মৌ-পরাগরেণুবিদ্যা।৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
মৌ-পরাগরেণুবিদ্যা।৩য় অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. মৌ-পরাগরেণুবিদ্যা (Melissopalynology) কি?
উত্তর: পরাগরেণু বিজ্ঞানের যে শাখায় মধু, মৌমাছি ও উদ্ভিদ সম্পর্ক এবং পতঙ্গ খাদ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে মৌ-পরাগরেণুবিদ্যা (Melissopalynology) বলে।
০২.মৌ-রুটি ('Bee-bread') কি?
উত্তর: মৌমাছি সংগৃহীত পরাগ চাকের কক্ষগুলোতে প্রবেশ করিয়ে সেগুলো দিয়ে মৌরুটি তৈরি করে যাঁকে 'Bee-bread" বলে।
০৩. পুষ্টিমান অনুযায়ী পরাগকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তর: চার ভাগে। যথা- (i) উচ্চ পুষ্টিমান; (ii) মধ্যম পুষ্টিমান; (iii) মোটামুটি পুষ্টিমান ও (iv) নিম্ন পুষ্টিমান।
০৪-মৌ-উদ্ভিদ (Bee-plant) কি?
উত্তর: মৌমাছি যেসব উদ্ভিদের পুষ্পরস বা পরাগ বা উভয়ই সংগ্রহ করে তাকে মৌ-উদ্ভিদ (Bee-Plant) বলে।
০৫. মৌমাছি কোন ধরনের জীব?
উত্তর: মৌমাছি এক প্রকার, সুশৃঙ্খল সামাজিক জীব যা Apidae গোত্রের Apinae উপগোত্রের অন্তর্ভুক্ত।
০৬. মৌ-উদ্ভিদের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: মৌ-উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো- (১) ফুল মিষ্টি গন্ধ ছড়াবে। (২) ফুলে পুষ্প হয়ে থাকবে।
০৭. মধু (Honey) কি?
উত্তর: মৌমাছি ফুলে ফুলে ঘুরে যে সুমিষ্ট পুষ্পরস সংগ্রহ করে তা তাদের পাকস্থলীতে যেয়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এসব অতিরিক্ত উপাদান সেখান থেকে বের করে চাকে সংগ্রহ করে রাখে। প্রক্রিয়াকৃত এই বিশেষ রূপান্তরিত খাদ্যরসকে মধু (Honey) বলে।
০৮. মৌ-উদ্ভিদের ব্যবস্থাপনার কৌশলগুলো কি কি?
উত্তর: (ক) মৌমাছির বিচরণক্ষেত্রের ব্যবস্থাপনা, (খ) মৌ- বিচরণ ক্ষেত্রের ক্ষমতা মূল্যায়ন, (গ) মৌ উদ্ভিদের পুঞ্জিকা তৈরি ও (ঘ) মৌ-বিচরণ উদ্ভিদের ক্ষমতা বৃদ্ধিকরণ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১-মৌ-উদ্ভিদের পঞ্জিকা সম্পর্কে লিখ।
০২-মৌ-উদ্ভিদের ব্যবস্থাপনার বিষয়গুলো কি কি?
০৩ -মেলিসোপ্যালিনোলজির সাথে মৌমাছির সম্পর্ক কি?
08-মৌ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। মৌ-উদ্ভিদের বৈশিষ্ট্য
০৫- মৌমাছির ভাষা-নৃত্য সম্পর্কে লিখ।
০৬-মধু পরাগের খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে লিখ।
০৭-পরাগলোড কী? পরাগলোডের ভৌত বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১- কোন অঞ্চলের মৌ-উদ্ভিদ ফ্লোরা কিভাবে শনাক্ত করা হয় লিখ।
০২. তুমি কিভাবে Bae flora শনাক্ত করবে এবংকিভাবে Bec flora ক্যালেন্ডার তৈরি করবে?
০৩. মৌ-উদ্ভিদের ব্যবস্থাপনা কি? কোন অঞ্চলের মৌ-উদ্ভিদের ব্যবস্থাপনায় কি কি বিষয় সম্পন্ন করা হয় তা লিখ।
08-মৌমাছি পালনের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে আলোচনা কর।
০৫-মধুর মান নির্ণয়ে পরাগের ভূমিকা বর্ণনা কর।
(ক) পরাগলোড কী?
(খ) মেলিসোপ্যালিনোলজি;
(গ) পরাগ লোড;
(ঘ) মধুতে চিহ্নিত পরাগ।
Read more:2nd chapter