HSC ICT 3rd Chapter MCQ Suggestion
সংখ্যা আবিষ্কারের ইতিহাস
১ প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?
ক. 2 ভিত্তিক
খ, 8 ভিত্তিক
গ. 30 ভিত্তিক
ঘ. 60 ভিত্তিক
২ শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?
ক. মিসরে
খ, ভারতবর্ষে
গ, গ্রিকে
ঘ, চীনে
৩ সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?
ক, অঙ্ক
খ, সংখ্যা
গ, গণিত
ঘ, বিষয়
৪ সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ ৩
গ. ৮
ঘ. ১০
৫ ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?
ক. ২
খ ৩
গ, ৪
ঘ. ৫
৬ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত?
ক. 16
খ. 10
গ, ৪
ঘ. 2
৭ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
ক 16
খ, 10
গ. ৪
ঘ, 2.
৮ সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে-
i. দশমিক সংখ্যার ভিত্তি 10
ii. অকটাল সংখ্যার ভিত্তি ৪
iii. হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16
৯ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০ 762 সংখ্যাটি হতে পারে-
i. দশমিক
ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান
নির্ণয় করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. (12)10 এর সমকক্ষ বাইনারি কোনটি?
ক. (1101)2
খ (1100) 2
গ. (10010) 2
ঘ. (10101) 2
১২. হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেজ কত?
ক, 2
খ, 8
গ. 10
ঘ, 16
১৩, 2BAD.8C কোন ধরনের সংখ্যা?
ক, দশমিক
খ. বাইনারী
গ. অকটাল
ঘ. হেক্সাডেসিমেল।
১৪. (11011110.1)2 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
ক, DD.1
খ. DE.1
গ. DE.8
ঘ, ED.8
১৫. (1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
ক. E.3
খ, E.8
গ. E.C
ঘ. C.E
১৬ (11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
ক. 1B.37
খ, 1B.DC
গ. D8.DC
ঘ, D8.37
১৭. (100101.101011)2 এর হেক্সাডেসিমেল মান কত?
ক. 25.AC
খ. 45.53
গ. 37.53
ঘ. 94.AC
১৮. (BFE)16 এর সমতুল্য অকটাল মান কত?
ক (5774)৪
খ (5776)৪
গ (5976)8
ঘ (101111111110)8
১৯, MSB-এর পূর্ণরূপ হচ্ছে-
ক. Most Suitable Bit
খ, Most Significant Bit
গ. Maximum Suitable Bit
ঘ, Maximum Significant Bit
২০.বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে দশমিকে কত?
ক. 70
খ 75
ঘ, 80
গ. 78
২১. (29)10 সংখ্যাটির বাইনারি মান কত?
ক. 11100
খ. 11011
গ, 10111
ঘ, 11101
২২. (37.125)10 এর বাইনারি মান কত?
ক 100101.01
খ 100101.001
গ 101001.01
ঘ 101001.001
২৩. (1010)২ এর সমতুল্য মান-
i. (10)10
ii. (12)8
iii. (14)16
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. 111 সংখ্যাটি হতে পারে –
i. বাইনারি
ii. অকটাল
iii. ডেসিমেল।
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
মি. আতিক কামালকে বলল, “তোমার বয়স কত” কামাল বলল যে তার বয়স (101101)2
২৫. কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
ক (25)8
খ. (45)8
গ (55)8
ঘ. (65)8
২৬. দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে?
ক (101011)2
খ (101110)2
9. (1011111)2
ঘ. (110111)2
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বোর্ডে একটি (77)8 সংখ্যা লিখলেন।
২৭ উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো-
ক 56
খ 63
গ 64
ঘ 77
২৮. উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি?
ক (78)8
খ. (100)8
গ (777)8
ঘ (25)16
২৯. (110110)2 এর সমকক্ষ মান-
i, (66)8
ii. (54)10
iii. (36)16
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
বাইনারি যোগ ও বিয়োগ
৩০. বাইনারি যোগে 1+ 0+1 =?
ক, 10
খ. 01
গ, 00
ঘ. 11
৩১. (A + B +C)16 এর সমতুল্য মান কোনটি?
ক (33)8
খ (100001)2
গ (ABC)16
ঘ (CBA)16
৩২. ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?
ক. 10.10
খ. 11.10
গ. 11.11
ঘ. 101.10
৩৩. (100)2 এবং (AA)16 এর যোগফল কত?
ক. 1AA
খ. 1B
গ, AF
ঘ, AE
৩৪. (A)16 + (10)2 + (7)8 এর মান হতে পারে-
i. (13)16
ii. (23)8
iii. (10011)2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. EFF এর পরের সংখ্যাটি কত?
ক. 100
খ 200
গ. F00
ঘ, FF0
৩৬. 4, 8, C অনুক্রমটির পরের মান কত?
ক D
খ, F
গ. 10
ঘ, 16
৩৭. অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি?
ক. 178
খ, 180
গ. 200
ঘ, 270
উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও : ‘Q’ নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)8 নম্বর পেয়েছে।
৩৮. উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হলো—
ক. 40
খ. 10
গ, ৪
ঘ, 4
৩৯. উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত?
ক. (55) 8
খ (64) 8
গ, (66) 8
ঘ, (77) 8
৪০. (17)8 এর পরের সংখ্যা কোনটি?
ক. 14
খ 15
গ. 16
ঘ, 20
৪১. (10)16 এর পূর্বের মান কোনটি?
ক. ১
খ, A
গ. E
ঘ, F
উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও : শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল ।
৪২. উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে (1001)2 এর যোগফল কত?
ক. (01100)2
খ (10110)2
গ. (10010)2
ঘ. (11110)2
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
৪৩. উদ্দীপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো-
i. (13)10
ii. (11)16
iii. (15)8
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. মি. সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল বাইনারিতে তার বয়স 10010। তার এই সংখ্যার সাথে (1011)2 যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে?
ক. 11001
খ, 11101
গ. 10011
ঘ, 10111
৪৫. (1F)16 এর সাথে যোগ করলে কত হবে?
ক. (HF) 16
খ. (2F) 16
গ (20) 16
ঘ. (21) 16
২ এর পরিপূরক
৪৬. দশমিক সংখ্যা 12 এর 2’s complement কত?
ক. 00001100
খ. 11111100
গ. 11110011
ঘ 11110100
৪৭. -5 এর 2 এর পরিপূরক মান কত?
ক. 1101
খ. 1001
গ. 1010
ঘ, 1011
৪৮ (-42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i. প্রকৃত মান গঠন
ii. ১-এর পরিপূরক গঠন
iii. ২-এর পরিপূরক গঠন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
কোড : কোডের ধারণা ও বিভিন্ন প্রকার কোড
৪৯. মেমােরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?
ক বিট
খ, বাইট
গ. কিলোবাইট
ঘ, মেগাবাইট
৫০, প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?
ক. 2
খ, 4
গ, 6
ঘ, ৪
৫১. অ্যাসকি সংকেতমালায় মােট সংকেত সংখ্যা-
ক, 128 টি
খ. 256 টি
গ, 512 টি
ঘ, 1024 টি
৫২. কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?
ক. ASCII
খ, EBCDIC
গ. UNICODE
ঘ, BCD
৫৩. BCD কোড কত বিটের?
ক. 2
খ, 4
গ. 8
ঘ, 16
৫৪. (78)10 এর BCD মান কত?
ক. 01111001
খ, 01111000
গ. 01101000
ঘ. 01101100
৫৫. (72)10 এর BCD কোড কোনটি?
ক. (11110)2
খ. (111001)2
গ. (111010)2
ঘ. (01110010)2
৫৬. ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?
ক. 2
খ, 4
গ. 8
ঘ, 16
৫৭. EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?
ক. 4
খ. 7
গ, ৪
ঘ, 16
৫৮. কোনটি ৪ বিটের কোড?
i. ASCII Code
ii. EBCDIC Code
iii. BCD Code
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৯. আলফানিউমেরিকডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬০, ইউনিকোড কত বিটের?
ক. 4
গ. 16
খ, ৪
ঘ, 32
৬১ নিচের কোনটি 16 বিটের কোড?
ক. ASCII
খ, BCD
গ UNICODE
ঘ EBCDIC
৬২. সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় –
i. ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৩, ইউনিকোডে মােট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায়?
ক. 8
খ, 16
গ. 256
ঘ, 65536
৬৪, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
ক. BCD
খ, ASCII
গ. UNICODE
ঘ, EBCDIC
৬৫. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?
ক BCD
খ. ASCII
গ, EBCDIC
ঘ, Unicode
বুলিয়ান অ্যালজেবরা ও ডিজিটাল ডিভাইস
৬৬. কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
ক. 1945
খ, 1944
গ. 1854
ঘ, 1833
৬৭, সিগন্যালটির সাংখ্যিক মান কত?
ক. 0010011010
খ 1001100101
গ. 1011010101
ঘ, 010011010
৬৮. A ফলাফল হতে পারে যখন
i. A + A + A
ii. A.A
iii, A ⊕A
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৯
ক, ১
খ, 0
গ, A
ঘ, A.
৭০. কোনটি মৌলিক উপপাদ্য?
ক, A + 1 = A
খ, A+ 0= A
গ. A + A = 0
ঘ, A+ A = 1
৭১. বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য কোনটি?
৭২. A+ BC= (A+B) (A+C) উপপাদ্যটি হলো—
ক, বিনিময়
খ, অনুষঙ্গ
গ. মৌলিক
ঘ. বিভাজন
৭৩, A + BC= কত?
ক. (A+B) + (A.C)
খ. (A + C) + (A.B)
গ. (A + B) (A + C)ঘ. (A + B) + (A+C)
৭৪, ডি-মরগ্যানের উপপাদ্য অনুযায়ী পাই-
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
৭৫, ডি-মরগ্যান এর উপপাদ্য কোনটি? উত্তরঃ খ
৭৬. উত্তরঃ গ
৭৭. এর সরলীকৃত মান কত?
ক.0
খ, 1
গ. A
ঘ, B
মৌলিক গেইট
৮০. নিচের কোনটি মৌলিক গেইট?
ক. NOT
খ. NOR
5. NAND
ঘ. X-NOR
৮১. কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
ক, AND
খ, OR
গ. NOT
ঘ, NAND
৮২. নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?
ক. AND
খ, OR
গ, NOT
ঘ, XOR
৮৩ বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মােট কয়টি মৌলিক গেইট প্রয়োজন?
ক. 2
খ. 3
গ. 4
ঘ, 5
৮৪. যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট ০ (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে?
ক, সকল ইনপুট ০ (শূন্য) করতে হবে
খ, সকল ইনপুট 1 করতে হবে
গ, যেকোনো একটি ইনপুট ০ (শূন্য) করতে হবে
ঘ, যেকোনো একটি ইনপুট ১ করতে হবে
৮৫. যুক্তি বর্তনীটি কোন লজিক গেইটের আউটপুট সমীকরণ নির্দেশ করে?
ক. OR
খ. AND
গ. XNOR
ঘ, NAND
৮৬. উদ্দীপকে প্রথম গেইটের – এর স্থলে ২য় গেইট বসালে F এর সরলীকৃত মান নিচের কোন গেইটকে সমর্থন করে?
ক, OR
খ, AND
গ. NOT
ঘ, NOR
সর্বজনীন গেইট
৮৭. AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?
ক. NOR
খ, NAND
গ, OR
ঘ, X-OR
৮৮. সর্বজনীন গেইট কোনটি?
ক. AND
খ, NAND
গ. XOR
ঘ, XNOR
৮৯. চিত্রটি কোন গেইট নির্দেশ করে?
ক. XOR
খ. XNOR
গ. NAND
ঘ, NOR
৯০, তিনটি ইনপুট বিশিষ্ট NOR গেইটের ক্ষেত্রে আউটপুট 1 হবে-
ক, সবগুলো ইনপুট 1 হলে
খ, সবগুলো ইনপুট 0 হলে
গ, একটি ইনপুট 1 এবং অন্যগুলো 0 হলে
ঘ, একটি ইনপুট 0 এবং অন্যগুলো 1 হলে
সত্যক সারণিটি লক্ষ কর ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
৯১. সত্যক সারণিতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেইটকে নির্দেশ করে?
ক OR
খ AND
গ NOT
ঘ XOR
উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও :
৯২. সত্যক সারণির লজিক গেইট কোনটি?
ক. AND
খ, OR
গ. NOR
ঘ, NAND
৯৩, X কলামে ‘0’ স্থলে ‘1’ এবং ‘1’ এর স্থলে ‘0’ বসালে প্রাপ্ত গেইটটি হবে- উত্তরঃগ
৯৪, NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?
ক, OR
খ. XNOR
গ. XOR
ঘ, AND
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
৯৫. উদ্দীপকে যুক্ত বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?
ক. AND
খ, OR
গ. NOT
ঘ. NOR
৯৬. উদ্দীপকের চিত্রের গেইটের সাথে NOT Gate যুক্ত করলে কোন গেইট পাওয়া যাবে?
ক. AND
খ. NAND
গ. NOT
ঘ. NOR
উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
৯৭. Y এর মান কোনটি?
৯৮, উদ্দীপকের বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে?
ক, A = 0 ও B = 0
খ. A = 0 ও B = 1
গ. A = 1 ও B = 0
ঘ. A = 1 ও B = 1
৯৯. উভয় ইনপুট ১ হলে আউটপুট 0 হয় কোন গেইটে?
i. NAND
ii. NOR
iii. XNOR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০০ NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন –
i. যেকোনো একটি আউটপুট 0 (শূন্য)
ii. সবগুলো ইনপুট 1
iii. যেকোনো একটি ইনপুট1
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাওঃ
১০১. F এর মান কত?
ক. B(C+ A)
খ. A(B + C)
গ. C(A + B)
ঘ, AC + B
১০২, 2 ও 3 নং গেইটের কিরূপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে?
ক. 2-কে NAND এবং 3-কে NOR করলে
খ. 2-কে NOR এবং 3-কে AND করলে
গ. 2-কে OR এবং 3-কে NAND করলে
ঘ, 2-কে NAND এবং 3-কে NAND করলে
১০৩, NOR গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?
ক, XNOR
খ, OR
গ. XOR
ঘ, AND
১০৪, মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যায় – গেইট দিয়ে
i. NAND
ii. NOR
iii. XOR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
১০৫. কোনটি NAND গেইট? উত্তরঃ খ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ১০৭ ও ১০৮ নং প্রশ্নের উত্তর দাও :
১০৭. উপরের চিত্রটি কোন গেইটের সমতুল্য?
ক. NOT
খ. AND
গ. OR
ঘ. NOR
১০৮, Y এর মান 1 হবে যদি
i. A = 0, B = 1
ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
১০৯, উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে –
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
চিত্রটি দেখ এবং ১১০ ও ১১১নং প্রশ্নের উত্তর দাও :
১১০. আউটপুট F এর মান কোনটি? উত্তরঃ ক
১১১. চিত্রে ‘x’ চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC হবে?
ক, NAND
খ: NOR
গ, XOR
ঘ. XNOR
উপরের উদ্দীপক হতে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
১১২. উদ্দীপকের বর্তনীটির Q-এর মান কত?
ক. 0
খ 1
গ, M
ঘ, M + N
১১৩, উদ্দীপকের OR গেইটটির পরিবর্তে কোন গেইট ব্যবহার করলে সর্বদা Q = (0) হবে?
ক AND
খ NOR
গ. XOR
ঘ, XNOR
বিশেষ গেইট
১১৪. কোন গেইটের সকল ইনপুট 0 হলে আউটপুট ১ হবে?
i. NAND
ii. NOR
iii. X-NOR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১৫. কোন গেইটে দুটো ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট হবে?
ক, XNOR
খ XOR
গ NAND
ঘ, AND
সত্যক সারণিটি লক্ষ কর এবং ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :
১১৬. সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?
ক. OR
খ. AND
গ. NOT
ঘ, XOR
১১৭, সত্যক সারণি যে বুলিয়ান সমীকরণ নির্দেশ করে। উত্তরঃ গ
১১৮, XOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়-
i. OR Gate
ii. AND Gate
iii. NOT Gate
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১৯
উপরিউক্ত বর্তনীর আউটপুট হবে-
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. নিচের কোনটি XOR এর প্রতীক? উঃ খ
চিত্রটি লক্ষ কর এবং ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
১২১. উদ্দীপক বর্তনীর আউটপুটের সরলীকরণ মন কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক NAND
খ, NOR
গ XOR
ঘ. XNOR
১২২. উদ্দীপক বর্তনীর আউটপুট AB পেতে হলে কোন দুইটি গেইট বিনিময় করতে হবে?
ক. 1 ও 3
খ. 1 ও 4
গ. 1 ও 5
ঘ, 2 ও 3
১২৩ সমীকরণটির কোন গেইট নির্দেশ করে?
ক. NOR
খ. NAND
গ. X-OR
ঘ. X-NOR
১২৪. a = 1, b = 0 এর জন্য a + b = ?
ক. 0
খ, 1
গ, 0, 1
ঘ, 1, 0.
উদ্দীপকের আলোকে ১২৫ ও ১২৬নং প্রশ্নের উত্তর দাও :
১২৫. উপরের চিত্রটির আউটপুট x হবে-
১২৬. উপরের চিত্রটির আউটপুট Y = 0 হবে যখন
i. A = 1, B =1, c = 1
ii. A = 0, B = 1, C = 1
iii. A = 1, B = 0, C = 1
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২৭ Fএর মান কত?
ক 1
খ 0
গ. A
ঘ,aa
নিচের উদ্দীপকটির আলোকে ১২৮ নং প্রশ্নের উত্তর দাও।
১২৮, Y = কত?
লজিক চিত্রটি দেখ এবং নিচের ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
১২৯. Y এর মান কোনটি?
১৩০, Y= 1 পেতে হলে, A এবং B এর মান হবে-
i. A = 0, B = 0
ii. A = 0, B = 1
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
উদ্দীপকের আলোকে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
১৩১. উদ্দীপকে X = ? উত্তরঃ ক
১৩২. উদ্দীপকের আউটপুটে NOR গেইটের এর পরিবর্তে NAND গেইট সংযুক্ত করলে আউটপুট হবে-
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
চিত্রটি লক্ষ কর এবং ১৩৩ ও ১৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
১৩৩, P এর মান কোনটি?
১৩৪, উদ্দীপকের P = 0 যখন-
ক, A = 0, B = 0
খ. A = 0, B = 1
গ. A = 1, B = 0
ঘ. A = 1, B = 1
চিত্রটি লক্ষ কর এবং ১৩৫ ও ১৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
১৩৫. F এর মান কোনটি?
১৩৬. XNOR এর স্থলে কোন গেইট বসালে আউটপুট ০ হবে?
ক. AND
খ, OR
গ, NAND
ঘ. NOR
১৩৭. F এর মান নিচের কোনটি?
চিত্রটি লক্ষ কর এবং ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৩৮ চিত্রের আউটপুট F এর মান কত?
১৩৯ উদ্দীপকের চিত্রে OR গেইটের পরিবর্তে AND গেইট ব্যবহার করলে F এর মান কত হবে?
ক A
খ. B
গ 0
ঘ 1
চিত্রটি লক্ষ কর এবং ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও :
১৪০. চিত্রে Z এর সমীকরণ কোনটি?
১৪১. উদ্দীপকটিতে OR গেইটটির স্থলে NOR Gate বসালে ফলাফলটি কোন গেইটটির সমান?
ক NOR
খ OR
গ XOR
ঘ XNOR
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৪২ ও ১৪৩নং প্রশ্নের উত্তর দাও :
১৪২. উদ্দীপকের আউটপুট F এর সরলীকৃত মান কোনটি?
১৪৩ F এর মান নিচের কোনটি?
নিচের উদ্দীপকের আলোকে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও।
১৪৪, এখানে P = ?
ক, X+YZ
খ, (X + Z) Y
গ, XY + XZ
ঘ, X+Y+Z
১৪৫ X = 0, Y = 1, Z = 1 হলে P= ? P’ =?
ক. P = 1, P’ = 1
খ. P = 1, P’ = 0
গ. P = 0, P’ = 1
ঘ, P = 0, P’ = 0
উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
১৪৬. উদ্দীপকের F এর সমতুল্য লজিক গেইট কোনটি?
ক. OR
খ. XOR
গ. NAND
ঘ XNOR
১৪৭. উদ্দীপকের G থেকে প্রাপ্ত লজিক গেইট ব্যবহৃত হতে পারে-
i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ii. হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে
iii. কাউন্টার তৈরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
চিত্রটি লক্ষ কর এবং ১৪৮ ও ১৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
১৪৮, X এর মান ১ হবে যখন
i. P = 1,Q= 1, R = 0
ii. P = 0, Q= 1, R =1
iii. P = 1, Q= 1, R =1
নিচের কোনটি সঠিক?
ক, i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪৯ x এর সমীকরণ কোনটি?
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
এনকোডার ও ডিকোডার
১৫০. কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
ক, রেজিস্টার
খ, কাউন্টার
গ, এনকোডার।
ঘ, ডিকোডার।
১৫১. যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
ক. রেজিস্টার।
খ. এনকোডার
গ. ডিকোডার
ঘ, কাউন্টার
১৫২. 16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
ক. 2
খ, 3
গ, 4
ঘ, ৪
১৫৩. কোন সার্কিটে সর্বোচ্চ ‘ষােলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?
ক, এনকোডার
খ. ডিকোডার
গ. রেজিস্টার
ঘ, কাউন্টার
১৫৪. কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?
ক, অ্যাডার
খ, এনকোডার
গ, ডিকোডার
ঘ, কাউন্টার
১৫৫. 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?
ক. 2
খ 3
গ, 4
ঘ. 5
১৫৬, এনকোডারের সাহায্যে যেকোনো আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?
ক. Binary
খ, BCD
গ. ASCII
ঘ সব গুলোই
১৫৭. এনকোডারের ইনপুট হচ্ছে –
i. অকটাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫৮. কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে?
ক. এনকোডার
খ, ডিকোডার
গ, রেজিস্টার
১৫৯. কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে?
ক, এনকোডার
খ. ডিকোডার
গ, হাফএডার
ঘ. ফুলএডার
১৬০. ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে-
ক, 4
খ. ৪
গ. 16
ঘ, 32
১৬১. পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
ক. ৮
খ. ১৬
গ. ৩২
ঘ. ৬৪
HSC ICT 3rd Chapter MCQ Suggestion
অ্যাডার, রেজিস্টার ও কাউন্টার
নিচের উদ্দীপকটি অনুসারে ১৬২ ও ১৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।
১৬২. A বর্তনীটি হলো-
ক. অ্যাডার
খ. এনকোডার
গ, রেজিস্টার
ঘ. কাউন্টার
১৬৩, A বর্তনীটি কোথায় যুক্ত থাকে?
ক. মনিটরে
খ. কী-বোর্ডে
গ. প্রিন্টারে
ঘ. স্পীকারে
.