Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২০)

Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২০)

Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২০)
Microbiology প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স প্রথম বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২০)

(অনার্স প্রথমবর্ষ উদ্ভিদবিজ্ঞান  বিভাগ পরীক্ষা-২০২০) 
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 
বিষয় কোড : 213001 (Microbiology)
সময়ঃ ৩ ঘণ্টা।  পূর্ণমাণঃ ৬০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]                           

ক-বিভাগ-১০


১.ক)কে সর্বপ্রথম স্বঃতস্ফূর্ত মতবাদের বিরোধিতা করেন?

  খ) PPLO বলতে কী বুঝায়?

  গ) একটি একসূত্রক DNA –কে  ভাইরাসের উদহারন দাও?

  ঘ)জিনোফার কী?

  ঙ)কে সর্বপ্রথম টোবাকো মোজাইক ভাইরাস বিচ্ছিন্ন করতে সক্ষম হন?

  চ) প্লিওমরফিজম কী?

  ছ) Penicillia এর উৎস কী?

  জ)BSE – এর পূর্ণরুপ কী?

  ঝ) ব্যাকটেরিয়া অন্তঃরেনু কী?

  ঞ) ব্যাকটেরিয়ার বৃদ্ধি দশাগুলো কী কী?

  ট) অ্যাকটিনোরাইজা কী?

  ঠ) ধনুষ্টংকার রোগের জীবাণুর নাম লিখ?

                                                 খ-বিভাগ-২০

২. অনুজীববিজ্ঞানের এডওয়ার্ড জেনারের অবদান উল্লেখ কর?

৩. শ্রেণিবিন্যাসের তিন ডোমেইন পদ্ধতি বর্ণনা কর?

৪. প্রিয়ন আবিষ্কারের ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর?

৫. আর্কিয়া ও ইউব্যাক্টেরিয়ামের মধ্যে পার্থক্য লিখ?

৬. কোষের আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর?

৭. ব্যাকটেরিয়া ও অ্যাকটিনোমাইসেটিস এর মধ্যে তুলণামূলক সংক্ষেপে আলোচনা কর?

৮. চিহ্তি চিত্রসহ একটি উদ্ভিদ ভাইরাসের গঠন বর্ণনা কর?

৯. ব্যাকটেরিয়া কোষের সংখ্যাবৃদ্ধির একটি কার্যকর পদ্ধতি বর্ণনা কর?

                                                   গ-বিভাগ:৩৫

১০. কৃষি ও শিল্পক্ষেত্রে অনুজীববিজ্ঞানের ভূমিকা উল্লেখ কর?

১১. চিত্রসহ  ফাজ ভাইরাসের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর?

১২. স্বতঃস্ফূর্ত মতবাদ কী? কিভাবে স্বতঃস্ফর্ত উদ্ভব এবং অসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর?

১৩. অনুজীবের জেনারেশন টাইম বলতে কী বুজ? ব্যাক্টেরিয়ার জেনারেশন টাইম নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর/

১৪.বংশগতীয় পুনবিন্যাস কী? ব্যাকটেরিয়ার কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর?

১৫.কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু, অনুজীবের নাম, লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা লিখ?

১৬. অ্যান্টাগোনিজমের সংজ্ঞা দাও? অনুজীবের বিভিন্ন ধরণের অ্যান্টাগনিজমের বর্ণনা দাও?

১৭.টীকা লিখ:

    ক) ব্যাকটিরিওফাজ

    খ) মিথোজীবিতা

    গ) অণুজীববিজ্ঞানের জনক