টক্সিনের সাথে রোগের সম্পর্ক ।৫ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

টক্সিনের সাথে রোগের সম্পর্ক ।৫ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

টক্সিনের সাথে রোগের সম্পর্ক  ।৫ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
টক্সিনের সাথে রোগের সম্পর্ক ।৫ম অধ্যায় ।Plant Pathology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৫ :টক্সিনের সাথে রোগের সম্পর্ক

 

ক-বিভাগ : 

০১. টক্সিন (Toxin) কি? 

উত্তর : টক্সিন হলো অণুজীব এবং গোষক কমপ্লেক্সের দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থ যা পোষকের প্রোটোপ্লাস্টের উপর ক্রিয়া করে রোগ সৃষ্টি করে।

০২. একটি পোষকের সুনির্দিষ্ট টক্সিনের নাম লিখ। 

অথবা, একটি পোষক নির্দিষ্ট টক্সিনের নাম লিখ ।

উত্তর : একটি পোষক নির্দিষ্ট টক্সিনের নাম : Ak-toxin.

০৩. প্যাথোটক্সিন (Pathotoxin) কি?

উত্তর : কোন নির্দিষ্ট উদ্ভিদে প্যাথোজেন কর্তৃক নিঃসৃত যে পদার্থ বিশেষ রোগ লক্ষণ সৃষ্টি করে তাকে প্যাথোটক্সিন (Pathotoxin) বলে ।

০৪. ভিডোটক্সিন (Vivotoxin) কি? 

উত্তর : পোষকদেহে প্যাথোজেন বা পোষক কর্তৃক সৃষ্ট পদার্থ যা উদ্ভিদে রোগ সৃষ্টি করে তাকে ভিডোটক্সিন (Vivotoxin) বলে ।

০৫. কয়েকটি ভিভোটক্সিন (Vivotoxin) এর নাম লিখ।

উত্তর : Pyricularin, Fusaric acid, Tenuazonic acid, Lycomorsmin, ইত্যাদি।

০৬. ফাইটোঅ্যালক্সিনের সংজ্ঞা দাও।

উত্তর : প্যাথোজেন কর্তৃক নিঃসৃত কোনো যৌগ যদি  উদ্ভিদের উপর বিষক্রিয়া করে তাকে ফাইটোঅ্যালক্সিন (Phytoalexin) বলে।

০৭. Non-host-Specefic toxin শোষক নির্দিষ্ট নয় কি?

উত্তর: উদ্ভিদের রোগ সৃষ্টিকারী জীবাণু কর্তৃক সৃষ্ট যে সমস্ত বিষাক্ত পদার্থ কেবল পোষক উদ্ভিদেই রোগ সৃষ্টি করেনা,অন্য কিছু  Non-host উদ্ভিদের রোগ সৃষ্টি করে তখন এ ধরনের     Toxin কে Non-host Specific toxin.

০৮.দুটি পোষক অনির্দিষ্ট টক্সিনের নাম লিখ।

অথবা, কয়েকটি Non-host Specific পোষক নির্দিষ্ট নয় এরুপ toxin এর নাম লিখ।

উত্তর :  দুটি পোষক অনির্দিষ্ট টক্সিনের নাম--Fusaric acid,Ten toxin,Tabtoxin,Altemaric acid,Rhizobitoxin ইত্যাদি। 

০৯. পোষক নির্দিষ্ট বলতে কী বুঝ । 

অথবা, Host Specific পোষক নির্দিষ্ট Taxin কি?

উত্তর : কোনো প্যাথোজেনিক জীবাণু যদি এমন Toxin সৃষ্টি করে যা নির্দিষ্ট শারীরতাত্ত্বিক মাত্রায় কেবল সুনির্দিষ্ট  পোষকের প্রতি বিষাক্ত হয় এবং রোগ সৃষ্টি করে, কিন্তু অন্য পোষকের প্রতি বিষাক্ত নয় এবং সাধারণত অন্য পোষকে রোগ সৃষ্টি করে না, তাদেরকে Host Specifie পোষক নির্দিষ্ট Toxin বলে।

 ১০. কয়েকটি Host Specific শোষক নির্দিষ্ট Toxin এর

নাম লিখ ।

উত্তর : Ak toxin, AM- Moxin, Victorin, tooxin, T. toxin, He- toxin, Hs - toxin, ইত্যাদি।

১১. টেব টক্সিন (Tab toxin) কোন রোগ সৃষ্টি করে?

উত্তর: তামাকের Wild fire.

১২. Ak-toxin কোথায় থেকে উৎপন্ন করে?

উত্তর: Alternanria নামক ছত্রাক।

 

খ-বিভাগ : 

০১. টক্সিন বলতে কি বুঝ? 

অথবা, টক্সিন সম্পর্কে লিখ।

০২. ৫টি পোষক সুনির্দিষ্ট টক্সিন এর নাম, প্যাথোজেনের নাম, পোষক ও রোগের নাম লিখ। উ। 

০৩. ফাইটোক্সিন ভিডোটক্সিন ও প্যাথোটক্সিনের মধ্যে পার্থক্য লেখ। 

অথবা, Pothotoxin, Vivotoxin এবং Phytotoxim এর পার্থক্য লিখ।

০৪. টক্সিন কী? বিভিন্ন ধরনের টক্সিন সম্পর্কে আলোচনা কর। 

অথবা, বিভিন্ন প্রকার টক্সিন সম্পর্কে লিখ।

০৫. উদ্ভিদ রোগ সৃষ্টিতে টক্সিনের ভূমিকা লেখ। 

অথবা, উদ্ভিদের রোগ সৃষ্টিতে টক্সিনের প্রভাব আলোচনা কর।

অথবা, রোগ সৃষ্টিতে টক্সিন কিভাবে ভূমিকা রাখে-ব্যাখ্যা কর।

 

গ-বিভাগ : 

০১. প্যাথোটক্সিন, ভিভোটক্সিন ও ফাইটোটক্সিন কি? উদাহরণসহ আলোচনা কর এবং এদের পার্থক্য বর্ণনা কর।

অথবা, Pathotoxin, Vivotoxin এবং Phytotoxin এর সংজ্ঞা ও উদাহরণসহ পার্থক্য লিখ। 

০২. পোষক সুনির্দিষ্ট ও পোষক অনির্দিষ্ট টক্সিন এর পার্থক্য লেখ।

১২। পার্থক্য লেখ

(খ) প্যামোটক্সিন ও ডিভোটক্সিন। 

Read more:4th chapter