জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ১০ জৈব রাসায়নিক বংশগতি

(Biochemical Genetics)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 ০১. জিন ও এনজাইমের সম্পর্ক কি?

উত্তর : জিন ও এনজাইমের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তাকে জিন এনজাইম সম্পর্ক বলা হয়।

০২. Bio-chemical Genetics কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ১৯৪০ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক G. W. Beadle ও তাঁর সহকর্মী.E. L. Tatum Bio-chemical Genetics প্রতিষ্ঠা করেন।

০৩. অপেরন কী? 

অথবা, অপেরন কাকে বলে?  

উত্তর : একই DNA শৃঙ্খলে পাশাপাশি অবস্থিত কতগুলো জিনের সমন্বয়ে গঠিত অনুলিপিকরণের একটি মৌলিক একক হলো অপেরন ।

০৪ Biochemical Genetics কি?

উত্তর : বংশগতির যে শাখায় জিনের কার্যপদ্ধতি সম্পর্কেজৈব রাসায়নিক আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করাহয় তাকে Biochemical Genetics বলে।

০৫প্রোটোট্রপ (Prototrop) কি? 

উত্তর : যেসব জাত স্বাভাবিক অবস্থান বনে জন্মায় তাদেরকে প্রোটোটপ (Prototrop) বলে।

০৬অক্সেট্রপ (Auxotrop) কি? 

উত্তর : অক্সোট্রফ হলো এমন একটি জীব যা নির্দিষ্ট জৈব পদার্থ

উৎপাদন করতে সক্ষম নয় এবং তার বৃদ্ধি ও জীবনধারণের

জন্য অ্যামিনো এসিড বাইরে থেকে গ্রহণ করতে হয়।

০৭. অক্সোট্রোফি (auxotrophy) কী?

উত্তর : অক্সোট্রফি হলো কোনো একটি জীব নিৰ্দিষ্ট জৈব পদার্থ উৎপাদনে অক্ষম, এবং এটি একটি জীবের জিনগত পরিবর্তনের কারণে ঘটে।

০৮. বায়োকেমিক্যাল মিউট্যান্ট এর সংজ্ঞা দাও ।

অথবা, জৈব রাসায়নিক মিউট্যান্ট কী?

অথবা, বায়োকেমিক্যাল মিউট্যান্ট কি?

উত্তর : জিনের মিউটেশনের কারণে কোন জীব যদি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোন জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে অক্ষম হয় তবে ঐ জীবকে জৈব রাসায়নিক বাবায়োক্যামিক্যাল মিউট্যান্ট বলে।

 ০৯. অ্যাডেনিন-এর রাসায়নিক গঠন লিখ।

উত্তর : অ্যাডেনিনের রাসায়নিক গঠন :

HC

NH₂

H

CH

 ১০, জৈব রাসায়নিক মিউট্যান্ট কীভাবে শনাক্ত ও পৃথক করা যায়?

উত্তর : প্রয়োজনীয় কালচার মাধ্যমে চাষাবাদ প্রক্রিয়ায় জৈব মিউট্যান্ট শনাক্ত ও পৃথক করা যায় ।

১১. Strain কী?

উত্তর : কোনো জীব প্রজাতির সুনির্দিষ্ট ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীব সদস্যসমূহকে Strain বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

০১. জৈব রাসায়নিক বংশগতি বলতে কি বুঝ? 

০২জিন এনজাইম সম্পর্ক ব্যাখ্যা কর। 

০৩জিন প্রকাশ ও অপেরণ কনসেপ্ট বলতে কি বুঝ? 

০৪. টীকা লিখ : বায়োকেমিক্যাল মিউটান্ট; 

গ-বিভাগ : রচনামুলক প্রশ্নাবলি (Broad Questions) 

০১তে বায়োকেমিক্যাল মিউটেশন নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর। 

০২আদি কোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণ Lae Operon Concept বিষদভাবে ব্যাখ্যা কর। 

অথবা, ল্যাক- অপেরণ কি? Ecoll-এর ল্যাকটোজ শর্করা ভাঙ্গার জিন নিয়ন্ত্রণ কৌশল বর্ণনা কর।

০৩. আদি কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বর্ণনা কর। 

০৪প্রাণরাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।

অথবা, প্রাণ-রাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ উদাহরণের সাহয্যে বর্ণনা কর।

অথবা, Virus-এর জৈব রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর।

০৫। "এক জিন-এক এনজাইম" প্রকল্পটি ব্যাখা কর। 

অথবা, জিন-এনজাইম সম্পর্ক কী? 'এক জিম এক এনজাইম' মতবাদ ব্যাখ্যা কর।

অথবা, জিন-এনজাইম সম্পর্ক কাকে বলে? এক-জিন-এক এনজাইম প্রকল্পটি ব্যাখ্যা কর।

Read more:9th chapter