জীববৈচিত্র্যের ভূমিকা ও কার্যাবলি । ৮ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জীববৈচিত্র্যের ভূমিকা ও কার্যাবলি । ৮ম অধ্যায়। Biodiversity and Evolution ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

৮ম অধ্যায়:- জীববৈচিত্র্যের ভূমিকা ও কার্যাবলি 

ক-বিভাগ

০১.IUCN পূর্ণরূপ দিন?

উত্তর: IUCN পূর্ণরূপ হলো- International Union for Conservation of Nature

০২. IUCN এর প্রধান কার্যালয় কোথায়?

উত্তর: সুইজারল্যান্ড।

০৫. UNESCO এর পূর্ণরূপ কী?

উত্তর: United Nations Educational Scientific and Cultural Organisation

০৪. WWF এর পূর্ণনাম কী?

উত্তর: World Willife Fund

০৫.WWF-এর প্রধান কার্যালয় কোথায়? 

উত্তর: সুইজারল্যান্ডের গ্লান্ডে।

০৬. UNICEF এর সদর দপ্তর কোথায়?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহবে।

০৭. WCMC-এর পূর্ণরূপ কী? 

উত্তর: World Conservation Monitoring Centre.

০৮.UNICEF এর পূর্ণরূপ লিখ। 

অথবা, UNICEF-এর পূর্ণনাম কী?

উত্তর: UNICEF-এর পূর্ণরূপ হলো- United natione International Children's Emergency Fund 

০৯.CITES-এর পূর্ণরূপ লিখ। 

 অথবা, CITES' এর পূর্ণনাম কী?

উত্তর: Convention on International Trade in Endangered Species of wild Funa and Flora.।

১০. CITES এর প্রধান কার্যালয় কোথায়?

উত্তর: সুইজাল্যান্ডের লাউসান।

১১. "রেড ডাটা বুক" কী? 

অথবা, Red Data Book কী।

উত্তর: বিশ্বের সংকটাপন্ন বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় উদ্ভিদ ও প্রাণীগুলোর তথ্য সম্বলিত একটি গ্রন্থ।

১২. ফিল্ড জিন ব্যাংক বলতে কী বুঝ?

অথবা, Field Gene Bank কী?

উত্তর: কোনো প্রজাতির স্বাভাবিক বাসস্থান বা এলাকার বাইরে অন্য কোনো স্থানে ঐ প্রমাতির জীবন্ত নমুনা সংরক্ষণ করাকে Field Gene Bank বলে।

১৩. UNEP এর পূর্ণনাম কী?

উত্তর: United Nations Environment Programme

১৪. Seed Bank কী?

উত্তর: ভবিষ্যতের বংশধর টিকিয়ে রাখার উদ্দেশ্যে সজীব অবস্থায় বীজ যেখানে সংরক্ষিত হয় তাকে Sood Banik বলে।

১৫.নবায়নযোগ্য সম্পদ কাকে বলে? 

উত্তর: যে সকল সম্পদ কখনোও নিঃশেষ হয়ে যায় না অথবা, নিঃশেষ হলেও পুনরায় তা ফিরে পাওয়া যায় ঐ সব সম্পদকে নবায়নযোগ্য সম্পদ বলে। 

 

খ-বিভাগ



০১.জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত আন্তর্জাতিক সংস্থাগুলোর পুরোনাম, ভূমিকা, কাজ বা কার্যাবলি আলোচনা কর। 

01.IUCN

02.EAS

03.SSC

04.UNICEF

05.CITES

০২ IUCN এবং CITES এর ভূমিকা ও কার্যাবলি লিখ। 

০৩.এর ভূমিকা ও কার্যাবলি লিখ। 

অথবা, WWF এর সম্পর্কে আলোচনা কর।

 

গ-বিভাগ

 

০১. (ক) IUCN এর প্রতিষ্ঠাকাল, প্রধান কার্যালয় ও উদ্দেশ্যাবলি লিখ। 

(খ) CMF এর প্রতিষ্ঠাকাল, প্রধান কার্যালয় ও উদ্দেশ্যাবলি লিখ। 

০২. (ক) UNICEF এর প্রতিষ্ঠাকাল, প্রধান কার্যালয় ও উদ্দেশ্যাবলি লিখ। 

(খ) CITES এর প্রতিষ্ঠাকাল, প্রধান কার্যালয় ও উদ্দেশ্যাবলি লিখ। 

০৩. CBD এর নীতি ও উদ্দেশ্যসমূহ বর্ণনা কর। 

০৪. টীকা লিখ। 

(ক) রেড ডাটা বুক 

(খ)UNICEF

(গ)WCMC

Read more