Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২১)
Higher Crptogamas প্রশ্নব্যাংক। জাতীয় বিশ্ববিদ্যালয় (অনার্স ২য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা ২০২১)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : Higher Cryptogams বিষয় কোড 223001
পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
উচ্চতর অপুষ্পক উদ্ভিদ:
ক- বিভাগ:
১.ক) হায়ার ক্রিপ্টোগ্যামাস কী?
খ) Bryology এর জনকের নাম কী?
গ) একটি নিমজ্জিত ব্রায়োফাইটের গণের নাম লিখ?
ঘ) ইলেটার কী?
ঙ) ইনভোলুক্রি কী?
চ) ক্যালিপ্ট্রা কী?
ছ)প্রথম স্থলজ উদ্ভিদ গোষ্ঠী কোনটি?
জ) একটি পরাশ্রয়ী ফার্ণের বৈজ্ঞানিক নাম লিখ?
ঝ)স্পাইক মস কী?
ঞ) একটি ফসিল ব্রায়োফাইটের নাম কী?
ট) স্পোরোকার্প কী?
ঠ) টাইগার ফার্ণ কী?
খ- বিভাগ:
২.ব্রায়োফাইটের বৈশিষ্ট্য লিখ?
৩. Sphagnum এর অর্থনৈতিক গুরুত্ব লিখ?
৪. Anthoceros কে সিনথেটিক গ্রুপ বলা হয় কেন?
৫. Riccia এর স্পোরোফাইটের গঠন বর্ণনা কর?
৬. Filicales- কে সর্বাপেক্ষা উন্নত টেরিডোফাইট বলা হয় কেন?
৭. Marselia ও Azolla এর স্পোরোকার্পের বর্ণনা দাও
৮.Equisetum এর জলজ ও মরুজ বৈশিষ্ট্য লিখ?
৯. Azolla এর পাতার অন্ত:গঠন বর্ণনা কর?
গ- বিভাগ:
১০.চিত্রসহ বিবতর্নের ধারা অনুযায়ী ব্রায়োফাইটের গ্যামেটোফাইটের বর্ণনা দাও।
১১.উদাহরণসহ ব্রায়োফাইটের বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
১২.Riccia,Marchantia,Anthoceros এর ক্যাপসুলের তুলণামূলক বিবরণ দাও।
১৩. Acrogyane এবং Anacrogyane কী?Pellia এর জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
১৪. একটি লেপ্টোস্পোরানজিনেট ফার্নের স্পোরান্ঞ্জিয়ামের গঠন ও বিকাশ বর্ণনা কর।
১৫. স্টিলি কী? চিত্রসহ টেরিডোফাইটের বিভিন্ন প্রকার স্টিলির বর্ণনা দাও।
১৬. ক)উদ্ভিদের বিবর্তনে ব্রায়োফাইটের জীবাশ্মের বর্ণনা দাও।
খ) টেরিডোফাইটের স্পোর বিসরণ কৌশলগুলো লেখ।
১৭.টীকা লিখ ( যেকোন দুটি)
ক) Anthoceros এর উন্নত বৈশিষ্ট্য
খ) টেলম তত্ত্ব
গ) এয়ারগান রেণু নির্গমন
Read more: Microbiogy questions