জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জৈব রাসায়নিক বংশগতি।১০ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ১০ জৈব রাসায়নিক বংশগতি
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. জিন ও এনজাইমের সম্পর্ক কি?
উত্তর : জিন ও এনজাইমের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তাকে জিন এনজাইম সম্পর্ক বলা হয়।
০২. Bio-chemical Genetics কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯৪০ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক G. W. Beadle ও তাঁর সহকর্মী.E. L. Tatum Bio-chemical Genetics প্রতিষ্ঠা করেন।
০৩. অপেরন কী?
অথবা, অপেরন কাকে বলে?
উত্তর : একই DNA শৃঙ্খলে পাশাপাশি অবস্থিত কতগুলো জিনের সমন্বয়ে গঠিত অনুলিপিকরণের একটি মৌলিক একক হলো অপেরন ।
০৪ Biochemical Genetics কি?
উত্তর : বংশগতির যে শাখায় জিনের কার্যপদ্ধতি সম্পর্কেজৈব রাসায়নিক আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করাহয় তাকে Biochemical Genetics বলে।
০৫প্রোটোট্রপ (Prototrop) কি?
উত্তর : যেসব জাত স্বাভাবিক অবস্থান বনে জন্মায় তাদেরকে প্রোটোটপ (Prototrop) বলে।
০৬অক্সেট্রপ (Auxotrop) কি?
উত্তর : অক্সোট্রফ হলো এমন একটি জীব যা নির্দিষ্ট জৈব পদার্থ
উৎপাদন করতে সক্ষম নয় এবং তার বৃদ্ধি ও জীবনধারণের
জন্য অ্যামিনো এসিড বাইরে থেকে গ্রহণ করতে হয়।
০৭. অক্সোট্রোফি (auxotrophy) কী?
উত্তর : অক্সোট্রফি হলো কোনো একটি জীব নিৰ্দিষ্ট জৈব পদার্থ উৎপাদনে অক্ষম, এবং এটি একটি জীবের জিনগত পরিবর্তনের কারণে ঘটে।
০৮. বায়োকেমিক্যাল মিউট্যান্ট এর সংজ্ঞা দাও ।
অথবা, জৈব রাসায়নিক মিউট্যান্ট কী?
অথবা, বায়োকেমিক্যাল মিউট্যান্ট কি?
উত্তর : জিনের মিউটেশনের কারণে কোন জীব যদি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোন জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষণে অক্ষম হয় তবে ঐ জীবকে জৈব রাসায়নিক বাবায়োক্যামিক্যাল মিউট্যান্ট বলে।
০৯. অ্যাডেনিন-এর রাসায়নিক গঠন লিখ।
উত্তর : অ্যাডেনিনের রাসায়নিক গঠন :
HC
NH₂
H
CH
১০, জৈব রাসায়নিক মিউট্যান্ট কীভাবে শনাক্ত ও পৃথক করা যায়?
উত্তর : প্রয়োজনীয় কালচার মাধ্যমে চাষাবাদ প্রক্রিয়ায় জৈব মিউট্যান্ট শনাক্ত ও পৃথক করা যায় ।
১১. Strain কী?
উত্তর : কোনো জীব প্রজাতির সুনির্দিষ্ট ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীব সদস্যসমূহকে Strain বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১. জৈব রাসায়নিক বংশগতি বলতে কি বুঝ?
০২জিন এনজাইম সম্পর্ক ব্যাখ্যা কর।
০৩জিন প্রকাশ ও অপেরণ কনসেপ্ট বলতে কি বুঝ?
০৪. টীকা লিখ : বায়োকেমিক্যাল মিউটান্ট;
গ-বিভাগ : রচনামুলক প্রশ্নাবলি (Broad Questions)
০১তে বায়োকেমিক্যাল মিউটেশন নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
০২আদি কোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণ Lae Operon Concept বিষদভাবে ব্যাখ্যা কর।
অথবা, ল্যাক- অপেরণ কি? Ecoll-এর ল্যাকটোজ শর্করা ভাঙ্গার জিন নিয়ন্ত্রণ কৌশল বর্ণনা কর।
০৩. আদি কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বর্ণনা কর।
০৪প্রাণরাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
অথবা, প্রাণ-রাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ উদাহরণের সাহয্যে বর্ণনা কর।
অথবা, Virus-এর জৈব রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর।
০৫। "এক জিন-এক এনজাইম" প্রকল্পটি ব্যাখা কর।
অথবা, জিন-এনজাইম সম্পর্ক কী? 'এক জিম এক এনজাইম' মতবাদ ব্যাখ্যা কর।
অথবা, জিন-এনজাইম সম্পর্ক কাকে বলে? এক-জিন-এক এনজাইম প্রকল্পটি ব্যাখ্যা কর।
Read more:9th chapter