Botany First-year Non-Major practical

Botany First year Non Major practical here given for Honours first year Non major Botany examinees.

Botany First year Non Major practical

গােত্র :Poaceae

barley (Hordeum vulgare); ভুট্টা (Zea mays)

নমুনা : Oryza sativa L. (ধান)

সাধারণ বৈশিষ্ট্যঃ

 1. পুষ্পমঞ্জরি : স্পাইকলেট, মঞ্জরিদণ্ডের উপর প্যানিকলের মতাে। প্রতিটি পুষ্টিকাতে 2টি মঞ্জরিপত্র থাকে, নিচের মঞ্জরিপত্রকে লেমা এবং উপরের মঞ্জরিপত্রকে প্যালিয়া বলে (লেমাতে শুঙ্গ থাকতে পারে।)
 2. পুষ্প : অবৃন্তক, একপ্রতিসম গর্ভপাদপুষ্পী।
 3. পুষ্পপুট : অতিক্ষুদ্র শল্কপত্রের মতাে, এদের লডিকিউল বলে।
 4. পুংস্তবক : পুংকেশর 6টি, 3টি করে 2 চক্রে সজ্জিত, ইনটোর্স, 2 প্রকোষ্ঠযুক্ত, সর্বমুখ।
 5. স্ত্রীস্তবক : গর্ভপত্র 1টি, গর্ভদণ্ড সংক্ষিপ্ত, গর্ভাশয় 1 প্রকোষ্ঠযুক্ত, ডিম্বক 1 টা।
 6. অমরাবিন্যাস : মূলীয়।
 7. ফল : ক্যারিওপসিস।
 8. বীজ : সস্যল।

পুষ্পসংকেত :

চিত্রঃ Poaceae (Oryza Sativa)

ক. উদ্ভিদ, খ. স্পাইকলেট, গ, স্ত্রীস্তবক, ঘ, লডিকিউল, ৬. লেমা প্যালিয়া, চ. পুংস্তবক

শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।

 1. ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
 2. সমান্তরাল শিরাবিন্যাস, মূল গুচ্ছাকার • • • • • • • ••• ••• Monocotyledons
 3. পুষ্পমঞ্জরি স্পাইকলেট ••• ••• ••• ••• • • • • • • ••• •• Glumaceae
 4. কাণ্ড সিলিন্ড্রিক্যাল, পুষ্পপুট লডিকিউল, ফল ক্যারিওপসিস … … …Poaceae
 5. স্পাইকলেট একক, ১ম ২য় গুম উপস্থিত Oryza-তাই নমুনাটি Oryza গণ
 6. শস্যের পরিমাণ বেশি ……………….. O. sativa
 7. তাই প্রদত্ত নমুনাটি Oryza sativa প্রজাতি।

উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Poaceae গােত্রভুক্ত।

Botany First year Non Major practical

গোত্রঃ Solanaceae

Solanum capsicoides (তিত বেগুন) , eggplant (Solanum melongena) , potato (Solanum tuberosum) , tomato (Solanum lycopersicum)

সাধারণ বৈশিষ্ট্য (General characters)

 1. উদ্ভিদ ও সাধারণত বীরুৎ বা গুল, কখনও ক্ষুদ্র বৃক্ষ বা রােহিনী।
 2. কাণ্ড: খাড়া, নরম, কখনও শক্ত ও কাষ্ঠল, কদাচিৎ কাটাযুক্ত।
 3. পাতা: সরল, একান্তর, পুষ্পমঞ্চরীর নিচে অভিমুখ, উপপত্রহীন, জালিকা শিরাবিন্যাস।
 4. পুষ্পমঞ্জরী: সাইমােস।
 5. ফুল: উভলিঙ্গ, সমাঙ্গ বহুপ্রতিসম, কখনও একপ্রতিসম, গর্ভপাদ, মঞ্জরীপত্রহীন।
 6. বৃতি: বৃত্যংশ ৫টি, যুক্ত, স্থায়ী, ও ভালভেট।
 7. দলঃ দল ও পাপড়ি ৫টি, যুক্ত, সাধারণত ফানেলাকৃতি (Datura metel) বা চক্ৰাকৃতি (Solanum), কখনও ঘণ্টাকৃতি (Physalis), পাপড়িবিন্যাস টুইস্টেড বা ইন্ত্রিকেট, কখনও ভালভেট।
 8. পুংস্তবকঃ পুংকেশর সাধারণত ৫টি, পাপড়ির সাথে একান্তর, কদাচিৎ ৪টি ও দীর্ঘদ্বয়ী বা ২টি, দললগ্ন, পরাগধানীঃ দ্বিকোষী, পাদলগ্ন।
 9. স্ত্রীস্তবকঃ গর্ভপত্র ২টি, যুক্ত গর্ভপত্রী, মাতৃ অক্ষের সাথে তির্যকভাবে অবস্থিত, গর্ভাশয় অধিগর্ভ, অমরাবিন্যাস অক্ষীয়।
 10. ফলঃ সাধারণত বেরী, কতিপয় ক্ষেত্রে ক্যাপসিউল।

পুষ্প সংকেতঃ

 1. বহুপ্রতিসম= ⊕
 2. উভয়লিঙ্গ =
 3. K(5) =বৃত্যাংশ পাঁচটি যুক্ত
 4. C(5) = পাপড়ি পাঁচটি যুক্ত
 5. A(5) = পুংস্তবকের পুংকেশর ৫টি যুক্ত এবং দলমন্ডল সংলগ্ন
 6. G(2) = স্ত্রীস্তবক এর গর্ভাশয় ২ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভাশয় অধিগর্ভ।
Floral formula of Solanaceae

শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।

 1. ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
 2. পাতা জালিকাকার শিরাবিন্যাস, মূল গুচ্ছাকার • • • • • • • ••• ••• Dicotyledons
 3. কাণ্ড খাড়া , নরম কখনও শক্ত, ফুল উভয়লিঙ্গ, ফল বেরি কিংবা ক্যারিওপসিস … … …Solanaceae
 4. সাইমোস পাপডি টুইস্টেড, ইম্ব্রিকেট কখনও ভাল্ভেট————-Solanum
 5. শস্যের পরিমাণ বেশি ……………….. S. nigrum
 6. তাই প্রদত্ত নমুনাটি Solanum nigrum প্রজাতি।

উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Solanaceae গােত্রভুক্ত।

Botany First year Non Major practical

গােত্র-Malvaceae

কয়েকটি উদ্ভিদের নামঃ okra(ঢেডস) , cotton(তুলা) , Terminalia catappa( কাঠ বাদাম)

সাধারণ বৈশিষ্ট্য (General Characters)

 1. উদ্ভিদ : বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; রােম ও মিউসিলেজ বা পিচ্ছিল রসযুক্ত।
 2. কাণ্ড : প্রায়ই কাষ্ঠল, তন্তযুক্ত তারকাকার, শঙ্কিত রােমযুক্ত।
 3. পাতা : সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত, জালিকা শিরাবিন্যাসযুক্ত।
 4. পুষ্পমঞ্জরী : প্রধানত নিয়ত বা সাইমােস, তবে প্রায়ই কাক্ষিক ও এককভাবে উৎপন্ন হয়।
 5. পুষ্প : একক, সুদর্শন, বৃহৎ, সমাঙ্গ, উভলিঙ্গ , উপবৃতি-যুক্ত, গর্ভপাদপুষ্পী।
 6. উপবৃতি : উপবৃত্যংশ ৩-১০টি, মুক্ত অথবা যুক্ত ।
 7. বৃতি : বৃত্যংশ ৫টি, যুক্ত বা মুক্ত, ভালভেট (প্রান্তস্পর্শী)।
 8. দলমন্ডল : পাপড়ি ৫টি, নিজেদের মধ্যে মুক্ত, কিন্তু তলদেশে পুংকেশরীয় নালি (staminal tube)- এর সাথে যুক্ত, টুইস্টেড (পাকানাে)।
 9. পুংস্তবক : পুংকেশর অসংখ্য , একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলাে যুক্ত হয়ে একটি ফাঁপা পুংকেশরীয় নালি সৃষ্টি করে, পরাগধানী বৃক্কাকার (reniform), একপ্রকোষ্ঠী; পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত।
 10. স্ত্রীস্তবক : গর্ভপত্র ১-২০ বা এর বেশি, সাধারণত ৫-১০টি, সংযুক্ত, গর্ভাশয় অধিগর্ভ, ১ বা বহুপ্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট; গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যার সমান, সংযুক্ত, গর্ভমুন্ডের সংখ্যা গর্ভদন্ডের সংখ্যার সমান, কখনও দ্বিগুণ। (Plagianthus গণে গর্ভপত্র ১টি বা ২টি , Abutilon গণে গর্ভপত্র ১৫-২০টি এবং Malva গণে গর্ভপত্র অনেক।)
 11. অমরাবিন্যাস : অক্ষীয়।
 12. ফল : ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প।
 13. বীজ : প্রায়ই রােমশ, সাধারণত সস্যল, সস্য তৈলাক্ত।

পুষ্প সংকেতঃ

শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণিগত অবস্থান/কারণসহ গোত্র পর্যন্ত শনাক্তকরণ।

 1. ডিম্বক গর্ভাশয়ের মধ্যে আবৃত ••• • • • • • • • • • ••• ••• Angiospermae
 2. জালিকাকার শিরাবিন্যাস, মূল প্রধান মূলতন্ত্র • • • • • • • ••• •••Dicotyledons
 3. পুষ্পমঞ্জরি নিয়ত এবং সাধারণত একক ••• ••• ••• ••• • • • • • • •Dicotyledoneae
 4. কচি কান্ডে তারকাকৃতির রোম থাকে এবং উদ্ভিদ বহুবর্ষজীবী, ফুল সবৃন্তক, ফল ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প … …Malvaceae
 5. পাপড়ি টুইস্টেড এবং পরাগধানী বৃক্কাকার, গর্ভাশয় অধিগর্ভ —–Hisbiscus
 6. পরাগরেনু বড় ও কন্টকিত, উপপত্র বিদ্যমান ……………….. H. rosa-sinensis
 7. তাই প্রদত্ত নমুনাটি Hibiscus rosa-sinensis প্রজাতি।

উপরােক্ত বৈশিষ্ট্যের কারণে সরবরাহকৃত নমুনাটি Malvaceae গােত্রভুক্ত।

Leave a Comment

You cannot copy content of this page