Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২৩)
পরীক্ষা অনুষ্ঠানের সময় ২০২৪ সাল । তোমাদের প্রস্তুতির জন্য এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সবার জন্য শুভকামনা
অনার্স প্রথমবর্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগ পরীক্ষা-২০২৩)
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
বিষয় কোড : 213001 (Microbiology)
সময়ঃ ৩ ঘণ্টা। পূর্ণমাণঃ ৬০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]
১. ক) জিনোফোর বলতে কী বুজ?
খ ) রোগের জীবানু তত্ত্ব বলতে কী বুজ?
গ) PSTV এর পূর্ণরুপ লিখ?
ঘ) ফাইটোপ্লাজমা কী?
ঙ) প্রিডেশন বলতে কী বুজ?
চ) মিথানোজেন কী?
ছ) ডিনাইট্রিফিকেশন কী?
জ) কলেরোজেন কী/
ঝ) কলিফর্ম ব্যাক্টেরিয়ার উদাহরন দাও?
ঞ) নিউমোনিয়া রোগের জীবাণূর নাম কী?
ট) একটি গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার নাম লিখ?
ঠ) ফ্লাজেলা কী?
খ-বিভাগ ১৫
২.প্রোটিষ্টা কিংডমের বৈশিষ্ট্য লিখ?
৩. ব্যাক্টেরিয়া ও মাইকোপ্লাজমা এর মধ্যে পার্থক্য লিখ?
৪. লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য লিখ?
৫. আর্কি ব্যাক্টেরিয়ার বৈশিষ্ট্য লিখ?
৬. অ্যাক্টিনোমাসিটিকে প্রেটো ছত্রাক বলা হয় কেন?
৭. পুষ্টির উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিন্যাস কর?
৮. নির্দিষ্ট জীবাণুর নামসহ মানুষের তিনটি রিকেটসিয়াজনিত রোগের নাম লেখ?
৯. ব্যাক্টেরিয়ার সিনেক্রোনাল বা সমকালীন বৃদ্ধি ব্যখ্যা কর?
গ-বিভাগ: ৩৫
১০. বংশগতীয় পুনঃবিন্যাস কী? ব্যাক্টোরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর?
১১. জীবনের উৎপত্তি ও সম্পর্কে লুই পাস্তুরের পরীক্ষা বর্ণনা কর?
১২. ব্যাক্টেরিয়ার বৃদ্ধি দশা লেখচিত্রসহ বর্ণনা কর?
১৩.শিল্পক্ষেত্রে অনুজীবের ভূমিকা বর্ণনা কর?
১৪. একটি RNA- ভাইরাস এর গঠন চিত্রসহ বর্ণনা কর?
১৫.যক্ষ্মা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ?
১৬. আন্তঃক্রিয়া কী? অণুজীবের বিভিন্ন ধরণের আন্তঃক্রিয়া বর্ণনা কর?
১৭. টীকা লিখঃ
ক) পাস্তুরাইজেশন, খ) ব্যাক্টেরিয়ার অন্তঃরেণু, গ) ভিরয়েডস
Read more:
Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৮)