চারা স্থানান্তরের পূর্ববর্তী ও পরবর্তী পরিচর্যা । বার অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
চারা স্থানান্তরের পূর্ববর্তী ও পরবর্তী পরিচর্যা । বার অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় (১২)চারা স্থানান্তরের পূর্ববর্তী ও পরবর্তী পরিচর্যা) pre-post transplanting care of seedings
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. চারা স্থানান্তর পদ্ধতি কী?
অথবা, চারা স্থানান্তর পদ্ধতি কাকে বলে?
উত্তর : যে সকল শস্যের বীজ সরাসরি মূল জমিতে বোনা
যায় না, সে সকল শস্যের চারা বীজতলায় তৈরি করে তা
জমিতে রোপণ করাকে চারা স্থানান্তর পদ্ধতি বলে।
০২. চারা স্থানান্তর পদ্ধতি কয়টি?
উত্তর : দুইটি। যথা-
(i) বীজ তলা থেকে চারা স্থানান্তর ও
(ii) গাছের বিভিন্ন অঙ্গ থেকে চারা স্থানান্তর ।
০৩. কোন ফসলের চারা স্থানান্তর করা হয়?
উত্তর : ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন, মরিচ ইত্যাদি ।
০৪. চারা স্থানান্তরের জন্য চারা কতটুকু হওয়া প্রয়োজন?
উত্তর : 10-15 cm /
০৫. চারার বয়স কত হলে জমিতে স্থানান্তর করা হয়?
উত্তর : ৪-৬ সপ্তাহ হলে ।
০৬. প্রুনিং কী?
অথবা, ছাঁটাইকরণ কী?
উত্তর : ফুল ও ফলের উন্নতিকল্পে গাছের অংশকে কেটে
বাদ দেওয়াকে প্রুনিং বলা হয় ।
০৭. প্রুনিং প্রক্রিয়াগুলো কী কী?
অথবা, ছাটাইকরণ প্রক্রিয়াগুলো কী কী?
উত্তর : ফুল ও ফল ছাঁটাই, পাতা ছাঁটাই, মূল ছাঁটাই, মৃত
ও রোগাক্রান্ত শাখা ছাঁটাই, পুরাতন গাছ ছাঁটাই ইত্যাদি
০৮.ট্রেনিং কী?
উত্তর : গাছের কাঠামো সুদর্শন ও মজবুত করার উদ্দেশ্যে
শাখা-প্রশাখাকে কেটে বাদ দেবার প্রক্রিয়াকে ট্রেনিং বলে ।
০৯. চারা স্থানান্তরের পূর্ববর্তী পরিচর্যা কী?
উত্তর : বীজ তলায় চারা অংকুরোদগমের পর নির্বাচিত জমিতে
স্থানান্তর করার পূর্ব পর্যন্ত চারাগুলোকে যে সব পরিচর্যা করা হয়
তাকে চারা স্থানান্তরের পূর্ববর্তী পরিচর্যা বলে ।
১০.চারা শক্তকরণ কাকে বলে?
উত্তর : বীজতলায় জন্মানো চারার উপরের ছাউনি
ক্রমান্বয়ে অপসারণ করে রোদ ও বৃষ্টিতে টিকে থাকার
উপযোগী করে তোলাকে চারা শক্তকরণ বলে ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short
Questions) :
০১. চারা স্থানান্তর বলতে কী বুঝ? চারা স্থানান্তরের বিভিন্ন পদ্ধতির নাম
০২.চারা স্থানাস্তর কারণসমূহ উল্লেখ কর।
০৩.চারার স্থানান্তর পূর্ব পরিচর্যা বর্ণনা কর।
০৪.প্রুনিং বা ছাঁটাইকরণ এর সুবিধা ও অসুবিধা লিখ
০৫.প্রুনিং ও ট্রেনিং-এর মধ্যে পার্থক্য লিখ।
০৬.চারা স্থানান্তরের পরবর্তী পরিচর্যা বর্ণনা কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১.চারা উত্তোলনের পূর্ববর্তী ও পরবর্তী পরিচর্যা সম্পর্কে আলোচনা কর।
অথবা, চারা উত্তোলনের পূর্ববর্তী ও পরবর্তী পরিচর্যা আলোচনা কর।
০২.বীজতলা থেকে চারা স্থানান্তরের পদ্ধতি আলোচনা কর ।
০৩.পলিব্যাগ বীজতলা থেকে চারা স্থানান্তর পদ্ধতি আলোচনা কর।
০৪.প্রুনিং ও ট্রেনিং বলতে কী বুঝ? প্রুনিং ও ট্রেনিং-এর পদ্ধতিসমূহ বর্ণনা কর।
অথবা, প্রুনিং ও ট্রেনিং-এর পদ্ধতিসমূহ বর্ণনা কর।