জীবাশ্ম নগ্নবীজী উদ্ভিদ (Fossil Gymonosperms)। ৬ষ্ঠ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীবাশ্ম নগ্নবীজী উদ্ভিদ (Fossil Gymonosperms)। ৬ষ্ঠ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় -০৬ জীবাশ্ম নগ্নবীজী উদ্ভিদ (Fossil Gymonosperms)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions
০১. Cycadofilicales-এর সদস্যরা কি নামে পরিচিত?
উত্তর: Seed fern বা সীড ফার্ন।
২. Seed ferm বলতে কী বুঝ?
উত্তর: Cycadofilicales বর্গের অন্তর্গত সদস্যদের সীড ফার্ন বলে।
০৩. Lygenopteris oldhamia প্রজাতি কোন শ্রেণির উদ্ভিদ?
উত্তর: Cycadopsida শ্রেণির উদ্ভিদ।
০৪. Lygenopteris গণ কি হিসেবে পরিচিত?
উত্তর: ফসিল কাণ্ড।
০৫. Lygenopteris গণ কোথায় পাওয়া যায়?
উত্তর: ইউরোপ ও উত্তর আমেরিকায়।
০৬. Lyginopteris oldhamia কোন যুগের উদ্ভিদ?
উত্তর: আপার কার্বোনিফেরাস।
০৭. Lygenopteris oldhamia-এর কাণ্ড কত সে. মি. ব্যাসযুক্ত?
উত্তর: ২-৪ সে. মি. ব্যাসযুক্ত
০৮-Cycadeodiea নামটির শাব্দির অর্থ কি?
উত্তর: তাল জাতীয় গাছ।
০৯. Lygenopteris oldhamia-র কাণ্ডের কি আকৃতির লিফ ট্রেস গঠিত হয়?
উত্তর: V-আকৃতির।
১০. Lygenopteris কোন বিভাগের অন্তর্গত?
উত্তর: Gymnospermophyta.
১১. কার নাম অনুসারে Bennettitales বর্গের নামকরণ করা হয়?
উত্তর: ইংরেজ বিজ্ঞানী J. J. Bennett-এর নাম অনুসারে।
১২. Cycadeoidea-এর শুক্রাণু কেমন?
উত্তর: সচল ও বহুফ্যাজেলাযুক্ত।
১৩. Cycadeodien-এর Strobillus কতটুকু লম্বা হয়?
উত্তর: প্রায় ৬ সে. মি.।
১৪. Cycadeodiea-এর কাণ্ডের প্রস্থচ্ছেদে দৃশ্যমান অংশগুলো কি কি?
উত্তর: (ক) এপিডার্মিস, (খ) কর্টেক্স ও (গ) ভাস্কুলার বান্ডল।
১৫ ট্যাক্সোল কী?
উত্তর: এটি একটি কেমোথেরাপী ড্রাগ যা বিভিন্ন ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
খ বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১-Lygenopteris oldhamia -এর বাহ্যিক গঠন লিখ।
০২-Cycadeoidea-এর কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।
০৩- Fossil Gymnosperms -এর ৫টি নাম লিখ। অথবা, নগ্নজীবীর পাঁচটি জীবাশ্মের নাম লিখ।
০৪-Bennettiales -এর বৈশিষ্ট্যগুলো লিখ। ০৫-Bennettitales বর্গের বৈশিষ্ট্যগুলো লিখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions) :
০১-Lygenopteris oldhamia-র কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।
০২-Lyginopteris কাণ্ডের বাহ্যিক ও অন্তর্গঠন বর্ণনা কর।
০৩-Cycadeoidea -এর স্পোরোফাইটের গঠনের বর্ণনা
০৪-Cycadofilicales এবং Bennettitales বর্গের বৈশিষ্ট্যসমূহ লেখ।
Read more:5th chapter