পানি সেচ (IRRIGATION) । ৯ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পানি সেচ (IRRIGATION) । ৯ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় (০৯) পানি সেচ (IRRIGATION)
ক-বিভাগ : : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. সেচ কী?
উত্তর : ফসলের সুষ্ঠু বৃদ্ধি ও উন্নয়নে প্রয়োজনীয় পানি
কৃত্রিম উপায়ে সরবরাহকে সেচ বলে ।
০২.পানি সেচ বলতে কী বুঝ?
অথবা, পানি সেচের সংজ্ঞা দাও।
উত্তর : কৃত্রিম উপায়ে জমিতে পানি প্রয়োগ করাকে পানি
সেচ বলা হয়।
০৩. কোথায় সেচের সূচনা হয়েছে?
উত্তর : মিশরের নীল এবং ইউফ্রেটিস নদীর তীরে সেচের
সূচনা হয়েছে ।
8. সেচের পানির উৎস কী কী?
অথবা, পানি সেচের উৎস কী কী?
উত্তর : সেচের পানির উৎস দুইটি। যথা- ১. ভূ-পৃষ্ঠস্থ
পানি ও ২. ভূগর্ভস্থ পানি ।
০৫. পানি সেচের পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর : তিনটি । যথা— (i) মাটির উপর পানি সেচ, (ii) মাটির
মধ্যে পানি সেচ ও (iii) ফোয়ারার মতো পানি সেচ।
০৬. সেচের পানির গুণগত বৈশিষ্ট্যগুলো কী?
উত্তর : সেচের পানির গুণগত বৈশিষ্ট্যগুলো হলো-
(i) Na-Mg এর অনুপাত, (ii) NaCO, এর পরিমাণ,
(iii) পানিতে মোট দ্রবণীয় লবণের পরিমাণ ও
(iv) কোনো অপ্রধান উপাদান ।
০৭. পানি নিষ্কাশন কী?
উত্তর : জমি থেকে অতিরিক্ত ও উদ্ভিদের অপ্রয়োজনীয়
পানি অপসারণকে পানি নিষ্কাশন বলে।
০৮. বাংলাদেশের সেচ কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রের নাম লিখ ।
উত্তর : শিউইং, দন, মুটে, ইজিপসিয়ান স্ক্রু, উইন্ডমিল,
নলকূপ ইত্যাদি ।
বাংলাদেশের দুটি সেচ প্রকল্পের নাম লেখ।
উত্তর : তিস্তা সেচ প্রকল্প ও ফারাক্কা সেচ প্রকল্প ।
১০. দোন কী?
অথবা, দোন কাকে বলে?
উত্তর : একটি প্রাচীন ও প্রচলিত সেচ যন্ত্র যা দেখতে
অনেকটা ক্ষুদ্র নৌকার ন্যায় । যন্ত্রটি প্রায় ১০-১৫ ফুট লম্বা ।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.ধান ও পাট চাষে প্রয়োজনীয় পানির পরিমাণ আলোচনা কর।
অথবা, বিভিন্ন শস্য চাষে পানির পরিমাণ উল্লেখ কর।
০২.সেচ কাজে ব্যবহৃত ৫টি যন্ত্রের নাম লিখ ।
০৩.সেচ কী? কৃষিক্ষেত্রে সেচের উদ্দেশ্যসমূহ লিখ।
০৪.বাংলাদেশের পানি সেচের পদ্ধতিসমূহ লিখ।
অথবা, বাংলাদেশের পানি সেচের পদ্ধতিসমূহ কি কি
০৫.বাংলাদেশের প্রধান দুটি সেচ প্রকল্পের নাম ও জমির পরিমাণ লিখ ।
০৬.সেচের পানির গুণাগুণ বর্ণনা কর।
অথবা, সেচের পানির গুণাগুণ লিখ
অথবা, বাংলাদেশের সেচের পানির গুণগত বৈশিষ্ট্য উল্লেখ কর।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
০১.সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির উপায়গুলো উল্লেখ কর।
০২.সেচের সংজ্ঞা দাও। কৃষিক্ষেত্রে সেচের গুরুত্ব লিখ এবং বিভিন্ন ফসলে প্রয়োজনীয় পানির পরিমাণ উল্লেখ কর।
০৩.টীকা লিখ :
(ক) পানি সেচের উৎস;
(খ) পানি সেচের গুরুত্ব বা গুণাগুণ।
০৪.সেচ চাহিদার সংজ্ঞা দাও । সুবিধা ও অসুবিধাসহ প্লাবন সেচ পদ্ধতি ও নালা সেচ পদ্ধতির বর্ণনা দাও।
অথবা, সুবিধা ও অসুবিধাসহ বাংলাদেশের পানি সেচ পদ্ধতিসমূহ বর্ণনা কর।
অথবা, সেচ কী? বিভিন্ন প্রকার সেচের পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের পানি সেচের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১২। (ক) শস্য উৎপাদনে পানি সেচের ভূমিকা লেখ ।
অথবা, শস্য উৎপাদনে পানি সেচের ভূমিকা উল্লেখ কর।
(খ) সেচের পানির উৎসের বর্ণনা দাও।
অথবা, পানি সেচ কাকে বলে? বাংলাদেশের সেচের পানির উৎস কী কী?
অথবা, বাংলাদেশের সেচের পানির উৎসসমূহ উল্লেখ কর।
অথবা, বাংলাদেশের শস্য সেচের পানির উৎসসমূহ সম্পর্কে লিখ।