাট, আঙ্গুর, পিকাননাট, গোলাপ,
পীচ ইত্যাদি।
০৫. কাটিং বা ছেদ কলম কী?
উত্তর : কাঙ্ক্ষিত উদ্ভিদের কাণ্ড, মূল বা পাতা কেটে পৃথক
করে উপযুক্ত পরিবেশে বা মাধ্যমে স্থাপন করে হুবহু মূল বা
মাতৃ উদ্ভিদের অনুরূপ বৈশিষ্ট্য যুক্ত নতুন গাছ উৎপাদনের
প্রক্রিয়াকে ছেদন (Cutting) বা ছেদ কলম বলা হয় ।
০৬. কাটিং (Cutting) -এর উপযুক্ত সময় কখন?
উত্তর : বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত কাটিং এর উপযুক্ত সময়।
০৭. কাটিং (Cutting) কত প্রকার ও কী কী?
উত্তর : তিন প্রকার। যথা : (i) Leaf cutting, (ii) Stem
cutting, (iv) Root cutting.
০৮. পাতা কাটিং (Leaf cutting) কী?
উত্তর : বিভিন্ন গাছ হতে সম্পূর্ণ পাতা বা পাতার কোনো
অংশ বিচ্ছিন্ন করে যে ধরনের কলম তৈরি করা হয় তাকে
Leaf cutting বলে।
০৯. মূল কাটিং (Root cutting) কোন কোন উদ্ভিদে করা হয়?
উত্তর : বেল, পেয়ারা, লেবু, আপেল ইত্যাদি ।
১০.দাবা কলম কাকে বলে?
অথবা, দাবা কলম বা লেয়ারিং (Layering) কী?
উত্তর : মাতৃ উদ্ভিদের সাথে সংযুক্ত থাকা অবস্থায় মূল
উৎপাদনের মাধ্যমে যে নতুন উদ্ভিদ জন্মনো হয় তাকে
দাবা কলম বা লেয়ারিং বলে।
১১. দাবা কলমের পদ্ধতিগুলো কী কী?
উত্তর : দাবা কলমের পদ্ধতিগুলো হলো- সরল দাবা
কলম, গুটি কলম, যৌগিক দাবা কলম, চূড়া দাবা কলম,
সর্পিল দাবা কলম ইত্যাদি।
১২. জোড় কলম বা গ্রাফটিং (Grafting) কী?
উত্তর : দুটো গাছকে জোড়া লাগিয়ে একটি নতুন গাছ
তৈরি করার পদ্ধতিকে জোড় কলম বলে ।
১৩. · জোড় কলমের পদ্ধতিগুলো কী কী?
উত্তর : জোড় কলমের পদ্ধতিগুলো হলো- সংযুক্ত জোড়
কলম, বিযুক্ত জোড় কলম, শীর্ষ শাখা জোড় কলম,
জিহবাকৃতি সংযুক্ত জোড় কলম, অঙ্কুর জোড় কলম ইত্যাদি ।
১৪. সায়ন কী?
অথবা, সায়ন কাকে বলে?
উত্তর : গ্রাফটিং এর সময় কাঙ্ক্ষিত ডাল বংশবিস্তারের
জন্য ব্যবহার করা হয়, তাকে সায়ন বলা হয়।
১৫. চোখ কলমের পদ্ধতিগুলো কী কী?
উত্তর : চোখ কলমের পদ্ধতিগুলো হলো- আকৃতি কলম
পদ্ধতি, কুচি কালি পদ্ধতি, বলয়-কুড়ি পদ্ধতি, তালি' চোখ
কলম, পদ্ধতি ইত্যাদি।
DAR (১৬) গমের দুটি উন্নতজাতের নাম লেখ।
অথবা, গুটি কলম বা রায়ব কলম (Goottee or
Airlayering) কাকে বলে?
উত্তর : যেকোনো গাছের ছালের অংশ উঠিয়ে জৈবসার
গুটি আকারে বেঁধে দিয়ে পরে তা গুটিসহ কর্তন করে
মাটিতে বপন করার পদ্ধতিকে গুটি কলম বলা হয়।
১৭. প্রুনিং করার কৌশলগুলো কী কী?
অথবা, ছাঁটাইকরণ কৌশলসমূহ কী কী?
উত্তর : প্রুনিং করার কৌশলগুলো হলো- ফুল ও ফল
ছাঁটাই, পাতা ছাটাই, মূল ছাঁটাই, মৃত ও রোগাক্রান্ত শাখা
ছাঁটাই, ক্ষুদ্রশাখা ছাঁটাই ইত্যাদি ।
১৮. বাডিং (Budding) কী?
উত্তর : কোনো ভাল গাছের পুষ্ট মুকুল অপর একটি গাছের শাখা
বা কাণ্ডে প্রবিষ্ট করে দেবার পদ্ধতিকে (Budding) বলে।
১৯. প্রুনিং (Pruning) কী?
অথবা, ছাঁটাইকরণ কী?
উত্তর : ফুল ও ফলের উন্নতিকল্পে গাছের অংশকে কেটে
বাদ দেবার প্রক্রিয়াকে ছাঁটাইকরণ বা Pruning বলে।
২০.থিনিং (Thining) কী?
অথবা, গাছ পাতলাকরণ বলতে কী বুঝ?
উত্তর : বাগান বা উদ্যানে জন্মানো অপরিণত গাছ কেটে
বা তুলে ফেলে দেওয়াকে থিনিং (Thining) বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
১. জোড় কলম বলতে কী?
অথবা, গ্রাফটিং কাকে বলে ।
০২.বাডিং বা চোখ বলতে কী বুঝ?
০৩.উদ্ভিদের বংশ বৃদ্ধিতে ‘কাটিং' পদ্ধতি সম্পর্কে লিখ ।
০৪.Grafting ও Budding এর মধ্যে পার্থক্য লিখ।
অথবা, গ্রাফটিং ও বার্ডিং-এর মধ্যে পার্থক্য লিখ ।
০৫.অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
অথবা, অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা লেখ ।
অথবা, হর্টিকালচারাল উদ্ভিদের অঙ্গজ উপায়ে বংশ বৃদ্ধির সুবিধা-অসুবিধাসমূহ উল্লেখ কর।
০৬.দাবা কলম পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ
০৭। কাটিং ও বার্ডিং এর মধ্যে পার্থক্য লেখ। উ :
অথবা, কাটিং ও বাডিং-এর মধ্যে পার্থক্য কর ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions )
০১.উদাহরণসহ হর্টিকালচারাল উদ্ভিদের বংশ বৃদ্ধির বিভিন্ন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
০২.বাডিং বা চোখ কলম -এর বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
০৩.বিভিন্ন প্রকার দাবা কলমের বর্ণনা দাও।
অথবা, দাবা কলম কাকে বলে? বিভিন্ন প্রকার দাবা কলমের সচিত্র বর্ণনা দাও।
অথবা, লেয়ারিং বা দাবা কলম কী? বিভিন্ন প্রকারে লেয়ারিং পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
অথবা, উদ্ভিদের বংশবৃদ্ধিতে ‘লেয়ারিং এর বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর ।
০৪.যেকোনো দুটি জোড়কলম পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
অথবা, জোড় কলম কী? জোড় কলমের বিভিন্ন পদ্ধতি চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।
অথবা, জোড়কলমের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
অথবা, জোড়কলম কী? উদ্ভিদের বংশবৃদ্ধিতে গ্রাফটিং বা জোড়কলম-এর তিনটি পদ্ধতি চিত্রসহ বর্ণনা
অথবা, জোড়কলম বলতে কী বুঝ? যেকোনো দুটি জোড়কলম পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।
০৫.টীকা লিখ :
(ক) কাটিং (Cutting);
(খ) গ্রাফটিং বা জোড় কলম (Grafting);
(গ) থিনিং (Thining);
(ঘ) দাবা কলম (Layering);
(ঙ) গুটি কলম বা বায়বকলম পদ্ধতি (Goottee or Air Layering);
(চ) বাডিং বা চোখ কলম বা কুঁড়ি কলম (Budding);