ক্রোমোজোম(Chromosome) । ৪র্থ অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক্রোমোজোম(Chromosome) । ৪র্থ অধ্যায় । Cytology and Cytogenetics ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৪ ক্রোমোজোম(Chromosome)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. ক্রোমোজোম কাকে বলে?
উত্তর : প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপনে (replication) সক্ষম এবং গঠন ও কাজে বিশেষ স্বাতন্ত্র্য মন্ডিত যেসব সূত্রাকৃতির বংশগতীয় উপাদান, মিউটেশন প্রকরণ প্রভৃতিতে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজোম বলে। অর্থাৎ,
ক্রোমোজোম (Chromosome) হলো জীবের বংশগতির ধারক ও বাহক।
০২. ক্রোমোজোম শব্দটি অর্থ কি?
উত্তর : গ্রীক Chroma অর্থ Colour (বা is) এবং Soma অর্থ body (বা দেহ)। অর্থাৎ, ক্রোমোজোম অর্থ হল রঞ্জিত দেহ' বা 'রং ধারণকারী দেহ'।
০৩.SAT ক্রোমোজোম কাকে বলে?
উত্তর : স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে SAT (Sine Acido Thymonucleinio) ক্রোমোজোম বলে।
০৪.সেক্স-ক্রোমোজোম কী?
উত্তর : যে সকল ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত তাদের সেক্স ক্রোমোজোম বলে।
০৫. ক্রোমোজোম এর বাহু কাকে বলে?
উত্তর : ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ারের উভয়দিকে বিস্তৃত অংশকে ক্রোমোজোমের বাহু বলে।
০৬ক্যারিওটাইপ কি?
উত্তর : কোনো জীবের ক্রোমোজোম সমষ্টির সংখ্যা,আকার, আকৃতি, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য (যেমন- মুখ্য ও গৌণ কুঞ্চনের অবস্থা) প্রকাশকারী চিত্রকে ক্যারিওটাইপ
বলা হয়।
০৭. ইপিজোম এর সংজ্ঞা দাও।
উত্তর : কিছু কিছু প্লাজমিড আছে যারা অনুলিপন - এর জন্য Chromosomal DNA -এর মধ্যে প্রবেশ করে। এ অবস্থায় প্লাজমিডগুলোকে ইপিজোম বলে.
০৮. ক্রোমোনেমা কি?
উত্তর : প্রতিটি ক্রোমোজোম এক বা একাধিক ফিতাসদৃশ বস্তু লম্বা লম্বিভাবে পরস্পর জরিয়ে থাকে তাকে ক্রোমোনেমা বলে ।
০৯. সেন্ট্রোমিয়ার কি?
উত্তর : ক্রোমোজোমের দুই বস্তুর মধ্যে যে গোলাকার বস্তুটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।
১০.. গৌণ কুঞ্চন কি?
উত্তর : সেন্ট্রমিয়ার ছাড়া ক্রোমোজমে এক বা একাধিক যে কুঞ্চন দেখা যায় তাকে গৌণ কুঞ্চন বলে।
স্যাটেলাইট বলতে কি বুঝ?
উত্তর : গৌণ কৃষ্ণন ক্রোমোজোম প্রান্তের কাছাকাছি হলেও ডোমোজোমের একেবারে শেষ প্রান্তে নবসদৃশ্য একটি ছোট অঙ্গ থাকে যাকে স্যাটেলাইট বলে।
১২, ক্রোমোজোমের রাসায়নিক গঠনের পাঁচটি প্রধান হিস্টোনের নাম লিখ।
উত্তর : Hi, H,A, H, B, H, এবং H
১৩. DNA কি?
উত্তর : ক্রোমোজোমের মূল রাসায়নিক সংগঠন এবং বংশগতীয় বস্তু হলো DNA
১৪DNA লিংকার কী?
উত্তর : DNA লিংকার হবো দুটি নিউক্লিওজোম কোরের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড DNA (38-53 বেস জোড় লম্বা)যা জিস্টোন H1 এর সাথে মিলিত হয়ে কোরগুলিকে একত্রেধরে রাখে। লিংকার- DNA কে 'beads and string model' এর স্ট্রিং হিসাবে দেখা হয়। যা ক্রোমাটিনের উপর আয়নিক দ্রবণ ব্যবহার করে তৈরি করা হয়।
১৫. DNA ও RNA এর নাইট্রোজেন বেসের নাম লিখ।
উত্তর : DNA-এর নাইট্রোজেন বেস হলো : এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন ।
RNA-এর নাইট্রোজেন বেস হলো : এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল।
১৬.ইডিওগ্রাম কী?
উত্তর : ইডিওগ্রাম হল ক্যারিও টাইপের ডায়াগ্রামেটিক উপস্থাপনা, যা সেন্টোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের সকল রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে দেখায়।
১৭. কায়াজমা বলতে কী বুঝ?
উত্তর : কায়াজমা (বহুবচন : কায়াজমাটা) হল হোমোলোগাস ক্রেমোজোমের অন্তর্গত দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যোগাযোগের বিন্দু তথা প্রত্যক্ষ সংযোগ ।
খ বিভাগ (Short Questions):
০১.প্রকৃত ক্রোমোজোম বলতে কি বুঝায়?
০২.DNA বলতে কি বুঝায়? DNA কোথায় পাওয়া যায়?
০৩.কোষ বিভাজনে ক্রোমোজোমের ভুমিকা লিখ
০৪.DNA এর কাজ কি?
০৫.DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখ।
০৬. প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লিখ।
গ বিভাগ:
০১.DNA এর ভৌত ও রাসায়নিক গঠন লিখ।
০২.RNA কত প্রকার ও কি কি?ব্যাখ্যা কর।
০৩.ক্রোমোজোমের রাসায়নিক গঠন লিখ।