Gymnosperm Palaeobotany and Palynology । ২য় অধায়ঃ জিমনোস্পার্ম বা নগ্নবীজীর শ্রেণিবিন্যাস (Classification of Gymnosperm) সাজেশন (অনার্স ৩য় বর্ষ)
Gymnosperm Palaeobotany and Palynology । ২য় অধায়ঃ জিমনোস্পার্ম বা নগ্নবীজীর শ্রেণিবিন্যাস (Classification of Gymnosperm) সাজেশন (অনার্স ৩য় বর্ষ)
অধ্যায় ০২- জিমনোস্পার্ম বা নগ্নবীজীর শ্রেণিবিন্যাস (Classification of Gymnosperm)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
০১-চেম্বারলিন কত সালে নগ্নবীজীর শ্রেণিবিন্যাস প্রদান করেন?
উত্তর : ১৯৩৫ সালে
০২. চেম্বারলিন নগ্নবীজীকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন ও কি কি?
উত্তর : দুটি শ্রেণি। যথা- (i) Cycadophyta, (ii) Coniferophyta.
০৩. Bennettitales-এর দুটি সদস্যের নাম লিখ।
উত্তর : (i) Cycadeoidea, (ii) Williamsonia.
08. Ginkgoales-এর একমাত্র জীবন্ত প্রজাতিটির নাম লিখ ।
উত্তর : Ginkgo biloba
০৫. Seed-fern নামে পরিচিতি কারা?
উত্তর : Cycadofilicales বর্গের সদস্যরা।
০৬. নগ্নবীজীর আধুনিক শ্রেণিবিন্যাস কোনটি?
উত্তর : H.C. Gangulee-র শ্রেণিবিন্যাস।০৭-D.D. Plant কবে নগ্নবীজী শ্রেণিবিন্যাস প্রদান করেন?
উত্তর : ১৯৭৫ সালে।
০৮ -ICBN এর প্রবর্তিত বা নীতিমালা অনুসরণ করে শ্রেণিবিন্যাস প্রদান করেন কে?
.উত্তর : D.D. Plant (১৯৭৫ সালে)।
০৯. ICBN-এর নামকরণ অনুসরণ করে কে নগ্নবীজীর শ্রেণিবিন্যাস প্রদান করেছেন?
উত্তর : H.C. Gangulee
১০. নগ্নবীজীর আধুনিক সংরক্ষিত শ্রেণিবিন্যাস কোনটি?
উত্তর : নগ্নবীজীর আধুনিক সংরক্ষিত শ্রেণিবিন্যাস হলো-
Sporne'-র ১৯৬৫ সালের শ্রেণিবিন্যাস।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১-Cycadofilicales-এর বৈশিষ্ট্য লিখ।
০২-Bennettitales-এর বৈশিষ্ট্য লিখ।
০৩-Bennettitales-এর ফাইলোজনি সম্পর্কে লিখ।
Gnatales-এর ফাইলোজেনি ০৪-সম্পর্কে লিখ।
০৫-Cycadofilicales-এর ফাইলোজেনি সম্পর্কে লিখ।
০৬-Coniferophyta বিভাগের বৈশিষ্ট্য লিখ।
অথবা, Coniferophyata -এর বৈশিষ্ট্য উল্লেখ কর।
অথবা, Coniferophyta বিভাগের বৈশিষ্ট্য লিখ।