Gymnosperm Palaeobotany and Palynology । ১ম অধ্যায়ঃ ভূমিকা, স্বভাব, বাসস্থান ও চারিত্রিক বৈশিষ্ট্য সাজেশন (অনার্স ৩য় বর্ষ)

Gymnosperm Palaeobotany and Palynology । ১ম অধ্যায়ঃ ভূমিকা, স্বভাব, বাসস্থান ও চারিত্রিক বৈশিষ্ট্য সাজেশন (অনার্স ৩য় বর্ষ)

Gymnosperm Palaeobotany and Palynology  । ১ম অধ্যায়ঃ ভূমিকা, স্বভাব, বাসস্থান ও চারিত্রিক বৈশিষ্ট্য সাজেশন (অনার্স ৩য় বর্ষ)
Gymnosperm Palaeobotany and Palynology । ১ম অধ্যায়ঃ ভূমিকা, স্বভাব, বাসস্থান ও চারিত্রিক বৈশিষ্ট্য সাজেশন (অনার্স ৩য় বর্ষ)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১- জিমনোস্পার্ম বা নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ কি? অথবা, জিমনোস্পার্মের সংজ্ঞা দাও ।. 

উত্তর : যেসব উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না বলে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে জিমনোস্পার্ম বা নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ বলে।

০২. Gymnosperm অর্থ কী?

উত্তর : নগ্নবীজী বা ব্যক্তবীজী।

০৩-জিমনোস্পার্ম শব্দটি কে প্রচলন করেন? অথবা, Gymnosperm শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর : গ্রীক দার্শনিক এরিস্টটলের ছাত্র থিওফ্রাস্টাস।

 08. Gymnosperm কী ধরনের উদ্ভিদ?

উত্তর : স্থলজ প্রজাতির উদ্ভিদ।

 ০৫-জিমনোস্পার্ম বা নগ্নবীজীর প্রজাতির সংখ্যা কত?

উত্তর : আনুমানিক ৭০টি গণের অন্তর্গত ৭২৫টি প্রজাতি ।

 ০৬- পৃথিবীর সর্ববৃহৎ জিমনোস্পার্ম বা নগ্নজীবী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ। 

উত্তর : Sequoia sempervirens.

 ০৭. জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ কি জাতীয় হয়? .

উত্তর : জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ তৃণ, গুল্ম বা বৃক্ষ জাতীয় ।

০৮ -জিমনোস্পার্মের পুষ্প কি ধরনের?

অথবা, জিমনোস্পার্ম বা নগ্নবীজীর পুষ্প দেখতে কেমন?

উত্তর : পুষ্প একলিঙ্গ, সরল ও সংকুচিত ।

০৯. জিমনোস্পার্ম বা নগ্নবীজী সস্য কি ধরনের? 

উত্তর : সস্য হ্যাপ্লয়েড।

 ১০. খাদ্য হিসেবে ব্যবহৃত দুটি নগ্নবীজীর নাম লিখ।

উত্তর : (i) Gnetum gemon, (ii) Cycas circinalis. 

 ১১. কোন যুগে জিমনোস্পার্ম বা নগ্নবীজীর উৎপত্তি ঘটে?

উত্তর: প্যালিওজোয়িক অধিকল্পে নগ্নবীজীর উৎপত্তি ঘটে।

১২ সবচেয়ে ক্ষুদ্রতম জিমনোস্পার্মের নাম লিখ। 

অথবা, সবচেয়ে ক্ষুদ্রতম জিমনোস্পার্ম বা নগ্নবীজী প্রজাতি কোনগুলো?

উত্তর : সবচেয়ে ক্ষুদ্রতম জিমনোস্পার্ম বা নগ্নবীজী প্রজাতি হলো: Zamia pygmaea.

১৩. বাংলাদেশে জন্মে এমন দুটি জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের নাম লিখ ।

উত্তর : (i) Cycas, (ii) Gnetup..

 ১৪ . জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের জীবনচক্রে কী বিদ্যমান?

উত্তর : অসম আকৃতির জনুঃক্রম বিদ্যমান।

 ১৫. কোন জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ থেকে ট্যানিন পাওয়া যায়?

উত্তর : Tsuga canadensis নামক নগ্নবীজী উদ্ভিদ থেকে ।

১৬. অ্যাম্বার কি কাজে ব্যবহৃত হয়।

উত্তর : এটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এক্সরে, থেরাপি ও অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়।

১৭-জিমনোস্পার্ম বা নাজীবী সস্যের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর : সস্য নিষেকের পূর্বে গঠিত হয়। সস্য হ্যাপ্লয়েড।

১৮. কোণ কি?

উত্তর : Gymnosperm -এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসকে কোণ বলে।

১৯. জিমনোস্পার্ম বা নগ্নজীবী জাইলেম কলার বৈশিষ্ট্য কি?

উত্তর : জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ অনুপস্থিত, ট্রাকিড প্রধান ।

২০. পেন্সিল তৈরিতে কোন Gymnosperm ব্যবহৃত হয়?

উত্তর : Pinus নামক Gymnosperm ব্যবহৃত হয়।

- ২১. হাঁপানি, যক্ষ্মা ও চর্মরোগের ওষুধ কোন জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয়?

উত্তর : Cedrus deodara এবং Ephedra নামক নগ্নবীজী উদ্ভিদ থেকে।

২২. তার্পিন কী? এটি কোন জিমনোস্পার্ম বা নগ্নবীজী প্রজাতি থেকে পাওয়া যায় ?

উত্তর : তার্পিন একটি জৈব দ্রাবক। এটি Pims roxburghi নামক প্রজাতি হতে পাওয়া যায় ।

২৩-কাঠ উৎপাদনকারী কয়েকটি জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : Cedrus deodara, Pinus sp. Abies pindrow প্রভৃতি।

 ২৪. শোভা বর্ধনে ব্যবহৃত জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ কী কী?

উত্তর : Pinus, Cycas, Zamia, Thja প্রভৃতি নগ্নবীজী প্রজাতি শোভাবর্ধনে ব্যবহৃত হয়।

 ২৫. তন্তু পাওয়া যায় কোন জিযনো স্পার্ম বা নগ্নবীজী প্রজাতি থেকে?

উত্তর : Gnetum gnemon এর বাকল হতে তন্তু উৎপাদন করা হয়।

২৬. কানাডা বালসাম পাওয়া যায় কোন জিমনোস্পার্ম থেকে?

উত্তর : Abies balsamea নামক জিমনোস্পার্ম থেকে।

 (২৭) প্লাইকেট মেসোফিল (Plicate Mesophyll) কী? 

উত্তর : যেসব মেসোফিল কোষ একই ধরনের প্যারেনকাইমায় গঠিত এবং কোষগুলো ভাঁজ হয়ে যাবার ফলে সূচালো হওয়া সত্ত্বেও পাতার সালোকসংশ্লেষণকারী কোষের সংখ্যা বৃদ্ধি পায় এধরনের মেসোফিলকে প্লাইকেট মেসোফিল বলে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি-

০১-Gymnosperm বা নগ্নবীজী বলতে কি বুঝ? 

০২-জিমনোস্পার্ম --এর বৈশিষ্ট্য লিখ।অথবা, ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ ।

০৩-জিমনোস্পার্মের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 

০৪-Gymnosperm এর উন্নত বৈশিষ্ট্যগুলো লেখ।

অথবা, জিমনোস্পার্মের উন্নত বৈশিষ্ট্যগুলো লিখ ।

 

 গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন-

০১-Gymnosperm বা নগ্নবীজীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা কর।

০২-জিমনোস্পার্ম বা নগ্নবীজীর স্বভাব ও বসতি সম্পর্কে  আলোচনা কর।

০৩-Gymnosperm এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।অথবা, জিমনোস্পার্মের বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর.

Read More:  Nu syllabus All year