জলজ আবাসের গঠন ও উৎপাদনশীলতা । ৬ষ্ঠ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জলজ আবাসের গঠন ও উৎপাদনশীলতা । ৬ষ্ঠ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জলজ আবাসের গঠন ও উৎপাদনশীলতা । ৬ষ্ঠ  অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
জলজ আবাসের গঠন ও উৎপাদনশীলতা । ৬ষ্ঠ অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৬ষ্ঠ অধ্যায়:- জলজ আবাসের গঠন ও উৎপাদনশীলতা

ক-বিভাগ

 

১.  জৈব উৎপাদন কাকে বলে?

উত্তর : যে-কোনো ইকোসিস্টেমে একটা নির্দিষ্ট সময়কালে উৎপাদিত সকল জৈব বস্তুর সমষ্টিকে জৈব উৎপাদন বলে ।

২. প্রাথমিক উৎপাদনশীলতা কাকে বলে? 

উত্তর : যে হারে উৎপাদকের সালোকসংশ্লেষণ এবং কেমোসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি জৈব পদার্থে জমা হয়, তাকে প্রাথমিক উৎপাদনশীলতা বলে ।

৩. গৌণ উৎপাদনশীলতা কাকে বলে?

উত্তর : এ ধরনের উৎপাদন খাদক পর্যায়ে হয়ে থাকে। বাস্তুতন্ত্রে কোনো খাদক (পরভোজী) প্রাথমিক উৎপাদন ভক্ষণ করার পর যে খাদ্য শক্তি পায় তা থেকে তার শ্বসন কাজ এবং অন্যান্য বিপাকীয় কাজ চালায়। এ সকল কাজ ঠিকমতো চালাতে পারলে তার শরীরের বৃদ্ধি ঘটে ও জৈব ওজন বৃদ্ধি  হয়। কোষ কলা, আমিষ ও চর্বি সঞ্চয়ের মাঝে দেহের এই বৃদ্ধিই দ্বিতীয় ধাপের উৎপাদনশীলতা বা গৌণ উৎপাদনশীলতা নামে পরিচিত।

৪. স্থুল উৎপাদনশীলতা বলতে কী বুঝ?

উত্তর : স্থূল উৎপাদনশীলতা বলতে একটি নির্দিষ্ট সময়ে স্বভোজী জীব কর্তৃক উৎপাদিত জৈব বস্তুর পরিমাণ এবং ঐ একই সময়ে জীব কর্তৃক পরিচালিত শ্বসনের ফলে ব্যয়িত জৈব বস্তুর সমষ্টিকে বোঝায় ।

৫. উৎপাদন হার কী?

উত্তর : উৎপাদন হার হলো কোনো এলাকায় বৃদ্ধি প্রক্রিয়াগুলো যে হারে চলতে থাকে তার পরিমাপ। তাই উৎপাদনশীলতা হলো কোনো সময়ের উৎপাদনের হার ।

০৬. অক্সিজেন পরিমাপ পদ্ধতি কী?

উত্তর : এই পদ্ধতির ধারণার ভিত্তি হলো যে, প্রাথমিক উৎপাদনের হার সালোকসংশ্লেষণের সময় উৎপাদিত অক্সিজেনের পরিমাণের সাথে সরাসরি সম্পর্কিত । উৎপাদিত অক্সিজেনের পরিমাণ পরিমাপ করা হয় এবং এ থেকে কার্বোহাইড্রেটে অন্তর্ভুক্ত কার্বনের পরিমাণ নির্ণয় করা হয়।

৭. প্রাথমিক উৎপাদন পরিমাপের 14C পদ্ধতি কে আবিষ্কার করেন?

উত্তর : প্রাথমিক উৎপাদন পরিমাপের 14C পদ্ধতি জলাশয়ের প্রাথমিক উৎপাদন পরিমাপের একটি উত্তম পদ্ধতি। Steemann Nielsen ১৯৫২ সালে এই পদ্ধতিটি আবিষ্কার করেন।

 

খ-বিভাগ

 

১.জৈব উৎপাদন বলতে কী বুঝ? এর শ্রেণিবিন্যাস কর । 

২. প্রাথমিক উৎপাদনশীলতা বলতে কি বুঝ? 

অথবা, প্রাথমিক উৎপাদনশীলতা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

অথবা, জলাশয়ে প্রাথমিক উৎপাদনশীলতা বলতে কী বুঝ?

 

গ-বিভাগ

 

১. প্রাথমিক উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা কর। 

অথবা, প্রাথমিক উৎপাদনশীলতা পরিমাপের তারতম্যের পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

২. জলাশয়ের প্রাথমিক উৎপাদনশীলতা কী? জলাশয়ের প্রাথমিক উৎপাদনশীলতা পরিমাপের অক্সিজেন পদ্ধতি বর্ণনা কর। 

অথবা, কোনো জলাশয়ের প্রাথমিক উৎপাদন ক্ষমতা নির্ণয়ের O2 পদ্ধতি চিত্র ও উদাহরণসহ বর্ণনা কর। 

অথবা, জলাশয়ের প্রাথমিক উৎপাদনশীলতা পরিমাপের O2 পদ্ধতি বর্ণনা কর ।

Read more