ডারউইন পূর্ববর্তী মতবাদ । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ডারউইন পূর্ববর্তী মতবাদ । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ডারউইন পূর্ববর্তী মতবাদ । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ডারউইন পূর্ববর্তী মতবাদ । ২য় অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

২য় অধ্যায়:-ডারউইন-ওয়ালেস মতবাদ ও প্রাকৃতিক নির্বাচন

ক-বিভাগ

০১. ডারউইন কে ছিলেন? 

উত্তর: আধুনিক বিবানবাদের জনক ভার্সন রবার্ট ডারউইন ২০০৯ সালের ১২ ফেব্রুগারি ইংল্যান্ডের প্রণবানীতে জল গ্রহণ করেন। তিনি ইরেসমা ডারউইনের পৌত্র ছিলেন।

০২. ডারউইন কোথায় জন্ম গ্রহণ করেন?

উত্তর: ১৮০৯ সালে ১২ ফেব্রুয়ারি ইংল্যায়ের প্রসধারীতে অন্নাহণ করেন।

০৩. ডারউইনবাসের মৌলিক নীতিগুলো কী?

উত্তর: যারউইনবাদের মৌলিক নীতিগুলো হলো-

১. অতাধিক জন্মহার

২.অস্তিত্বের জন্য সংগ্রাম, 

৩. প্রকরণের উপস্থিতি,

৪. যোগ্যারমের উধ্বতন,

৫. প্রাকৃতিক নির্বচন।

০৪. ডারউইনের মতবাদের নাম কী?

উত্তর: প্রাকৃতিক নির্বাচন।

০৫. "প্রাকৃতিক নির্বাচন'-এর অর্থ কী?

উত্তর: প্রকৃতিরে যে সকল জীবনের মধ্যে সুবিধাজনক প্রকরণ আছে, তারা অধিক সুযোগ-সুবিধা ভোগ করে নির্বাচিত হয়। অপরদিকে অযোগ্য প্রকরাগুলো প্রাকৃতিক নির্বাচনে আনুকূল্য পায় না এবং কালক্রমে তারা বিলুপ্ত হয়।

০৬. প্রাকৃতিক নির্বাচন কি?

উত্তর: প্রাকৃতিক উপায়ে যেসব প্রজাতি নির্বাচন করা হয় তাকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়।

০৭. The srigin of life on earth বইটির লেখক কে?

উত্তর: চার্লস রবার্ট ডারউইন।

০৮.আধুনিক বিবর্তনবাদের জনক কে?চনে

উত্তর: চার্পন রবার্ট ডারউইন।

০৯. ডারউইধাদের মূল কথা কী?

উত্তর: প্রাকৃতিক নির্বাচন ঘটে স্বতন্ত্র জীব পর্যায়ে।

১০. বিগল কী?

উত্তর: বিগল হলো ব্রিটিশ যুদ্ধ জাহাজ।

১১. বিগলে ডারউইন কি করেন?

উত্তর: বিগলে চড়ে ডারউইন বিশ্ব ভ্রমণ করেন।

১৩. ডারউইন কখন, কি ভাবে বিশ্ব ভ্রমণ করেন?

উত্তর: ১৮৩১ সালে ব্রিটিশ যুদ্ধ জাহাজ, বিগান হয়ে বিশ্ব ভ্রমণ করেন।

১৪.ডারউইনবাদ (Darwinism) কী?

উত্তর: জীনের বিবার্তন সম্পর্কিত চার্লস ডারউইনের। মতবাদকে ডারউনবাদ বলে। ডারউনবাদের অপর নাম 'প্রাকৃতিক নির্বাচন' মতবাদ।

১৫.নব্য-ডারউইনবাদ বলতে কী বুঝ?

 উত্তর: Wessinam. Devries প্রস্তুতি বিজ্ঞানীদ্বয় মিউটেশন মতবাদের সাহায্যে ডারউইনের মতবাদের ব্যাখ্যা করেন। ফলে ডারউইনবাদ আবার নতুন ভাবে প্রতিষ্ঠিত হয় বলে একে নব্য ডারউইনবাদ বলা হয়।

১৬.গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?

উত্তর: গ্যালোপ্রাগাস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকার ৬০০ মাইল পশ্চিমে ও পলিনেশিয়ার ৩০০ মাইল পূর্বে অবস্থিত।

১৭. জার্মপ্লাজম মতবাদ কে প্রবর্তন করেন?

অথবা, জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে?

উত্তর: জার্মান বিজ্ঞানী আগস্ট তাইজম্যান (১৮৩৪-১৯১৪) বিবর্তন সম্পর্কিত জার্মপ্লাজম মতবাদ প্রবর্তন করেন।

১৮.নব্য-ডারউইনবাদ মতবাদ কী?

উত্তর: ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের পরিবর্তিত রূপকে নব্য ডারউইনবাদ মতবাদ বলে।

১৯. পরিবেশগত সংগ্রাম কী?

উত্তর: জীবকে পরিবেশের বিভিন্ন প্রতিকুলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকাকে পরিবেশগত সংগ্রাম বলে।

২০. অন্তঃপ্রাজাতিক সংগ্রাম কী?

উত্তর: একই সদস্যদের মধ্যে প্রতিযোগিতাকে আন্তঃপ্রজাতিক সাংগ্রম বলা হয়।

২১. প্রকরণ কী?

অথবা, প্রকরণের সংজ্ঞা দাও?

উত্তর: প্রাকৃতিক পরিবেশে প্রতিটি প্রাণী ও প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যকে প্রকরণ বলে।

 

খ-বিভাগ 

 

০১.প্রাকৃতিক নির্বাচন বলতে কি বুঝ লিখ? অথবা, প্রাকৃতিক নির্বাচন কী? ব্যাখ্যা কর।

০২. ডারউইনিজাম বলতে কী বুঝ?

অথবা, ডারউইনিজাম কী?

০৩.ডারউইনবাদের যৌক্তিক দিকগুলো লিখ। 

অথবা, ডারউইন -এর যৌক্তিক দিকগুলো কী কী?

০৪.বিগল জাহাজ সম্পর্কে লিখ। 

অথবা, ডারউইন ও বিগল জাহাজ বিশ্ব ভ্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। 

অথবা, ডারউইনের বিগল জাহাজ সম্পর্কে সংক্ষেপে লিখ।

০৫.ডারউইনবাদ ও নব্য-ডারউইনবাসের মধ্যে পার্থক্য লিখ। 

০৬. ডারউইনবাদের সীমাবদ্ধতাগুলো লিখ। 

অথবা, ডারউইনবাদের সীমাবদ্ধতা বর্ণনা কর।

অথবা, ডারউইনের মতবাদের সমালোচনাগুলো উল্লেখ কর

অথবা , ডারউইন মতবাদের অযৌক্তিক দিকগুলো লিখ।

০৭.জার্মপ্লাজম মতবাদ ব্যাখ্যা কর। 

০৮.ডারউইনিজাম ও ল্যামার্কিজনের মধ্যে পার্থক্য লিখ। 

অথবা, ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লিখ। 

 

গ-বিভাগ

০১. ডারউইনের গ্যালাপোগাস দ্বীপে ভ্রমণকালে কি কি তথা যুগান্তকারী মতবাদ উপস্থাপনে সাহায্য করে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

অথবা, গ্যালাপোগাস দ্বীপে ভ্রমণকালে কী কী তথ্য উপাত্ত ডারউইনকে তার যুগন্তকারী বিবর্তনবাদ থিওরি উপস্থাপনে সাহায্য করে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 

০২.নবা ডারউইন মতবাদ সম্পর্কে আলোচনা কর। 

অথবা, নব্য-ডারউইন মতবাদ ব্যাখ্যা কর।

০৩.সমালোচনাসহ ডারউইন-ওয়ালেসের প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোর উপর আলোচনা কর। 

০৪.ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ আলোচনা কর। 

অথবা, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ বর্ণনা কর।

অথবা, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা কর।