HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ২

HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ২

1. ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি?

IP Address
URL
HTTP
HTML

2. ডোমেইন নাম কোনটি?

ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম
সার্ভারের নাম
ওয়েব ফাইলের নাম
ফোল্ডারের নাম

3. একটি HTML ফাইলে—

 i. শুরু ট্যাগ হিসেবে < html > থাকে          
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে          
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে      
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

4. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

< a >
< i >
< href >
< li >

5. কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়?

ওয়েবসাইট
সার্ভার
ওয়েব ফাইল
ফোল্ডার

6. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে?

1
2
3
4

7. HTML–এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?

.txt
.net
.html
.php

8. ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি?

< ul >
< ol >
< img>
< li >

9. ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়?

র‌্যামে
হোম পেজে
হার্ডডিস্কে
সার্ভারে

10. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা—

 i. সব সময় সচল থাকতে হয়
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত  থাকতে হয়
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়          
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

11. নিচের কোন HTML কোডটি নতুন খালি উইন্ডোজ স্টার্ট করার জন্য অ্যাট্রিবিউট Value হিসেবে ব্যবহৃত হয়?

target
blank
new
href

12. URL একটি ওয়েবপেজের কী?

লিংক
অ্যাড্রেস
হোম পেজ
সার্ভার

13. স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?

ওয়েবপেজগুলোতে কনটেন্ট অনির্দিষ্ট থাকে
ব্রাউজারে দ্রুত লোড হয়
ডেটাবেইস ব্যবহার করা যায়
ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে

14. কোন ওয়েবসাইট কাঠামোতে যেকোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়?

Hierarchical
Network
Linear
Cambination

15. ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?

< br >
< a >
< Li >
< i >

16. < td > ট্যাগের সঙ্গে ব্যবহৃত অ্যাট্রিবিউট—

i. align  
ii. face   
iii. colspan
 নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

17. ওয়েবসাইট পাবলিশিংয়ে গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে—

 i. ডোমেন নেম রেজিস্ট্রেশন করা      
ii. ওয়েবপেজ ডিজাইন করা   
iii. ওয়েবসাইট হোস্টিং করা
 নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

18. ওয়েবপেজ প্রদর্শনে কী ব্যবহৃত হয়?

ব্রাউজার
PHP
HTML
ইন্টারপ্রেটার

19. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

< a >
< i >
< href >
< li >

20. ওয়েবপেজের অ্যাড্রেসকে কী বলে?

URL
HTTP
HTML
WWW