Mycology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২৩)
পরীক্ষা অনুষ্ঠানের সময় ২০২৪ সাল । তোমাদের প্রস্তুতির জন্য এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সবার জন্য শুভকামনা
(অনার্স প্রথমবর্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগ পরীক্ষা-২০২৩)
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
বিষয় কোড : 213003 (Mycology)
সময়ঃ ৩ ঘণ্টা। পূর্ণমাণঃ ৬০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]
ক- বিভাগ :১০
১. ক) সিনোসাইটক মাইসেলিয়াম কি?
খ) প্লেকটেন কাইমার সংজ্ঞা দাও?
গ) প্রোলিফারেশন কী?
ঘ) আরগট কী?
ঙ) মাইকোবায়োন্ট কী?
চ) ফানজাই ইমপারফেক্টি কী?
ছ) ডলিপার সেপ্টাম কী?
জ) ডাইপ্লানেটিজম কী?
ঞ) কপ্লোফাইলাস ছত্রাক কী?
ট) প্লাজমোডিয়াম কী?
ঠ) একটি Yeast ছত্রাকের বৈজ্ঞানিক নাম লিখ?
খ-বিভাগ- ২০
২. স্লাইম মোল্ড ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ?
৩. Phtophthora- এর অযৌন জনন প্রক্রিয়া বর্ণনা কর?
৪. Penicillium- এর দৈহিক গঠন বর্ণনা কর?
৫.Ascomycetes - এর বৈশিষ্ট্য লিখ?
৬. প্যারাসেক্সুয়ালিটি কী?
৭.হস্টোরিয়া কী? ইহার গঠন বর্ণনা কর?
৮.ঔষধ উৎপাদনে ছত্রাকের ভূমিকা লিখ?
৯.মাইকোরাইজা এর কাজ আলোচনা কর?
গ-বিভাগ; ৩৫
১০. ছত্রাকের পুষ্টি সম্পর্কে আলোচনা কর?
১১. C.J. Alexopolus ও C.W. Mims প্রদত্ত ছত্রাকের শ্রেণিবিন্যাস বর্ণনা কর?
১২.চিত্রসহ বিভিন্ন প্রকার প্লাজমোডিয়ার বর্ণনা কর?
১৩. Synchytrium - এর যৌন জননের সচিত্র বর্ণনা কর?
১৪. Ascomycetes - শ্রেণির ছত্রাকের বিভিন্ন প্রকার Ascocarp এর বর্ণনা কর?
১৫.লাইকেন কী? থ্যালাসের গঠন ও বাসস্থানের উপর ভিত্তি করে লাইকেনের শ্রেণিবিন্যাস কর?
১৬. ক) ক্ল্যাম্প কানেকশন এর বর্ণনা কর?
খ) Candida- এর অর্থনৈতিক গুরুত্ব লিখ?
১৭. নিম্নলিখিতগুলো শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও-
ক) Mascrophomina- এর অযৌন রেণু।
খ) Fusarium- এর অযৌন রেণু।
গ) Alternaria-এর অযৌন রেণু।
ঘ) Ascobolus- এর ফলদেহ।