বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৪ বায়ু পরাগরেণুবিদ্যা
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. বায়ু পরাগরেণুবিদ্যা (Aeropalynology) কি?
উত্তর: যেসব পরাগরেণু ভাসমান অবস্থায় বাতাস থেকে সংগ্রহ করে তাদের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাকে বায়ু পরাগরেণুবিদ্যা (Aeropalynology) বলে। ০০
০২. বায়ু পরাগ বিজ্ঞানের সাথে বিজ্ঞানের কোন কোন শাখা সম্পৃক্ত?
উত্তর: পরিবেশ বিজ্ঞান, জীব-রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, প্রত্নবিজ্ঞান ও জীবপ্রযুক্তি প্রভৃতি।
০৩-বাতাস যে জীবাণুর বাহক সেটা কে প্রমাণ করেন?
উত্তর: লুই পাস্তুর ১৮৬১ সালে।
০৪. বাতাসে পরাগ ভেসে থাকার নিয়ামকগুলো কি কি?
উত্তর: পরাগের বাহ্যিক বৈশিষ্ট্য, পরিবেশগত বায়ু চরিত্র, ০ তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও বায়ুর চলন, বায়ুর গতিবেগ ও প্রবাহের দিক প্রভৃতি।
০৫- বায়ু বাহিত পরাগ সংগ্রহের পদ্ধতিগুলো কি?
উত্তর: (i) মধ্যাকর্ষণ স্লাইড পদ্ধতি,
(ii) গ্রেগরি স্যাম্পার পদ্ধতি ও
(iii) ব্রু কার্ড স্যাম্পার পদ্ধতি।
০৬-পরাগ পঞ্জিকা কিভাবে তৈরি করা হয়?
উত্তর: স্বল্প সময়ের ব্যবধান ও সারাদিনের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করে মাস তথা বছর শেষে বা কয়েক বছরের উপাত্ত মিলিয়ে স্থানীয়ভাবে পরাগ পঞ্জিকা তৈরি করা হয়।
০৭-Aeropalynology গবেষণার সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?
উত্তর: Palaeoecology র।
০৮-Aeropalynology কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
উত্তর: কৃষি সম্পর্কিত, পরিবেশ সম্পর্কিত ও চিকিৎসা সম্পর্কিত।
০৯-বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে কোন রোগের সৃষ্টি হয়?
উত্তর: বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে এলার্জি রোগের সৃষ্টি হয়।
১০. এলার্জি কি?
উত্তর: এলার্জি এক প্রকার রোগ যা বিভিন্ন পরাগরেণুর সাহায্যে হয়ে থাকে।
১১. এলার্জি ঘটিত কয়েকটি রোগের নাম লিখ।
উত্তর: হে-জ্বর, আর্টিকারিয়া, একজিমা, অ্যাজমা ইত্যাদি।
১২. এলার্জি উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লিখ।
উত্তর: Oak, Pine, Juniper, Birch, Mapk, Colton wood ইত্যাদি।
১৩-পরাগ এলার্জি কী?
উত্তর: পরাগ এলার্জি, যা খড় জ্বর নামেও পরিচিত, এটি পরাগের প্রতি একটি সাধারণ অ্যালার্জির প্রতিক্রিয়া, এটি একটি সূক্ষ্ম পাউডার যা গাছপালা নিজেদের নিষিক্ত করার জন্য তৈরি করে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১.চিকিৎসা ক্ষেত্রে কিভাবে বায়ু পরাগের বিশ্লেষণ করা হয়।
০২-পরাগ এলার্জি সম্পর্কে লিখ।
০৩-বায়ু দূষণে পরাগরেণুর ভূমিকা সংক্ষেপে লেখ।
৪-পরাগরেণুর অঙ্গ সংস্থানিক ও জীবকৌলিক চরিত্র বর্ণনা কর।
০৫-বায়ুতে পরাগরেণু ভেসে থাকার মূলনীতিগুলো লিখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১- বায়ু পরাগের বিস্তারণের দূরত্ব ও আবহাওয়া সম্পর্কে আলোচনা কর।
০২-বায়ু পরাগরেণু বিজ্ঞান কি? এর মূলনীতিসমূহ আলোচনা কর।
০৩-বায়ু পরাগরেণু বিজ্ঞানের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে লিখ।
০৪-বায়ু পরাগবিদ্যাক কী?
০৫-পরাগ উৎপাদন ক্ষমতা?
০৬-বায়ু পরাগের বিস্তারণ?
Read more:3rd chapter