HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ১

HSC ICT HSC ICT । ৪র্থ অধ্যায় । ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML । পার্টঃ ১

1. টিম বার্নার্স লি-র সাথে সম্পর্কযুক্ত-

 i. www ও MIT এর অধ্যাপক  
ii. Google এর জনক'ও তড়িৎ প্রকৌশল
iii. HTML ও জেনেভার সার্ন  
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

2. ওয়েবসাইট পাবলিশিং এর জন্য প্রধান ধাপসমূহ হচ্ছে-

i. ডোমেইন রেজিস্ট্রেশন  
ii. হোস্টিং  
iii. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  
নিচের কোনটি সঠিক? 

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

3. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা-

i. সর্বক্ষণ সচল থাকতে হয়  
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়  
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়  
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

4. DNS এর পূর্ণরূপ কোনটি?

Domain Name Server
Domain Name System
Domain Number System
Domain Number of Server

5. E-mail ঠিকানার ডোমেইন নামের সর্বশেষ অংশ TLD এর পূর্ণরূপ হলো -

Top Link Domain
Top Link Desh
Top Level Domain
None

6. <link> ট্যাগের কাজ কী?

স্টাইল ডেফিনিশন বর্ণনা করা
ডকুমেন্ট সেকশন নির্ধারণ করা
রিসোর্স রেফারেন্স নির্ধারণ করা
পুশ বাটন নির্ধারণ করা

7. আনুভূমিক লাইন তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক?

<tr>
<td>
<li>
<hr>

8. নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?

i.
  ii.  iii.   নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

9. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে?

2
3
4
5

10. আইপি এড্রেস (IPV4) কত বিটের?

8
32
64
128

11. কোনটি ওয়েব ব্রাউজার?

মাইক্রোসফট আউটলুক
গুগল ড্রপ বক্স
ফায়ারফক্স
ইয়াহু ম্যাসেঞ্জার

12. HTML এর উদ্ভাবক হলেন-

টিম বার্নার্স লি
স্টিভ জবস
মার্ক জুকারবার্গ
বিল গেটস

13. একটি ওয়েবসাইটের বিভিন্ন পেইজে যাওয়ার জন্য, First, Last, Next, Previous এই শব্দগুলোর ব্যবহার করা হয়। ওয়েবসাইটটির গঠন হলো-

ওয়েবলিংকড
সিকুয়েন্সিয়াল
ট্রি
হাইব্রিড

14. কোনটি এম্পটি এলিমেন্ট?

<ahref>
<img>
<01>
<P>

15. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

PYTHON
HTML
COBOL
FORTRAN

16. <link> ট্যাগের কাজ কী?

স্টাইল ডেফিনিশন বর্ণনা করা
ডকুমেন্ট সেকশন নির্ধারণ করা
রিসোর্স রেফারেন্স নির্ধারণ করা
পুশ বাটন নির্ধারণ করা

17. এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

{}
[]
()
< >

18. HTML এর সাধারণ গঠনে পর্যায় হলো-

html, head, body, titel
html, head, title, body
head, html, body, titel
head, body, titel, html

19. http://www.smartshikon.org এর চতুর্থ অংশ দ্বারা কি বুঝানো হয়েছে?

প্রোটোকল নেম
ডোমেইন নেম
অলাভজনক প্রতিষ্ঠান
শিক্ষা প্রতিষ্ঠান

20. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা-

 i. সর্বক্ষণ সচল থাকতে হয় 
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়  
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়  
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

21. HTML এর লিংক ট্যাগ নিচের কোনটি?

<li>- -</li>
<a>--</ a >
<P>-<P >
<u>--</u>

22. ইমেজকে পেজের মাঝখানে স্থাপনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?

Src
alt
align
color

23. DNS এর পূর্ণরূপ কোনটি?

Domain Number of Server
Domain Number System
Domain Name Server
Domain Name System

24. HTML এ ইমেজ ফরমেট হলো-

  i. .gif  
ii. .png  
iii. .psd  
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

25. টেবিলের শিরোনাম প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?

<title>
<caption>
<h2>
<head>