প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট ২০২৫-২০২৬

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য এখানে ৩০০টি নোট উত্তরসহ অনুশীলনের জন্য দিলাম যার বেশির ভাগই বোর্ড প্রশ্নের আলোকে। তাই গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি অনুসরণ করো।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট ২০২৫-২০২৬
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট ২০২৫-২০২৬

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

সর্বপ্রথম Porifera (পরিফেরা) পর্বটির নামকরণ করেন -Robert Grant,১৮৩৬ সালে।

প্রাচীনতম ও সরল প্রকৃতির প্রাণী – Porifera পর্বের প্রাণী।

Cnidaria (নিডারিয়া) পর্বের প্রাণীর দেহপ্রাচীর – দ্বিম্ভরী কোষযুক্ত ৰা ডিপ্লোব্লাস্টিক।

নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (Stinging organelles) হচ্ছে – নেমাটোসিস্ট।

সিলেন্টেরন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে – নিডারিয়া পর্বের প্রাণীদের।

নিডারিয়া পর্বের সদস্যদের মৌলিক একক– পলিপ ও মেডুসা।

দেহতৃক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত – প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের।

রক্তসংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত – প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের।

সুতা কৃমি বা গােল কৃমি নামে পরিচিত – Nematoda পর্বের প্রাণীগুলো ।

প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

অপ্রকৃত সিলােমেট প্রাণীর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি – নেমাটোড প্রাণীরা।

নেমাটোডা পর্বের প্রাণীরা – অ্যাডােসিলােমেট ও অখণ্ডকায়িত।

শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত – নেমাটোডা পর্বের প্রাণীদের।

প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব – Mollusca (মলাস্কা) ।

ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগাে – Mollusca পর্বের সদস্য।

হিমােসায়ানিন ও অ্যামিবােসাইট কণিকা থাকে – Mollusca পর্বের প্রাণীদের রক্তে।

Annelida পর্বের প্রাণীদের দেহ – কিউটিকলে আবৃত।

ও Annelida পর্বের প্রাণীদের চলন অঙ্গ – কাইটিনময় সিটি বা পেশল প্যারাপােডিয়া।

Annelida পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র – বদ্ধ প্রকৃতির, রক্তের বর্ণ লাল।

Arthropoda পর্বের নামকরণ করেন -Von Siebold, ১৮৪৮ সালে।

প্রাণিজগতের বৃহত্তম পর্ব – Arthropoda (আথ্রোপােডা)।

Arthropoda -র সিলােম সংক্ষিপ্ত ও অধিকাংশ দেহগহ্বর রক্তে পূর্ণ – হিমােসিল।

Arthropoda পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র – উন্মুক্ত।

ও Arthropoda পর্বের প্রাণীদের রেচন অঙ্গ – ম্যালপিজিয়ান নালিকা।

Echinodermata পর্বের নামকরণ করেন – Jacob klein,১৭৩৪ সালে।

ও Echinodermata পর্বের শনাক্তকৃত জীবের প্রজাতির সংখ্যা – ৭,৫৫০ টি।

Echinodermata প্রাণীর দেহের মৌখিক তলে – পাঁচটি অ্যাম্বুল্যাক্রাল খাদ উপস্থিত।

ও Echinodermata -র চলন অঙ্গ – টিউব ফিট।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

Hickman et al. (2008) অনুসারে প্রাণিজগতে সর্বমােট পর্ব – ৩৩টি।

প্রাণিজগতে বিদ্যমান পর্বের মধ্যে কর্ডাটা জাতীয় পর্ব – ১টি।

R.H. Whittaker জীবের -৫ রাজ্য বা জগৎ শ্রেণিবিন্যাস করেন।

সাগর পাখা বলা হয় – Cnidaria পর্বের গর্গনিয়াকে।

Platyhelminthes পর্বের প্রাণীদের বলা হয় – চ্যাপ্টাকৃমি (flat worm)।

প্রথম টি-অঙ্গ মাত্রার গঠন দেখা যায় – Platyhelminthes পর্বে।

Nematoda পর্বের নামকরণ করেন – Gegenbaur (1851)।

Nematoda পর্বের প্রাণীদের সাধারণ নাম – সুতাকৃমি বা গােলকৃমি।

গােলকৃমির লার্ভা দশার নাম – র্যাবডিটিফর্ম।

Mollusca পর্বের নামকরণ করেন – Jonston (1650)।

Annelida পর্বের নামকরণ করেন – Lamark (1809)

Annelida পর্বের প্রাণীদের বলা হয় – Ringed worms” বা অঙ্গুরিমাল।

সম্পূর্ণ খণ্ডকায়ন দেখা যায় – Annelida পর্বের প্রাণীদের।

চলন অঙ্গ সিটা বা প্যারাপােডিয়া দেখা যায় – Annelida পর্বের।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

এ. কোষীয় সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? উ: Porifera পর্বের

৫. কোষ-কলা সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? উ: Cnidaria পর্বের

৭. কলা-অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কোন পর্নে অন্তর্ভুক্ত? উ: Platyhelminthes পর্বে

৫. কোন প্রাণীতে সর্বদা দৈহিক অপ্রতিসাম্যতা দেখা যায়? উ: Porifera (স্পঞ্জ)

প্র. প্রকৃতিতে নন-কর্ডাটা প্রাণীর সংখ্যা কত শতাংশ? উ: প্রায় 95-97%

৫. কোন পর্বের প্রাণীর সাধারণ নাম স্পঞ্জ? উ: Porifera

প্র. কোন পর্বের প্রাণীদের Zoophyta বলা হয়? উ: Porifera

প্র. অ্যাম্ফিাস্টুলা ও প্যারেনকাইমুলালার্ভা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? উ: Porifera

প্র, নালিতন্ত্র কোন পর্বের প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য? উ: Porifera

প্র. বাথম্পঞ্জ-এর বৈজ্ঞানিক নাম কী? উ: Euspongia officinalis

প্র. Porifera পর্বের প্রাণীদেহে বিদ্যমান ছিদ্রসমূহের নাম কী? উ: অস্টিয়া

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

প্র. কোন প্রাণীতে গেমিউল সৃষ্টির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে?

উ: পরিফেরা পর্বের প্রাণীতে

প্র, মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ নামে পরিচিত কোন প্রাণী? উ: Chalina oculata

Cnidaria পর্বের নামকরণ করেন কোন বিজ্ঞানী? উ: Hatschek (1888)

প্র. সামুদ্রিক জীব প্রজাতির প্রায় 25% পাওয়া যায় কোথায়?

উ: প্রবাল ও প্রবাল প্রাচীরে

কোন পর্বের প্রাণী কাইটিন ও চুন নির্মিত প্রবাল গঠন করে? উ: Cnidaria

প্র. প্রবালের প্রধান উপাদান কী? উ: কাইটিন ও চুন

প্র, সিলেন্টেরন ও নিডােব্লাস্ট পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

এ, জেলিফিশ ও ব্রেইন কোরাল কোন পর্বের প্রাণী? উ: Cnidaria

প্র, পলিপ ও মেডুসা দশা বিদ্যমান কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

প্র, মেটাজেনেসিস দেখা যায় কোন পর্বের প্রাণীতে? উ: Cnidaria

প্র, পর্তুগীজ যুদ্ধ মানব বলা হয় কোন প্রাণীকে? উ: Physalia physalis

প্র, ব্রেইন কোরাল বলা হয় কোন প্রাণীকে? উ: Meandrina meandrites

প্র. কোন পর্বের প্রাণীর রেচনতন্ত্রে শিখাকোষ থাকে? উ: Platyhelminthes

প্র. যকৃকৃমি ও ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? উ: Platyhelminthes

প্র. Nematoda পর্বের নামকরণ করেন কে? উ: Gagenbaur

প্র, সুতাকৃমি বা গােলকৃমি বলা হয় কোন পর্বের প্রাণীকে? উ: Nematoda

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

Chordata পর্বের নামকরণ করেন – Bateson, ১৮৮৫ সালে।

এবং Chordata পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা – ৬৮,৬২৬ টি।

Chordata -র গলবিলের নিচে – এন্ডােস্টাইল নামক অঙ্গ থাকে।

পাের্টালতন্ত্র বিদ্যমান – Chordata এর সংবহনতন্ত্রে ।

সেলুলােজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত – ইউরােকর্ডাটা এর দেহ।

Ascidiamentula, Molgula tubifera – Ascidiacea (অ্যাসিডিয়াসিয়া) শ্রেণির উদাহরণ।

Salpa maxima, Doliolumrarum – Thaliacea (থ্যালিয়েসিয়া) শ্রেণির অন্তর্গত।

Oikopleura dioica, Appendicularia -Larvacea (লার্ভেসিয়া) শ্রেণির অন্তর্গত।

Gnathostomata (ন্যাথােস্টোমাটা) শ্রেণির প্রাণীকে ভাগ করা হয় – ৭টি শ্রেণীতে।

Gnathostomata -র প্রথম শ্রেণি – Chondrichthyes.

Chondrichthyes এর অন্তঃকঙ্কাল – সম্পূর্ণ তরুণাস্থিময়।

Chondrichthyes এর পুচ্ছ পাখনা – হেটারােসার্কাল ধরনের।

Actinopterygii (অ্যাকটিনােপটেরিজি) এর পৌচ্ছিক পাখনা – হােমােসাকাল ধরনের।

পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছ বলে – Sarcopterygii শ্রেণিভুক্ত মাছকে।

Sarcopterygii এর লেজ – ডাইফিসার্কাল ধরনের।

Amphibia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – তিন প্রকোষ্ঠ বিশিষ্ট।

Aves শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

Mammalia শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড – চার প্রকোষ্ঠী।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

Cephalochordata পর্বের প্রাণীদের দেহের সামনে আবরণীয়ভাবে থাকে – ওরাল হুড

Cephalochordata -র ফুলকাগুলাে – অ্যাট্রিয়ামে উন্মুক্ত।

Vertebrata -র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ্ব – মস্তিষ্ক ও সুষুম্মাকাণ্ড গঠন করে।

Vertebrata -র গলবিলের উভয়পাশে ফুলকার থাকে – (৫-১৫) জোড়া।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

কর্ডেটের তৃতীয় উপপর্ব হচ্ছে – Vertebrata।

Myxini (মিক্সিনি) শ্রেণিভুক্ত মাছগুলাে পরিচিত – হ্যাগফিশ নামে।

PetromyZontida (পেট্রোমাইজনটিডা) শ্রেণিভুক্ত মাছগুলাে পরিচিত – ল্যামপ্রে নামে।

ল্যামপ্রের নাসিকা থলি উন্মুক্ত হয় – মুখবিবরে।

Chordata পর্বের প্রাণীদের জীবনে কতটি মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান – ৪টি (স্নায়ুরজ্জ্ব,

নটোকর্ড, গলবিলীয় ফুলকা রন্ধ্র ও পায়ু পশ্চাৎ লেজ)।

কর্ডেটদের হৃৎপিণ্ড দেহের – অঙ্কীয়তলে।

কর্ডেটদের রক্তসংবহনতন্ত্র কোন প্রকৃতির – বন্ধ প্রকৃতির।

সােলােনােসাইট কোষ সমৃদ্ধ প্রােটোনেফ্রিডিয়া প্রধান রেচন অঙ্গ- cepalochordata

Urochordata উপপর্বের প্রাণীদের কোন অংশে নটোকর্ড থাকে – লেজে।

Ascidia-র দেহে কী লার্ভা দশা বিদ্যমান – ট্যাডপােল।

Urochordate লার্ভার রূপান্তর কীরূপ ধরনের – Retrograssive ।

মায়ােটোম নামক পেশি দেখা যায় – Cephalochordata উপপর্বের প্রাণীতে।

Cephalochordata উপপর্বের প্রাণীদের মুখছিদ্র বেষ্টিত আবরণ হলাে – ওরলিহুড।

মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ – বৃক্ক বা কিডনি।

কোন শ্রেণির মাছগুলাে হ্যাগফিশ নামে পরিচিত – Myxini।

Myxini শ্রেণির প্রাণীদের মুখপ্রান্তে উপস্থিত কর্ষিকার সংখ্যা – ১-১৫ জোড়া।

Cephalaspidomorphi শ্রেণিভুক্ত মাছগুলাের সাধারণ নাম – ল্যমিগ্রে।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্র, মানুষ কোন শ্রেণিভুক্ত প্রাণী? উ: Mammalia।

এ. কোনটি Mammalia শ্রেণির উড়তে সক্ষম প্রাণী? উ: বাদুড়।

প্র, বাংলাদেশের জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কী? উ: Panthera tigris।

প্র. Mammalia শ্রেণিভুক্ত প্রাণীদের করােটিক স্নায়ু কত জোড়া? উ: ১২ জোড়া।

প্র. সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? উ: কচ্ছপ ।

প্র. কোন শ্রেণির পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল? উ: Sarcopterygii।

প্র. কোনটি প্রথম স্থলচর ও চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণীর শ্রেণি? উ: Amphibia |

৫. কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শ্বসন বিদ্যমান? উ: ব্যাঙ।

প্র. উভচরের পশ্চাৎপদে আঙুলের সংখ্যা কতটি? উ: ৫টি।

প্র, ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত? উ: ৪টি

৫. কুমিরের ত্বক কোন ধরনের আঁইশ দ্বারা আবৃত? উ: এপিডার্মাল।

প্র, কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী? উ: সাপ (Naja naja)।

প্র, গেছাে ব্যাঙের বৈজ্ঞানিক নাম কী? উ: Rana tytleri।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট (Animal Diversity and Classification Note for Medical HSC

প্র. Aves শ্রেণিভুক্তদের কোন পদ ডানায় রূপান্তরিত হয়? উ: অগ্রপদ।

প্র, বিবর্তনিক দিক থেকে সবচেয়ে আধুনিক কোন শ্রেণির প্রাণীরা? উ: Mammalia।

প্র. কোনটি স্তন্যপায়ীদের বক্ষ ও উদর গহ্বর কে পৃথক রাখে? উ: ডায়াফ্রাম।

প্র, সম্পূর্ণ চার প্রকোষ্ঠেবিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? উ: কুমির।

ব, কোনটি Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য? উ: গ্যানয়েড আঁইশ।

থ, লাংফিশ কোন শ্রেণির অন্তর্ভূক্ত? উ: Sarcopterygii।

ব, জীবিত মাছের কত ভাগ Actinopterygii শ্রেণিভুক্ত? উ: ৯৬%

থ, কোনটি রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ? উ: Actinopterygii।

ব, কোনটি পিণ্ডাকার পাখনাবিশিষ্ট মাছ? উ: Sarcopterygii

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট ২০২৫-২০২৬

প্রাণীর বিভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য 

প্রশ্ন ১। বাঘ ও সিংহের বৈশিষ্ট্যাবলির মধ্যে কোন পর্যায়ের ভিন্নতা বিরাজ করে? 
উ: আন্তঃপ্রজাতিক

প্রশ্ন ২। ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 
উ: ব্রাজিলের রিওডিজেনিরোতে। 

প্রশ্ন ৩। প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর বিভাজনকে কী বলে? 
উ:  প্রতিসাম্যতা।

প্রশ্ন ৪। শ্রেণিবিন্যাসের প্রধান একক কয়টি? 
উ: ৭টি। 

প্রশ্ন ৫। ICZN কোনটির সংক্ষিপ্ত রূপ? 
উ : International Code of Zoological Nomenclature.

প্রশ্ন ৬। ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী? 
উ: স্নেজেল । 

প্রশ্ন ৭। Cnidaria পরবর্তী সব পর্বের প্রাণী কোন ধরনের? 
উ: ট্রিপ্লোব্লাস্টিক । 

প্রশ্ন ৮। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে? 
উ: ভ্ৰূণস্তর। 

প্রশ্ন ১০। সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের? 
উঃ পঞ্চ-অরীয়। 

প্রশ্ন ১১। কবুতরের বৈজ্ঞানিক নাম কী? 
উ: Columba livia. 

প্রশ্ন ১২। কোন পর্বভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট? 
উ: Porifera. 

প্রশ্ন ১৩। কোন পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট? 
উ: Rotifera. 

প্রশ্ন ১৪। চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কী? 
উ: Loa loa. 

প্রশ্ন ১৫। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কী? 
উ: Tenualosa ilisha. 

প্রশ্ন ১৬। ঘাসফড়িং-এর দেহকে কয়টি অংশে বিভক্ত করা যায়? ৩টি

প্রশ্ন ১৭। তিন ট্যাগমাটাযুক্ত প্রাণী কোনটি? ঘাসফড়িং

প্রশ্ন ১৮। শ্রেণিবিন্যাসের নিম্নতম ও ক্ষুদ্রতম ধাপ কী? প্রজাতি

প্রশ্ন ১৯। কত সালে ICZN-এর নিয়মগুলো প্রথম প্রকাশিত হয়? ১৯০১

প্রশ্ন ৯। কঙ্কালতন্ত্র ও সংবহনতন্ত্র কোথা থেকে সৃষ্টি হয়? উঃ মেসোডার্ম। 

প্রশ্ন ২০। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় হবে? ল্যাটিন

প্রশ্ন ২১। Systema Naturae-গ্রন্থটির রচয়িতা কে? লিনিয়াস

প্রশ্ন ২৬। Scypha কোন পর্বের প্রাণী?  পরিফেরা

নন-কর্ডাটা (প্রধান পর্ব পর্যন্ত শ্রেণিবিন্যাস) 

প্রশ্ন ২২। কোন প্রাণীটিতে একই সাথে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান? উ: ইউগ্লেনা। 

প্রশ্ন ২৩। শ্রেণিবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটি? উ: Phylum. 

পরিফেরা 

প্রশ্ন ২৪। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? উ: Porifera.. 

প্রশ্ন ২৫। ‘পরিফেরা’ পর্বের অধিকাংশ প্রাণীর বাসস্থান কীরূপ? উ: সামুদ্রিক।

. প্রশ্ন ২৮। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা কোন পর্বের উ: Cnidaria

প্রশ্ন ২৭। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়?  উ: Cnidaria. 

প্রশ্ন ২৯। বহুরূপী সদস্যদের মৌলিক একক কী? উ: পলিপ ও মেডুসা। 

প্লাটিহেলমিনথেস 

প্রশ্ন ৩০। শিখাকোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? উ: Platyhelminthes. 

প্রশ্ন ৩১। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের জীবনচক্রে কোন লার্ভা দশাটি দৃশ্যমান? উ: Miracidium. 

নেমাটোডা 

প্রশ্ন ৩২। কোন পর্বের প্রাণীদের যৌন দ্বিরূপতা সুস্পষ্ট? উ: Nematoda. মোলাস্কা 

প্রশ্ন ৩৩। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে দ্বারা কী গঠিত হয়? উঃ খোলক । 

প্রশ্ন ৩৪। শামুকের দেহগহ্বর কীসে পরিণত হয়? উ: হিমোসিলে। 

প্রশ্ন ৩৫। র‍্যাডুলা কী দ্বারা নির্মিত? উ: কাইটিন । 

প্রশ্ন ৩৬। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?  এনিলিডা

প্রশ্ন ৩৭। প্যারাপোডিয়া কী? পেশল দপাশের পা

প্রশ্ন ৩৮। কেঁচোর বৈজ্ঞানিক নাম কী? উ: Metaphire posthuma. 

প্রশ্ন ৩৯। প্যারাপোডিয়া নামক চলনাঙ্গ কোন পর্বের বৈশিষ্ট্য? আনিলিডা

আর্থ্রোপোডা 

প্রশ্ন ৪০। প্রাণিজগতের বৃহত্তম পর্বের নাম কী? আর্থ্রোপোড়া

প্রশ্ন ৪১। চিংড়ি কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোড়া

প্রশ্ন ৪২ । চিংড়ির কাইটিন নির্মিত অঙ্গ কী? উ: বহিঃকঙ্কাল । 

একাইনোডার্মাটা 

প্রশ্ন ৪৩। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক? একাইনোডার্মাটা 

প্রশ্ন ৪৪। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? একাইনোডার্মাটা 

প্রশ্ন ৪৫ | Echinodermata শব্দের অর্থ কী?  কণ্টকদেহ প্রাণী

প্রশ্ন ৪৬। একাইনোমার্ডাটা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ কী? নালিকা পদ

প্রশ্ন ৫১। অ্যামোসিট কী? লার্ভা

প্রশ্ন ৫২। ক্লাসপার (Clasper) কী?  সঙ্গম অঙ্গ

প্রশ্ন ৫৩। গোখরা সাপের বৈজ্ঞানিক নাম কী?  Naja naja

উ: একাইনোডার্মাটা। উ: Echinodermata. উ: কণ্টকত্বক প্রাণী । 

 কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস) 

প্রশ্ন ৪৭। স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড পরিবর্তিত হয়ে কোনটি গঠন করে? উ: মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। 

প্রশ্ন ৪৮ । Chordata পর্বের প্রাণীরা কয়টি উপপর্বে বিভক্ত? উ: ৩টি। 

ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা 

প্রশ্ন ৪৯। ইউরোকার্ডাটা উপপর্বের প্রাণীদের কী নামে ডাকা হয়? 
উ: সাগর ফোয়ারা।

প্রশ্ন ৫০। অ্যাসিডিয়াসিয়া কলোনীর সদস্যরা কী দ্বারা পরস্পর যুক্ত  থাকে? 
উ: স্টোলন। 

প্রশ্ন ৫৪। হাঙ্গরের পুচ্ছ পাখনা কোন ধরনের?  উ: হেটারোসার্কাল। 

প্রশ্ন ৫৫। ‘রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ’ (Ray finned fishes) নামে পরিচিত কোন শ্রেণি? উ. Actinopterygii.

৫৬ সারাজীবন নটোকর্ড কাদের উ: সেফালোকর্ডাটা।

প্রশ্ন ৫৭। রুই মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত? উ. Actinopterygii.

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস নোট

Read More: Question Bank