উদ্ভিদের আয়ন পরিশোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদের আয়ন পরিশোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

উদ্ভিদের আয়ন পরিশোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
উদ্ভিদের আয়ন পরিশোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০২ উদ্ভিদের আয়ন পরিশোষণ

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

০১. খনিজ পুষ্টি বা লবণ কাকে বলা হয়? 

উত্তর: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াসমূহ যথাযথভাবে পরিচালনার জন্য মাটি থেকে মূল আর যে সকল খনিজ লবণ পরিশোষণ করে, তাদেরকে খনিজ পুষ্টি বা লবণ বলা হয়।

০২. আয়ন শোষণ বা পরিশোষণ কাকে বলে?

  উত্তর: উদ্ভিদ কর্তৃক খনিজ লবণ শোষণ তথা আন্তঃগ্রহণ প্রক্রিয়াকে আয়ন পরিশোষণ বলা হয়।

০৩. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বা পর্দা কাকে বলে?

উত্তর: উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমের চারদিকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক, অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লিটি অবস্থিত তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বা পর্দা বলে।

০৪. প্লাজমা মেমব্রেন সর্বপ্রথম কত সালে কে আবিষ্কার করেন?

উত্তর: নাগেলি (Nageli) সর্বপ্রথম ১৮৫৫ সালে প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন।

০৫. কোষ পর্দা বা ঝিল্লি তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল (Fluid Mosaic Model) কে কত সালে আবিষ্কার করেন? 

উত্তর: সিঙ্গার ও নিকলসন (Singer & Nicolson) ১৯৭২ সালে আবিষ্কার করেন।

০৬. ল্যামেলার মডেল (Lamella Model) এর মতবাদ কি?

উত্তর: প্লাজমা মেমব্রেনে অবস্থিত প্রোটিন এবং লিপিড অণুগুলো নির্দিষ্ট সমান্তরাল স্তরবিন্যাসে থাকে।

০৭.নিষ্ক্রিয় আয়ন পরিশোষণ কি? 

উত্তর: এই পরিশোষণ প্রক্রিয়ায় কোনো বিপাকীয় শক্তি প্রয়োজন হয় না। Concentration gradiation-এর বরাবে কাজ করতে পারে না অর্থাৎ পরিশোষণ হয় না। উদ্ভিদে অবশ্য খুব সামান্য পরিমাণে লবণ নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়।

০৮.ডোন্যান ফ্রি-স্পেস কি? 

উত্তর: কোষ ঝিল্লির অভ্যন্তরে অ-ব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জ থাকে। যে অঞ্চলে স্থির ঋণাত্মক চার্জ থাকে তাকে ডোন্যান ফ্রি-স্পেস বলা হয়।

০৯. ফ্লুইড মোজাইক মডেল কী? 

উত্তর: সিঙ্গার ও নিকলসন ১৯৭২ সালে কোষ পর্দার তরল মোজাইক মডেল তত্ত্ব প্রস্তাব করেন যাকে ফ্লুইড মোজাইক মডেল বলে।

১০.উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ কি কি?

উত্তর: উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ হলো আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, অক্সিজেন, শ্বসন, প্রস্বেদন ও আয়নের মিথস্ক্রিয়তা।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

 ০১. আয়নের অত্যাবশ্যকীয়তার নীতিগুলি কি? 

০২. আয়ন পরিশোষণের ক্যাটায়ন বিনিময় মতবাদ বর্ণনা কর। [উ: অথবা, নিষ্ক্রিয় পরিশোষণের আয়ন বিনিময় মতবাদ বর্ণনা কর।

 ০৩. প্লাজমা মেমব্রেনের ভৌত রাসায়নিক গঠন বর্ণনা কর। 

 ০৪. আয়ন পরিশোষণ সক্রিয় পদ্ধতিতে ঘটে প্রমাণ কর।

 ০৫. পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য লিখ

০৬. সক্রিয় পরিশোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য লিখ। 

০৭. ডোনান সাম্যাবস্থা ব্যাখ্যা কর।

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):

 

০১. আয়ন পরিশোষণ বলতে কি বুঝ? নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা কর

০২.ক্যাটায়ন বিনিময় মতবাদ ও অ্যানায়ন শ্বসন মতবাদ আলোচনা কর। 

০৩.প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের সচিত্র বর্ণনা দাও। 

০৪.লুন্ডেগার্ডের সাইটোক্রোম পাম্প মতবাদটি সমালোচনাসহ বর্ণনা কর।

০৫.উদ্ভিদের আয়ন পরিশোষণ সংক্রান্ত 'বাহক মতবাদ'টি ব্যাখ্যা কর।

টীকা লিখ: ডোনান ইকুইলিব্রিয়াম। 

Read more:1st chapter