Ecology and Environmental Science প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৯)
Ecology and Environmental Science প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০১৯)
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Ecology and Environmental Science
কোর্স কোড:233007
ক- বিভাগ:
১. ক)খাদ্য শৃঙ্খল কী?
খ) অভিযোজন কী?
গ) সিনইকোলজি কী?
ঘ) ভিভিপ্যারী কী?
ঙ) জীবমন্ডল কী?
চ) ম্যানগ্রোভ বন বলতে কী বুজ?
(ছ)বিকিরণ শক্তি বলতে কী বুঝ? (What do you mean by radiant energy 2 )
(জ)গ্রীণ হাউজ ইফেক্ট কী? (What is green house effect ? )
(ঝ) ইকোসিস্টেম বলতে কী বুঝ? (What do you mean by ecosystem?)
(ঞ) প্যাম্পাস কী? (What is pampas?)
(ট) তরল সোনা কী? (What is liquid gold ? )
(ঠ) বায়োম বলতে কী বুঝ? (What do you mean by biome?)
খ-বিভাগ
২। ইকোলজির পরিসর বর্ণনা কর।
(Describe the scope of ecology.)
৩। সংক্ষেপে কার্বন চক্র বর্ণনা কর।
(Describe the carbon cycle briefly.)
৪ ।একটি পুকুরের ইকোসিস্টেম বর্ণনা কর।
(Describe a pond ecosystem.)
৫। নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে পার্থক্য লেখ।
(Write down the differences between renewable and non-renewable natural resources.)
৬। উদ্ভিদ ক্রমাগমনের কারণগুলো ব্যাখ্যা কর।
(Explain the causes of plant succession.)
৭। ওজোন স্তর ক্ষয়ের কারণ বর্ণনা কর ।
(Describe the causes behind the depletion of ozone layer.)
৮। মরু উদ্ভিদের অভিযোজন বর্ণনা কর।
(Describe the adaptation of xerophytes.)
৯। প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্য উল্লেখ কর।
(Mention the characteristics of natural resources.)
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১০। পৃথিবীর উদ্ভিদভৌগোলিক অঞ্চলসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
(Briefly narrate the phytogeographical regions of the world.)
১১। বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণের কারণ ও প্রভাব বর্ণনা কর ।
(Describe the causes and effects of population explosion of Bangladesh.)
১২। খরার কারণ ও ক্ষতিকর প্রভাব বর্ণনা কর
(Describe the causes and effects of drought on environment.)
১৩। বাংলাদেশের পত্রঝরা বনের মাটির বৈশিষ্ট্য ও প্রধান পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।
(Describe the edaphic of deciduous forest of Bangladesh and write five botanical name of dominant plants' of deciduous forest.)
১৪। মানুষের কার্যকলাপ কিভাবে বৈশ্বিক পরিবেশকে প্রভাবিত করছে তা বর্ণনা কর। টি
(Give a description as to how global environment is influenced by human activities.)
১৫। “বাংলাদেশ গ্রীন হাউজ প্রতিক্রিয়ার প্রথম সারির শিকার হবে” -উক্তিটির যথার্থতা ব্যাখ্যা কর।
("Bangladesh will be the front line victim of green house effect" - Justify the rationality of the statement.)
১৬। বাংলাদেশের জোয়ারভাটা বনাঞ্চলের মাটির বৈশিষ্ট্য ও উদ্ভিদের অভিযোজন বর্ণনা কর।
(Describe the soil characteristics and plant adaptation of tidal forest of Bangladesh.)
১৭। পরিবেশের অংশ হিসেবে বায়ুমণ্ডল ও পানিমণ্ডলের গুরুত্ব বর্ণনা কর।
(Discuss the importance of atmosphere and hydrosphere as components of environment.)