উচ্চতর অপুষ্পক উদ্ভিদ গ- বিভাগ সাজেশন পরীক্ষা - ২০২৩
১. চিত্রসহ বিবর্তনের ধারা অনুযায়ী ব্রায়োফাইটের গ্যামেটোফাইটের বর্ণনা দাও।
২. উদাহরণসহ ব্রায়োফাইটের বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
৩. Riccia, Marchantia এবং Anthoceros এর ক্যাপসিউলের তুলনামূলক বিবরণ দাও।
৪. Acrogynae এবং Anacrogynae কী? Pellia-এর জীবনচক্র রেখাচিত্রের সাহায্যে বর্ণনা কর।
৫. একটি লেপ্টোস্পোরাঞ্জিয়েট ও একটি ইউস্পোরাঞ্জিয়েট ফার্নের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
৬. স্টিলি কী? চিত্রসহ টেরিডোফাইটের, বিভিন্ন প্রকার স্টিলির বর্ণনা দাও।
9. উদ্ভিদ বিবর্তনে ব্রায়োফাইটের জীবাশ্মের ভূমিকা লেখ।
৮. টেরিডোফাইটার স্পোর বিসরণের কৌশলগুলো লেখ।
৯. জনুঃক্রম কী? Sphaerocarpus এর জনুঃক্রম চিত্রসহ বর্ণনা কর।
১০. চিত্রসহ Anthoceros ও Marchantia এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ বর্ণনা কর।
১১.চিত্রসহ Lycopodium এর বিভিন্ন প্রকার গ্যামিটোফাইটের বর্ণনা দাও।
১২. ব্রায়োফাইটার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে বিস্তারিত লেখ।
১৩. টেরিডোফাইটার অর্থনৈতিক গুরুত্ব লেখ।
১৪. জনুঃক্রম কী? Riccia এর জনুঃক্রম চিত্রসহ বর্ণনা কর।
১৫.Equisetum-এর গ্যামেটোফাইটের উৎপত্তি ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
১৬. Sphaerocarpus এর স্পোরোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
১৭.ব্রায়োফাইটার তিনটি শ্রেনির নাম লিখ এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৮. Osmundaর স্পোরোফাইটের বাহ্যিক গঠন লিখ।
১৯. Bryopsida (Musci) এর ক্যাপসুলের বিদারন প্রক্রিয়া বর্ণনা কর।
২০. টীকা লিখ
(ক) “এয়ার গান” রেণু মুক্তি
(খ) Anthoceros এর উন্নত বৈশিষ্ট্য।
(গ) টেলোম তত্ত্ব
(ঘ) ফার্ণের সোরাস
(ঙ) সাইনানজিয়াম
(চ) Psilotum এর স্পোরোফাইট
(ছ) সমরেনুপ্রসু ও অসমরেনুপ্রসু
(জ) পেরিস্টোম
(ঝ) বৃক্ষফার্ণ ও জলজফার্ণ
(ঞ) রেটর্ট সেল