আয়ন পরিবহণের গতিপথ (Pathways of Translocation of Ions)।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আয়ন পরিবহণের গতিপথ (Pathways of Translocation of Ions)।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

আয়ন পরিবহণের গতিপথ (Pathways of Translocation of Ions)।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
আয়ন পরিবহণের গতিপথ (Pathways of Translocation of Ions)।৩য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৩ আয়ন পরিবহণের গতিপথ (Pathways of Translocation of Ions)

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

০১. আয়ন/লবণ পরিবহন কি?

উত্তর: যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল কর্তৃক শোষিত আয়ন শোষণ অঞ্চল থেকে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত উদ্ভিদের উচ্চতম অংশে অর্থাৎ বিপাকীয় অঞ্চলে উত্থিত হয় তাকে আয়ন পরিবহণ বলে।

০২. Apoplastic গতিপথ বা Pathway কি? 

উত্তর: (Apo- without, Plastic Cytoplasm) সাইটোপ্লাজম ছাড়া আয়ন কোষ প্রাচীর অথবা আন্তঃকোষীয় ফাঁকের মধ্য দিয়া পার্শ্বীয়ভাবে পরিবাহিত হলে তাকে আয়ন পরিবহণের Apoplastic গতিপথ বা Pathway বলে।

০৩.সিমপ্লাস্টিক গতিপথ কী?

উত্তর: (Sym-Together, Plastic Cytoplasm) অর্থাৎ, উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত আয়ন পার্শ্বীয়ভাবে সাইটোপ্লাজমের মধ্য দিয়ে যে পথে পরিবাহিত হয় তাকে Symplastical গতিপথ বা Pathway বলে

 ০৪. উদ্ভিদ আয়ন পরিবহণে Craft ও Broyer মতবাদ লিখ।

উত্তর:পার্শ্বীয়ভাবে আয়ন পরিবাহিত হয়ে জাইলেমে প্রবেশের সময় বাধার সম্মুখীন হয়। এই বাধা অতিক্রম করে আয়ন কিভাবে জাইলেমে প্রবেশ করে সে সম্পর্কে Craft এবং Broyer (১৯৩৮) একটি হাইপোথিসিস প্রদান করেন। তাদের নামানুসারে এই হাইপোথিসিস Craft এবং Broyer এর হাইপোথিসিস নামে পরিচিত।

০৫. আয়ন পরিশোষণে কেমিঅসমোটিক মতবাদ লিখ।

 উত্তর: Chemi-Osmotic মতবাদে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে আয়ন পরিশোষণের প্রধান অংশ হিসেবে কাজ করে। কিন্তু গহবর যুক্ত কোষে এই পদ্ধতি চিহ্নিত করা কঠিন। এতে বুঝা যায় যে, আয়ন পরিশোষণে একটি পদ্ধতি নয়, বরং একাধিক পদ্ধতি অংশ গ্রহণ করে।

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

 ০১. আয়ন পরিবহণ বলতে কি বুঝ? 

০২.সিমপ্লাস্টিক ও অ্যাপোপ্লস্টিক গতিপথের উদাহরণসহ সংজ্ঞা দাও। 

০৩. সিমপ্লাস্টিক ও অ্যাপোপ্লাস্টিক পথের মধ্যে পার্থক্য লিখ। 

০৪.অ্যাপোপ্লাস্টিক গতিপথের বর্ণনা দাও।

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১. আয়ন পরিবহণে Apoplastie ও Symplastic গতিপথ বর্ণনা কর। 

০২.মূলরোম দ্বারা কিভাবে আয়ন শোষণ ও পরিবহণ ঘটে তা বর্ণনা কর। 

০৩.উদ্ভিদের আয়ন পরিবহণের বিভিন্ন পদ্ধতি বা মতবাদ বর্ণনা কর। 

০৪. আয়ন পরিশোষণে কেমি-অসমোটিক মতবাদ আলোচনা কর। 

০৫.আয়ন পরিবহণের Crafts এবং Broyer এর অনুকল্প বর্ণনা কর। 

Read more:2nd chapter