বীজতলা প্রস্তুতকরণ । ৮ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বীজতলা প্রস্তুতকরণ । ৮ম অধ্যায় । Agronomy and Horticulture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৮ বীজতলা প্রস্তুতকরণ (PREPARATION OF SEED BED)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. বীজতলা কাকে বলে?
অথবা, বীজতলা বা Seed bed কী?
অথবা, বীজতলা বলতে কী বুঝ?
উত্তর : বীজতলা বা Seed bed হলো বিশেষ কোনো নির্দিষ্ট
স্থান যেখানে শস্যের বীজ বপন করে অংকুরিত চারাকে একটি
নির্দিষ্ট সময় পর্যন্ত লালন-পালন করা হয়ে থাকে ৷
০২. উত্তর বীজতলা প্রস্তুত করা কেন প্রয়োজন?
উত্তর : সুস্থ, সবল, রোগমুক্ত দ্রুত বর্ধনশীল চারা উৎপাদনে ৷
০৩. বীজতলার মাধ্যমে চারা তৈরি করা হয় এমন পাঁচটি
সবজি জাতীয় উদ্ভিদের নাম লেখ ৷
উত্তর : বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, ঢেড়স
08. বীজ বপন পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর : তিন প্রকার। যথা- (i) Broad casting, (ii)
Drilling ও (iii) Dibbling.
05. Seed drill. কী?
অথবা, বীজ অনুশীলন কী?
উত্তর : সারিতে বীজ বোনার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয়
তাকে Seed drill বলে ।
০৬. ড্রাম সীডার কী?
উত্তর : লোহার দণ্ডের দুপাশে প্লাস্টিকের তৈরি দুটি চাকা
ও একটি হাতলের সমন্বয়ে গঠিত বীজ বোনার যন্ত্রকে
ড্রাম সীডার বলা হয় ।
০৭. ড্রাম সীডার কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর : অঙ্কুরিত বা ফলানো ধান বীজ কাদানো মূল জমিতে
সরাসরি রোপণ করার জন্য ড্রাম সীডার ব্যবহার করা হয়।
(০৮) চারা স্থানান্তর কী?
অথবা, স্থানান্তর বলতে কী বুঝ ? -
উত্তর : বীজ তলা থেকে চারা তুলে নির্বাচিত জমিতে
স্থানান্তর বা রোপণ করাকে চারা স্থানান্তর বা
Transplanting বলা হয় ৷
০৯. মালচিং কী?
উত্তর : সাধারণত বীজতলার আর্দ্রতা বজায় রাখার জন্য
খড়, ছন বা লতাপাতা দিয়ে বীজতলা ঢেকে রাখার
পদ্ধতিকে মালচিং বলে ।
১০. চারা স্থানান্তর পদ্ধতি কয়টি?
উত্তর : দুইটি । যথা-
(i) বীজ তলা থেকে চারা স্থানান্তর ও
.(ii) গাছের বিভিন্ন অঙ্গ থেকে চারা স্থানান্তর।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
০১.বীজতলা বা সীড বেড কী? বীজতলার প্রকারভেদ লিখ।
০২.বীজতলা বা সীড বেডের পরিচর্যাগুলো লিখ।
০৩.বীজতলা প্রস্তুতকরণ বলতে কি বুঝ।
০৪.ধানের বীজতলা প্রস্তুতের পদ্ধতি বর্ণনা কর।
০৫.একটি আদর্শ বীজতলা তৈরির পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বীজতলা কী? একটি আদর্শ বীজতলার প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
অথবা, বীজতলা কী? বীজতলা নির্বাচন ও একটি ০৬.আদর্শ বীজতলা তৈরি পদ্ধতি বর্ণনা কর।
অথবা, বীজতলা বলতে কী বুঝ? বীজতলা নির্বাচন ও প্রস্তুত পদ্ধতি লিখ ।
০৭.বীজতলা কী? আদর্শ বীজতলার বৈশিষ্ট্য লেখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১.পলিব্যাগ বীজতলার সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
০২.বীজ বপন বলতে কী বুঝ? বীজ বপনের পদ্ধতিগুলো সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, বিভিন্ন প্রকার বীজ বপণ পদ্ধতি সম্পর্কে লিখ ।
অথবা, বীজ বপন কাকে বলে? সুবিধা-অসুবিধাসহ বীজ বপনের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।
০৩.বীজতলা কী? পলিব্যাগে বীজতলা প্রস্তুতের পদ্ধতি বর্ণনা কর ।
০৪. টীকা লিখ :
(ক) বীজতলা প্রস্তুত;
(খ) বীজতলা নির্বাচন ও প্রস্তুত;
(গ) পলিব্যাগ বীজতলা বা নার্সারি;
(ঘ) ড্রিলিং পদ্ধতি।
.(ঙ) বীজ বপন পদ্ধতি।